ভালেন্তিনা কোরতেজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালেন্তিনা কোরতেজা
Valentina Cortese
Valentina Cortese1941.png
১৯৪১ সালে কোরতেজা
জন্ম (1923-01-01) ১ জানুয়ারি ১৯২৩ (বয়স ১০০)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪১-১৯৯৩
দাম্পত্য সঙ্গীরিচার্ড বেজহার্ট
(বি. ১৯৫১; বিচ্ছেদ. ১৯৬০)
সন্তানজ্যাকি বেজহার্ট

ভালেন্তিনা কোরতেজা (ইতালীয়: Valentina Cortese; জন্ম: ১ জানুয়ারি ১৯২৩) হলেন একজন ইতালীয় অভিনেত্রী। তিনি ফ্রঁসোয়া ত্রুফো পরিচালিত লা নুই আমেরিকাইন (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন[১] গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন পান।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

কোরতেজা ১৯২৩ সালের ১লা জানুয়ারি ইতালির মিলান শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার দ্য হাউজ অন টেলিগ্রাফ হিল ছবির সহশিল্পী রিচার্ড বেজহার্টকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান্ত জ্যাকি বেজহার্ট। ১৯৬০ সালে বেজহার্ট ও কোরতেজার বিবাহবিচ্ছেদ হয়। তিনি পরে আর বিয়ে করেন নি।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৪০ সালে ইতালীয় চলচ্চিত্র দিয়ে কোরতেজার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি আই মিজেরাবিলি (১৯৪৮) চলচ্চিত্রে মারচেল্লো মাস্ত্রোইয়ান্নির বিপরীতে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন। এতে তিনি ফঁতিন ও কোজেত উভয় চরিত্রে অভিনয় করেন। ১৯৪৯ সালে ব্রিটিশ চলচ্চিত্র দ্য গ্লাস মাউন্টেন-এ অভিনয় করে তিনি আরও কিছু মার্কিন চলচ্চিত্রে কাজের সুযোগ পান, কিন্তু তিনি ইউরোপীয় চলচ্চিত্রে মিকেলাঞ্জেলো আন্তোনিওনি, ফেদেরিকো ফেল্লিনিফ্রঁসোয়া ত্রুফোর মত চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করতে থাকেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The 47th Academy Awards (1975) Nominees and Winners"অস্কারএকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮ 
  2. "Valentina Cortese"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Actress Valentina Cortese radiant in haute couture at 90"গ্রামিলানো (ইংরেজি ভাষায়)। ১৭ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]