মনজিল
অবয়ব
কুরআন |
---|
ধারাবাহিক নিবন্ধশ্রেণীর অংশ |
কুরআন পাঠকারী যাতে এক সপ্তাহে পুরো কুরআন সম্পূর্ণ পাঠ করতে পারেন, সেক্ষেত্রে সুবিধার জন্য পুরো কুরআনকে সাত ভাগে ভাগ করা হয়েছে। এই সাত ভাগের প্রত্যেক ভাগকে একেকটি মনজিল (আরবি: مَنْزِلٌ) বলা হয়।[১]
এই সাত ভাগ নিম্নরূপ:[১]
- সূরা আল-ফাতিহা (প্রথম সূরা) থেকে সূরা আন-নিসা (চতুর্থ সূরা) পর্যন্ত, এতে ৪টি সূরা রয়েছে।
- সূরা আল-মায়িদাহ (পঞ্চম সূরা) থেকে সূরা আত-তাওবাহ্ (নবম সূরা) পর্যন্ত, এতে ৫টি সূরা রয়েছে।
- সূরা ইউনুস (দশম সূরা) থেকে সূরা আন-নাহল (ষষ্ঠদশতম সূরা) পর্যন্ত, এতে ৭টি সূরা রয়েছে।
- সূরা আল-ইসরা' (সপ্তদশতম সূরা) থেকে সূরা আল-ফুরকান (পঞ্চবিশতম সূরা) পর্যন্ত, এতে ৯টি সূরা রয়েছে।
- সূরা আশ্-শূরা' (ষষ্ঠবিংশতম সূরা) থেকে সূরা ইয়াসীন (ছত্রিশতম সূরা) এতে ১১টি সূরা রয়েছে।.
- সূরা আস-সাফফাত (সাঁইত্রিশতম সূরা) থেকে সূরা আল-হুজুরাত (উনপঞ্চাশতম সূরা) এতে ১৩টি সূরা রয়েছে।
- সূরা ক্বাফ (পঞ্চাশতম সূরা) থেকে সূরা নাস (একশত চৌদ্দতম সূরা) এতে ৬৫টি সূরা রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Jaffer, Abbas (২০০৯)। An introduction to Qurʼanic sciences = ʻUlūm al-Qurʼan। ICAS Press। পৃষ্ঠা 16। আইএসবিএন 9781904063308।