বাকা
অবয়ব
সুফিবাদ এবং তরিকা |
---|
প্রবেশদ্বার |
সুন্নি ইসলাম ধারাবাহিকের একটি অংশ |
---|
'বাকা' (আরবি: بقاء baqāʾ ) শব্দের আক্ষরিক অর্থ হলো টিকে থাকা বা স্থায়িত্ব। এটি সুফি দর্শনে ব্যবহৃত একটি পরিভাষা, যা ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের মাধ্যমে, ঈশ্বরের মধ্যে এবং ঈশ্বরের জন্য জীবনের একটি বিশেষ অবস্থাকে বোঝায়। এটি মনজিল বা আধ্যাত্মিক পথের সর্বোচ্চ গন্তব্য বা আবাসস্থল হিসেবে বিবেচিত।
'বাকা' তিনটি স্তরের সমন্বয়ে গঠিত। প্রতিটি স্তর ঈশ্বরীয় প্রকাশের নির্দিষ্ট দিক, তার অস্তিত্বের মূল উপাদান এবং গুণগত বিকাশকে বোঝায়। এই স্তরগুলো হলো বিশ্বাস (ইমান), জ্ঞান (মারিফা) এবং করুণা (রহমত)। এটি সেই অবস্থান যেখানে একজন সাধক অবশেষে ঈশ্বরের স্থায়ী দর্শনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এজন্য একে "ঈশ্বরীয় চিরস্থায়িত্ব" (Divine Eternity) বলা যেতে পারে।[১]
আরও দেখুন
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Definition of "baqa" - the Dictionary of Spiritual Terms"। www.dictionaryofspiritualterms.com। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২।