কাজাখস্তান–বাংলাদেশ সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজাখস্তান–বাংলাদেশ সম্পর্ক
মানচিত্র কাজাখস্তান এবং বাংলাদেশের অবস্থান নির্দেশ করছে

কাজাখস্তান

বাংলাদেশ

কাজাখস্তান–বাংলাদেশ সম্পর্ক বলতে কাজাখস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে বুঝায়।

কূটনৈতিক সম্পর্ক[সম্পাদনা]

কাজাখস্তানে বাংলাদেশের ও বাংলাদেশে কাজাখস্তানের স্থায়ী রাষ্ট্রদূত নেই। ২০০৯ সালে কাজাখস্তান ঢাকায় একটি কনস্যুলেট খোলার আগ্রহ প্রকাশ করেছিল[১]। ২০১২ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কাজাখস্তানের রাজধানী আস্তানা সফর করেন[২]

অর্থনৈতিক সম্পর্ক[সম্পাদনা]

কাজাখস্তান ও বাংলাদেশ উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্য বর্ধিত করতে আগ্রহী। এজন্য দেশ দু'টি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে[৩][৪]। কাজাখস্তানে পাট, পাটজাত দ্রব্যাদি, চা, ওষুধপত্র, পোশাক প্রভৃতি বাংলাদেশি পণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। ২০০৮ সালে দেশ দু'টি পারস্পরিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে[৫]। ২০১২ সালে বাংলাদেশ বিনা শুল্কে কাজাখস্তানের বাজারে প্রবেশের অধিকার লাভ করে[৬]। ২০১৩ সালে প্রাক্তন বাণিজ্য সচিব মাহবুব আহমেদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বাংলাদেশি প্রতিনিধিদল কাজাখস্তান সফর করেন। তাঁদের সফরের লক্ষ্য ছিল কাজাখস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা যাচাই করা[৭]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kazakhstan to open consulate in Dhaka"। The Daily Star। ২০০৯-১০-৩০। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  2. "Bangladesh calls for confidence building among Asian nations for peace"। Bangladesh Sangbad Sangstha (BSS)। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  3. Diplomatic Correspondent (২০১১-০৫-২৪)। "FM stresses trade with Kazakhstan"। The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  4. "Kazakhstan to open consulate in Dhaka 30 October, 2009"। Bangladesh Today। ২০০৯-১০-৩০। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  5. "Form joint economic body to strengthen ties"। The Daily Star। ২০০৮-০৪-১৮। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  6. "Dhaka to get duty-free access to Russia, Belarus and Kazakhstan"। Bangladesh Sangbad Sangstha (BSS)। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  7. "Team to visit Russia to explore trade opportunities"। Dhaka Tribune। ২০১৫-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩