বাংলাদেশ–ভেনেজুয়েলা সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ–ভেনেজুয়েলা সম্পর্ক
মানচিত্র বাংলাদেশ এবং ভেনেজুয়েলার অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

ভেনেজুয়েলা

বাংলাদেশ–ভেনেজুয়েলা সম্পর্ক হল বাংলাদেশ এবং ভেনেজুয়েলা রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক

উচ্চপদস্থ কর্মকর্তাদের সফর[সম্পাদনা]

২০০১ সালে রাষ্ট্রপতি হুগো রাফায়েল শ্যাভেজ প্রথম ভেনেজুয়েলীয় হিসেবে ঢাকায় আনুষ্ঠানিক সফরে আসেন।[১]

আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা[সম্পাদনা]

বাংলাদেশ এবং ভেনেজুয়েলা বৈশ্বিক নানান খাতে দীর্ঘদিন ধরেই পরস্পরকে সহযোগিতা করে আসছে। ২০০৬ সালে ভেনেজুয়েলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্বাচনে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বাংলাদেশ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।[২] ২০১৪ সালে ভেনেজুয়েলা কনভেনশন অন দ্য এলিমিনিশেন অব অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেইন্সট ওম্যান-এ বাংলাদেশের সদস্যপদের পক্ষে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেয়।[৩]

সামাজিক খাতে সহযোগিতা[সম্পাদনা]

প্রাথমিক শিক্ষা, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃস্বাস্থ্যখাত প্রমুখ বিষয়ে বাংলাদেশের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভেনেজুয়েলা বাংলাদেশের অনুকরণে তাদের সমাজ নির্দেশকের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে।[৪] ভেনেজুয়েলা সরকার বাংলাদেশভিত্তিক গ্রামীণ ব্যাঙ্কের ক্ষুদ্রঋণ প্রকল্প প্রয়োগে দারিদ্র বিমোচনে চেষ্টা করছে।[৫]

অর্থনৈতিক খাতে সহযোগিতা[সম্পাদনা]

দ্বিপাক্ষিক বন্ধন আরো সুদৃঢ় করার ব্যাপারে দুই রাষ্ট্রই আগ্রহ প্রকাশ করেছে। দুই রাষ্ট্রের মধ্যকার ব্যবসায়ী দল আদান-প্রদানের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন ঘটানোর ব্যাপারে উভয়েই আগ্রহী। বাংলাদেশ ও ভেনেজুয়েলার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তি খাতকে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। ভেনেজুয়েলা থেকে প্রত্যক্ষ বিনিয়োগও বাংলাদেশ কামনা করছে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Newly appointed ambassador of Venezuela presents credentials to President" (ইংরেজি ভাষায়)। বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  2. "Venezuela seeks Bangladesh support for candidature of UNSC non-permanent membership" (ইংরেজি ভাষায়)। পিপলস ডেইলি। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  3. "Venezuela to support BD's candidature to CEDAW" (ইংরেজি ভাষায়)। ডেইলি সান। ২৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  4. "Venezuela learns from Bangladesh" (ইংরেজি ভাষায়)। বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  5. "DEVELOPMENT-VENEZUELA: Micro-Credit Pioneer Advises Chavez Gov't" (ইংরেজি ভাষায়)। ইন্টার প্রেস সার্ভিস। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 
  6. "Increasing ties with Venezuela stressed" (ইংরেজি ভাষায়)। নিউজ টুডে। ২০১৭-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৭ 

টেমপ্লেট:ভেনেজুয়েলার বৈদেশিক সম্পর্ক