বিষয়বস্তুতে চলুন

শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা, গাজীপুর
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৪৯; ৭৫ বছর আগে (1949-01-01)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষশাব্বির আহম্মেদ মমতাজী
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৭০০
ঠিকানা
সালানদার গ্রাম
, , ,
শিক্ষাঙ্গনগ্রাম্য
EIIN সংখ্যা১০৯৩৮৫
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা২৭০৫০১২৩০২
ওয়েবসাইটhttp://109385.ebmeb.gov.bd/

শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা গাজীপুর জেলাশ্রীপুর উপজেলার সালানদার নামক গ্রামে অবস্থিত একটি খ্যাতনামা আলিয়া মাদ্রাসা।[১][২][৩] মাদ্রাসাটির ফাজিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস, দাওয়াহ এবং ইসলামের ইতিহাস বিভাগসমূহ এবং কামিল স্তরে তাফসির, হাদীস, আদব ও ফিকহ বিভাগ চালু আছে। মাদ্রাসাটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়, এবং গাজীপুর অঞ্চলে ইসলামী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইতিহাস[সম্পাদনা]

শ্রীপুর ভাংনাহাটি কামিল মাদ্রাসা ১৯৪৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়, তবে মাদ্রাসাটি নিজেদের মত কার্যক্রম চালানোর পরে ১৯৫৮ সালে ১ জুন পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। এবং শিক্ষার্থী বৃদ্ধি ও মাদ্রাসার উন্নয়নের সাথে সাথে কামিল মাদ্রাসায় পরিণত হয়। এই মাদ্রাসাটি ফাজিল ও কামিলের উচ্চ শিক্ষার জন্য ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিলো। এবং ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ফাজিল ও কামিল শ্রেণী এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।[৪]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মাদ্রাসাটিতে দাখিল থেকে শুরু করে কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা বিদ্যমান রয়েছে। এছাড়া মাদ্রাসাটির ফাজিল ও কামিল শ্রেণীতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ বিভাগ চালু রয়েছে।[৫]

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ[সম্পাদনা]

শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা উল্লেখযোগ্য ও খ্যাতনামা শিক্ষার্থী ও শিক্ষকগণ

  • মুহাদ্দিস রিয়াজ উদ্দীন - মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস, প্রখ্যাত আলেম।
  • অধ্যক্ষ শাব্বির আহম্মেদ মমতাজী - জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sreepur Bhangnahati Rahmania Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  2. "বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  3. "ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  4. "শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার নব নির্মিত ভবন উদ্ভোধন এবং বই ও শীত বস্ত্র বিতরণ"Amar Praner Bangladesh.। ২০২১-০১-০৪। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  5. "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্সে ভর্তি | daily nayadiganta"The Daily Nayadiganta। ২০২১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪ 
  6. সংবাদদাতা, শ্রীপুর (গাজীপুর) উপজেলা। "মুহাদ্দিছ রিয়াজ উদ্দিনের ইন্তেকাল"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪