বাংলাদেশ–ব্রুনাই সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ–ব্রুনাই সম্পর্ক
মানচিত্র Bangladesh এবং Brunei অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

ব্রুনাই

বাংলাদেশ–ব্রুনাই সম্পর্ক বলতে বাংলাদেশব্রুনাইয়েই মধ্যে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্ককে বোঝায়। বাংলাদেশ ও ব্রুনাই ১৯৮৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।[১] এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসেইন ব্রুনাইতে বাংলাদেশের হাইকমিশনার।[২] বাংলাদেশ ব্রুনাইয়ের শ্রমিকদের অন্যতম একটি উৎস।[৩]

বাংলাদেশ এবং ব্রুনাই উভয়ই কমনওয়েলথ নেশনসের সদস্য।

ইতিহাস[সম্পাদনা]

ঐতিহাসিকভাবে, শাহী বাংলা এবং ব্রুনিয়ান সাম্রাজ্যের সামুদ্রিক এবং রাজনৈতিক যোগাযোগ ছিল।[৪]

ব্রুনাই স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সালের ৫ মে বাংলাদেশ এবং ব্রুনাই আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

বাংলাদেশ ১৯৮৫ সালের জুলাই মাসে ব্রুনাইয়ের দারুসসালামে একটি হাইকমিশন প্রতিষ্ঠা করে এবং ১৯৯৯ সালের ২৯শে জুলাই ব্রুনাই ঢাকায় একটি দূতাবাস প্রতিষ্ঠা করে।

ব্রুনাইতে বাংলাদেশের হাইকমিশন ১৯৮৮ সালে বন্ধ হয়ে যায় এবং ১৯৯৭ সালে এটি পুনরায় চালু করা হয়েছিল।[৫][৬] বাংলাদেশ ও ব্রুনাই উভয়েই ২০১৭ সালের কো-অপারেশন আফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং নৌ-মহড়ায় অংশ নিয়েছিল।[৭] বাংলাদেশ এবং ব্রুনাই উভয় দেশেই ইসরায়েলি নাগরিকদের তাদের দেশে প্রবেশের অনুমতি নেই।[৮] দুটি দেশই ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য।[৯]

অর্থনৈতিক সম্পর্ক[সম্পাদনা]

২০০৮ সালে ব্রুনাই বাংলাদেশ থেকে শ্রমিক চেয়েছিল।[১০] ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য এবং ২০১৩ সালে ব্রুনাই ৫,০৩৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগ করেছিল।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Mission in Brunei celebrates Bangla New Year"The Daily Star। ১৯ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "Air Vice Marshal Mahmud new envoy to Brunei"The Daily Star। ১০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Penniless, they return from Brunei"The Daily Star। ১৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. Tapan Raychaudhuri; Irfan Habib, eds. (1982). The Cambridge Economic History of India. Volume I, c.1200-c.1750. Cambridge University Press. p. 130. আইএসবিএন ৯৭৮-০-৫২১-২২৬৯২-৯.
  5. "SOUTH ASIA" (পিডিএফ)mofat.gov.bn। ৩ জুলাই ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "Bangladesh High Commission in Brunei Darussalam"Bangladesh High Commission, Brunei Darussalam। ২২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. Parameswaran, Prashanth। "US, Brunei Launch Maritime Exercise"The Diplomat। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Vatican should help build bridges between Israel and its neighbors"Crux। ২ জুন ২০১৭। ২০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Ambassador Zamir elected to OIC-IPHRC"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Brunei seeks Bangladeshi workers for construction sector"The Daily Star। ৩০ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Brunei recruited 5,038 Bangladeshis in 2012"The Daily Star। ১৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮