ভায়ারহাট পিয়ারিয়া ফাযিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভায়ারহাট পিয়ারিয়া ফাযিল মাদ্রাসা, রংপুর
ভায়ারহাট পিয়ারিয়া ফাযিল মাদ্রাসার পূর্ব দিকে নির্মাণাধীন ৩ তলা একাডেমিক ভবন
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৫৭; ৬৭ বছর আগে (1957-01-01)
প্রতিষ্ঠাতাপিয়ার উদ্দিন
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২১ জন
শিক্ষার্থী৭৫০ জন
ঠিকানা
টেপামধুপুর, পীরগাছা উপজেলা
, ,
ইআইআইএন[১]১২৭৩৪৩, মাদ্রাসা কোড-
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভায়ারহাট পিয়ারিয়া ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা[২]

ইতিহাস[সম্পাদনা]

মাদরাসাটি ১৯৫৭ সালে চর মবদিলা নামক স্থানে পিয়ার উদ্দিন প্রথমে নিজস্ব জমিতে স্থাপন করেন। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাদ্রাসার নাম পিয়ার উদ্দিনের নামে পিয়ারিয়া করেন। মাদ্রাসাটি ১৯৬৩ সালে দাখিল, ১৯৬৬ সালে আলিম এবং ১৯৬৯ সালে ফাযিল খোলার অনুমতি পায়। মাদ্রাসাটি ফাযিল পর্যন্ত এমপিওভুক্ত।[৩]

ভবনের বিবরণ[সম্পাদনা]

বর্তমান মাদরাসাটির প্রায় ১.০০ একর জমির উপর স্থাপিত। মাদরাসার অনেক জমি এখনও তিস্তা নদীর চরে। মাদরাসাটিতে ৩টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-২টি। একটি তিনতলা বিশিষ্ট

অন্যান্য[সম্পাদনা]

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি

পোশাক[সম্পাদনা]

ছাত্রের জন্য সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।

সাংস্কৃতিক কর্মকান্ড[সম্পাদনা]

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল[সম্পাদনা]

প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৬১% এবং আলিমে ১০০% পাশ করে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hossain, Kaif। "List Of All Fazil Madrasa In Bangladesh- বাংলাদেশের সকল ফাযিল মাদ্রাসার তালিকা - EduportalBD | Blog" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬ 
  2. ফাযিল মাদ্রাসা, ভায়ারহাট পিয়ারিয়া (২৬ জানুয়ারি ২০২২)। "কাউনিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান"কাউনিয়া উপজেলার ওয়েবসাইট। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২ 
  3. "BHAIYARHAT PIYARIA FAZIL MADRASAH"127343.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬ 
  4. "BHAIYARHAT PIYARIA FAZIL MADRASAH"127343.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬