বাংলাদেশ–সুদান সম্পর্ক
![]() | |
![]() বাংলাদেশ |
![]() সুদান |
---|
বাংলাদেশ–সুদান সম্পর্ক হল বাংলাদেশ ও সুদান রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক।
বাংলাদেশের প্রতিষ্ঠালাভ[সম্পাদনা]
১৯৭২ সালে চীন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভে ভেটো দিলে সুদান ও গিনিয়াই চীনকে সমর্থন দিয়েছিল।[১]
উচ্চ পর্যায়ের সফর[সম্পাদনা]
২০০৮ সালে জয়েন্ট চিফস অব স্টাফ অব সুদানিজ আর্মড ফোর্সেসের সাবেক সভাপতি জেনারেল মুহাম্মদ আবদুল কাদির নাসরুদ্দিন ঢাকায় আনুষ্ঠানিক সফরে আসেন।[২]
সামরিক সম্পর্ক[সম্পাদনা]
বাংলাদেশে বেশকিছু প্রশিক্ষণ কর্মসূচীতে সুদানিজ সৈনিকেরা অংশ নিয়েছে। তারা মূলত জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং থেকে প্রশিক্ষণ নেয়।[৩]
অর্থনৈতিক সম্পর্ক[সম্পাদনা]
বাংলাদেশ ও সুদান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেছে।[৪] বাংলাদেশি ওষুধ, তৈরি পোশাক এবং সিরামিক সুদানিজ বাজারে কদর পেয়েছে।[৫] ২০০৮ সালে, বাংলাদেশ ও সুদান জনসম্পদ রপ্তানিবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ এশিয়ান রেকর্ডার, ভলিউম ১৮। ১৯৭২। পৃষ্ঠা xlix।
- ↑ "Gen Nasruddin leaves Dhaka"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।
- ↑ "Enhanced trade ties with Sudan stressed"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।
- ↑ "New Sudanese ambassador presents credentials to President"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০১৪-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।
- ↑ "President for Sudan to recruit agri manpower, import medicines from BD"। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ। ১৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।
- ↑ "Sudan, Bangladesh to sign deal on manpower importation"। সুদান ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।