বিষয়বস্তুতে চলুন

রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা
রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার লোগো
নীতিবাক্যٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ (পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন)
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১৫ ফেব্রুয়ারি ১৯৫৭; ৬৭ বছর আগে (1957-02-15)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
অধ্যক্ষজাকির হুসাইন (ভারপ্রাপ্ত)[]
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ২০০০
ঠিকানা
মাহিশ বাথান, রাজশাহী কোর্ট
,
রাজপাড়া থানা
, ,
শিক্ষাঙ্গনশহুরে
ইআইআইএন সংখ্যা১২৭০৩৬
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৮৬০৩০৫২৪০১
ওয়েবসাইটrdskm.edu.bd

রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা বাংলাদেশের রাজশাহী মহানগরী শহরে অবস্থিত একটি বিখ্যাত কামিল মাদরাসা।[][] ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসা উত্তরবঙ্গ ও রাজশাহী বিভাগের আলিয়া মাদরাসার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান।[][] ২০১৯ সালে এই মাদ্রাসাকে সরকারীভাবে মডেল মাদ্রাসা বানানোর প্রস্তাব করা হয়।[][] ২০২১ সালে এই মাদরাসায় মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর সিদ্ধান্ত হয়। বর্তমানে এই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন জাকির হুসাইন।[]

ইতিহাস

[সম্পাদনা]

রাজশাহীতে ইসলামী শিক্ষার বিস্তার ঘটাতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ১৯৫৭ সালের ১৫ ফেব্রুয়ারি এই মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৬১ সালের ৭ জানুয়ারি এই মাদ্রাসা পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে।[] এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করার জন্য ধীরে ধীরে কামিল মাদরাসায় রুপান্তরিত হয়।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসায় ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদরাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এই মাদরাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। বিজ্ঞান বিভাগের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও ফাজিল ও কামিল পর্যায়ে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। ফাজিল ও কামিল পর্যায়ের ছাত্রদের বিষয়ভিত্তিক গবেষণার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

[সম্পাদনা]

রাজশাহী শহরে অবস্থিত এই মাদ্রাসা আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি মাদরাসা। শিক্ষার্থীদের খেলার মাঠ, পড়াশোনার জন্য লাইব্রেরি থেকে শুরু করে গ্রন্থাগার, গবেষণাগার, এবং মেয়েদের জন্য কমন রুম, মেয়েদের অভ্যন্তরীণ সময় কাটানোর জন্য খেলাধুলার সুযোগ প্রভৃতি।

গ্রন্থাগার

[সম্পাদনা]

মাদরাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরি রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। মাদরাসার গ্রন্থাগারে আল কুরআন, আল হাদিস, তাফসীর, আল ফিকহ, ইসলামের ইতিহাস প্রভৃতি বিষয়ের উপর বহু মূল্যবান বই রয়েছে। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই লাইব্রেরীতে এসে পড়াশোনাও করতে পারে।

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন"। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "মডেল হবে রাজশাহীর ৬ মাদরাসা : বাদশা"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 
  3. "'মডেল হচ্ছে রাজশাহীর ছয় মাদ্রাসা'"Daily Sunshine (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. প্রতিবেদক, নিজস্ব। "রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসায় গতকাল জমিয়াতুল মোদার্রেছীনের রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাসচিব সাব্বীর আহমদ মোমতাজী -ফরিদ আক্তার পরাগ"www.dailyinqilab.com। ২০২১-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 
  5. "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি" (পিডিএফ)ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ১৩ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১ 
  6. https://www.risingbd.com। "রাজশাহীতে ৬টি মডেল মাদ্রাসা হচ্ছে"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 
  7. Dhakatimes24.com। "'মেহনতি মানুষের ক্ষতি করে উন্নয়ন চাই না'"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩ 
  8. "Rajshahi Darus Salam Kamil Madrasha - Sohopathi সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩