বিষয়বস্তুতে চলুন

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার

মুজিবনগর সরকার
১০ এপ্রিল ১৯৭১–১২ জানুয়ারি ১৯৭২
মুজিবনগর সরকারের জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
মুজিবনগর সরকারের অবস্থান
অবস্থাঅস্থায়ী সরকার
রাজধানীবৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর)
নির্বাসনে রাজধানীকলকাতা
প্রচলিত ভাষাবাংলা
সরকারঅস্থায়ী প্রজাতন্ত্র
রাষ্ট্রপতি 
• ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২
শেখ মুজিবুর রহমান
• ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২
সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)
প্রধানমন্ত্রী 
• ১০ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২
তাজউদ্দীন আহমদ
ঐতিহাসিক যুগবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
• প্রতিষ্ঠা
১৭ এপ্রিল ১০ এপ্রিল ১৯৭১
• বিলুপ্ত
১২ জানুয়ারি ১২ জানুয়ারি ১৯৭২
পূর্বসূরী
উত্তরসূরী
পূর্ব পাকিস্তান
বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার (যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।

১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়। ১২ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত মন্ত্রিসভা কার্যকর ছিল।[][][][]

মন্ত্রিসভার তালিকা

[সম্পাদনা]

এই মন্ত্রিসভাটি নিম্নলিখিত মন্ত্রীদের সমন্বয়ে গঠিত হয়েছিল।

ক্রমিক প্রতিকৃতি নাম পদবী নিয়োগের তারিখ দপ্তর বন্টন অব্যাহতি/পদত্যাগের তারিখ
নাম থেকে পর্যন্ত
১. শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি (পাকিস্তানের কারাগারে অন্তরীণ) ১০-৪-১৯৭১

১০-১-১৯৭২

(শপথ গ্রহণ)

১২-১-১৯৭২ (অপরাহ্ন)
২. সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি

অস্থায়ী রাষ্ট্রপতি

১০-৪-১৯৭১ ১২-১-১৯৭২
৩. তাজউদ্দীন আহ্‌মদ প্রধানমন্ত্রী ক্যাবিনেট ডিভিশন   ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
প্রতিরক্ষা
এস্টাবলিশমেন্ট ডিভিশন
তথ্য ও বেতার
প্লানিং এন্ড ইকোনোমিক এ্যাফেয়ার্স
৪. এম মনসুর আলী মন্ত্রী অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ ১০-৪-১৯৭১ ১২-১-১৯৭২
অর্থ ২৯-১২-১৯৭১
শিল্প  ও  প্রাকৃতিক সম্পদ
ব্যবসায় ও বাণিজ্য
৫. খন্দকার মুশতাক আহ্‌মদ পররাষ্ট্র,

আইন  ও সংসদীয় বিষয়ক

১০-৪-১৯৭১ ২৯-১২-১৯৭১
আইন  ও সংসদ বিষয়াবলী ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
ভূমি রাজস্ব এবং ভূমি রেকর্ড ও জরীপ
৬. আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান স্বরাষ্ট্র ১০-৪-১৯৭১ ২৯-১২-১৯৭১
সাহায্য ও পুনর্বাসন
স্বরাষ্ট্র ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
সাহায্য ও পুনর্বাসন
৭. শেখ আবদুল আজিজ ২৭-১২-১৯৭১ যোগাযোগ ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
৮. ফনী ভূষণ মজুমদার খাদ্য ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
কৃষি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
৯. আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্র ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
১০. জহুর আহ্‌মদ চৌধুরী স্বাস্থ্য ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
শ্রম , সমাজ কল্যাণ ও পরিবার পরিকল্পনা
১১. এম ইউসুফ আলী ২৮-১২-১৯৭১ শিক্ষা ও সাস্কৃতিক বিষয়াবলী ২৯-১২-১৯৭১ ১২-১-১৯৭২
পূর্ত, আবাসন,  বিদ্যুৎ ও সেচ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 
  2. Craig Baxter; Syedur Rahman (২০০৩)। Historical Dictionary of Bangladesh (Third সংস্করণ)। Lanham, Maryland: Scarecrow Press। পৃষ্ঠা 206–210। আইএসবিএন 0-8108-4863-5 
  3. মঈদুল হাসান (২০০৪)। মূলধারা ৭১। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আইএসবিএন 984 05 0121 6 
  4. হোসেন তওফিক ইমাম (২০০৪)। বাংলাদেশ সরকার ১৯৭১। আগামী প্রকাশনী। আইএসবিএন 984-401-783-1