ভিলি ভাষাভাষী অনুয়ায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভিলি ভাষা পশ্চিম-মধ্য ভারতে প্রচলিত ইন্দো-আর্য ভাষাসমূহের একটি। এই ভাষা রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রমধ্য প্রদেশে ব্যবহৃত হয়ে থাকে।[১] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ১৪তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ১ কোটি ৪ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.৮৬%।[২] এটি একমাত্র ভারতীয় ভাষা যার এক কোটির অধিক বক্তা হওয়া সত্বেও ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত নয়। ভিলি ভারতের বৃহত্তম উপজাতি ভাষা।

নিচের তালিকাটি ভিলি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৩][সম্পাদনা]

ক্রম রাজ্য ভিলি ভাষাভাষী সংখ্যার শতকরা হার ভিলিভাষীর সংখ্যা ভিল উপজাতির জনসংখ্যা
দাদরা ও নগর হাভেলি ৩৭.২৬% ১২৮০৭৮
রাজস্থান ৫.২৪% ৩৫৯২২০৮ ৪১০০২৬৪
মধ্যপ্রদেশ ৪.৯৪% ৩৫৮৭৮১০ ৫৯৯৩৯২১
মহারাষ্ট্র ২.০০% ২২৪৭৬৭৮ ২৫৮৮৬৫৮
গুজরাত ১.৩৭% ৮২৫৯৪২ ৪২১৫৬০৩
দমন ও দিউ ০.২১% ৫১৮
গোয়া ০.১৮% ২৬৬৫
উত্তরাখণ্ড ০.০২% ২০০১
কেরল ০.০১% ৩৪৫৮
১০ আসাম ০.০১% ৩০৩৮
১১ জম্মু ও কাশ্মীর ০.০১% ৯৮৮
১২ ত্রিপুরা ০.০১% ৩৯৭ ৩১০৫
১৩ অন্ধ্রপ্রদেশ - ৫৩২৯ ৬০৪
১৪ কর্ণাটক - ২৬২১ ৬২০৪
১৫ পাঞ্জাব, ভারত - ১৯২০
১৬ বিহার - ১৪৪৮
১৭ তামিলনাড়ু - ১৪০৫
১৮ উত্তরপ্রদেশ - ১২৮৩
১৯ ওড়িশা - ১২১৩
২০ হরিয়ানা - ১১২১
২১ ছত্তিশগড় - ৯৩৬ ৫৪৭
২২ পশ্চিমবঙ্গ - ৬৮৯
২৩ ঝাড়খণ্ড - ৪১৬
২৪ দিল্লি - ৩০৪
২৫ হিমাচল প্রদেশ - ১০৬
২৬ নাগাল্যান্ড - ২০
২৭ মিজোরাম - ১৭
২৮ মেঘালয় - ১৩
২৯ অরুণাচল প্রদেশ -
৩০ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ -
৩১ চণ্ডীগড় -
৩২ মণিপুর -
৩৩ সিকিম -
৩৪ পুদুচেরি -
৩৫ লাক্ষাদ্বীপ -
ভারত ০.৮৬% ১,০৪,১৩,৬৩৭, চতুর্দশ প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৪][সম্পাদনা]

দাদরা ও নগর হাভেলি
  1. দাদরা ও নগর হাভেলি - ১২৮০৭৮ (৩৭.২৬%)
রাজস্থান
  1. বাঁশওয়াড়া জেলা - ১৬১৬৬৮০ (৮৯.৯৪%)
  2. দুঙ্গারপুর জেলা - ১০৩৫৮৯৩ (৭৫.৬০%)
  3. প্রতাপগড় জেলা - ১৭৫০৯২ (২০.১৮%)
  4. উদয়পুর জেলা - ৫৯০১৯৯ (১৯.২৩%)
  5. সিরোহি জেলা - ৬৯৬০৬ (৬.৭২%)
  6. শ্রীগঙ্গানগর জেলা - ৪৫৭৯১ (২.৩৩%)
  7. আলোয়ার জেলা - ৩৭৩৭৭ (১.০২%)
  8. হনুমানগড় জেলা - ১৩৭২১ (০.৭৭%)
মধ্যপ্রদেশ
  1. আলিরাজপুর জেলা - ৬৫৫৭৭৩ (৮৯.৯৬%)
  2. ঝাবুয়া জেলা - ৮৭৩৯২১ (৮৫.২৬%)
  3. বড়ওয়ানি জেলা - ৮১১৩১৩ (৫৮.৫৪%)
  4. খরগাঁও জেলা - ৪৫৫৩০০ (২৪.৩১%)
  5. ধার জেলা - ৩৩৯৮১৩ (১৫.৫৫%)
  6. বুরহানপুর জেলা - ১১৩৪৭০ (১৪.৯৭%)
  7. রৎলাম জেলা - ১৯৮১৭৪ (১৩.৬২%)
  8. খাণ্ডোয়া জেলা - ৭৯৫৯৭ (৬.০৮%)
  9. দেওয়াস জেলা - ৩৩২৩৪ (২.১৩%)
  10. ইন্দোর জেলা - ১৬০০২ (০.৪৯%)
মহারাষ্ট্র
  1. নন্দুরবার জেলা - ১০০৩৪০১ (৬০.৮৮%)
  2. ধুলে জেলা - ৪২৬৮০৮ (২০.৮১%)
  3. জলগাঁও জেলা - ১৭৯৭৯৪ (৪.২৫%)
  4. নাশিক জেলা - ২৩৭২৬৯ (৩.৮৯%)
  5. থানে জেলা - ২৬০৩৪০ (২.৩৫%)
  6. সিন্ধুদুর্গ জেলা - ৯৮৯৬ (১.১৭%)
  7. বুলঢানা জেলা - ২৩০৯৪ (০.৮৯%)
গুজরাট
  1. তাপি জেলা - ৩৩৭৭৯১ (৪১.৮৬%)
  2. নর্মদা জেলা - ৯৮৬০৭ (১৬.৭১%)
  3. বলসাড় জেলা - ১৮৭৮১৮ (১১.০১%)
  4. ডাংগ জেলা - ৮৮৭২ (৩.৮৯%)
  5. দোহাদ জেলা - ৪৫৫৮৫ (২.১৪%)
  6. সুরাট জেলা - ১০৯২২৩ (১.৮০%)
  7. নওসারি জেলা - ১২০৮৮ (০.৯১%)

২০০১[সম্পাদনা]

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী ভিলিভাষীর তালিকা নিম্নরূপ:[৫][৬]

রাজ্য ক্রম রাজ্য ভিলিভাষী সংখ্যা
ভারত ৯৫,৮২,৯৫৭
০.৯৩%
জম্মু ও কাশ্মীর ৮৪৮৩
হিমাচল প্রদেশ ২৮৪০
পাঞ্জাব ৪২
চণ্ডীগড়
উত্তরাখণ্ড ৩৪
হরিয়ানা ২০২
দিল্লি ৪১৫
রাজস্থান ২৬০০৯৩৩
উত্তর প্রদেশ ৮৪
১০ বিহার ৬৭০
১১ সিকিম
১২ অরুণাচল প্রদেশ ২০
১৩ নাগাল্যান্ড ৫৫৭
১৪ মণিপুর ৩৪০
১৫ মিজোরাম ৯৭৮
১৬ ত্রিপুরা ১০১৩
১৭ মেঘালয় ১৭
১৮ আসাম ২১২
১৯ পশ্চিমবঙ্গ ১০৩
২০ ঝাড়খণ্ড ২২০
২১ ওড়িশা ৭৭৩
২২ ছত্তিশগড় ১২৯৫
২৩ মধ্যপ্রদেশ ২৯৭৩২০১
২৪ গুজরাত ২৪০৫৬৬৩
২৫ দমন ও দিউ ৩৪৭
২৬ দাদরা ও নগর হাভেলি ৮৯১৩২
২৭ মহারাষ্ট্র ১৪৯০৬৯১
২৮ অন্ধ্রপ্রদেশ ১৪৩৮
২৯ কর্ণাটক ১৫৯৬
৩০ গোয়া ৯৪
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল ৮৫১
৩৩ তামিলনাড়ু ৭০৮
৩৪ পুদুচেরি
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

তথ্যসূত্র[সম্পাদনা]