নাইজেরিয়া–বাংলাদেশ সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাইজেরিয়া–বাংলাদেশ সম্পর্ক
মানচিত্র Bangladesh এবং Nigeria অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

নাইজেরিয়া

নাইজেরিয়া–বাংলাদেশ সম্পর্ক হল নাইজেরিয়া এবং বাংলাদেশ রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। বাংলাদেশ ও নাইজেরিয়া উভয়েই উন্নয়নশীল ৮ দেশ, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন প্রভৃতি সংগঠনের সদস্য।

উচ্চ পর্যায়ের সফর[সম্পাদনা]

২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুজায় আনুষ্ঠানিক সফর করেন।[১]

সহযোগিতা[সম্পাদনা]

বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি ও পর্যটন হল এ দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্কের প্রধান অংশ।[২]

অর্থনৈতিক সম্পর্ক[সম্পাদনা]

বাংলাদেশ এবং নাইজেরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেছে।[৩] বাংলাদেশি ওষুধ, নিটওয়্যার, সিমেন্ট, পাট ও পাটজাত দ্রব্য, সিরামিক, সমুদ্রে যাতায়াতকারী যান, আলোক প্রকৌশল, চামড়া ও প্লাস্টিক নির্মিত দ্রব্যসামগ্রী নাইজেরিয় বাজারে বেশ ভালো কদর পেয়েছে।[৪] নাইজেরিয়া বাংলাদেশি ব্যবসায়ীদের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মেডিকেল সামগ্রি, আইসিটি এবং শিক্ষাখাতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। ২০১২ সালে এ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌছে যায়।[৫] ২০১৪ সালে, বাংলাদেশি তারিফ কমিশন আফ্রিকান রাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তি তৈরি করেছে এবং এ ধরনের নতুন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মালি ও নাইজেরিয়া সবচেয়ে সম্ভাবনাময় রাষ্ট্র।[৬]

অন্যান্য[সম্পাদনা]

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে 27 শে আগস্ট 2020 স্মারক ডাকটিকেট অবমুক্ত করে নাইজেরিয়ার ডাক বিভাগ। নাইজেরিয়াররাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মের যৌথভাবে স্মারক ডাক টিকেট অবমুক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "President for increasing cooperation with Nigeria, west African countries"। বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "President urges Nigeria to recruit Bangladeshi experts"। ইউএনবি কানেক্ট। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Nigerian envoy calls on President"। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ 
  4. "DCCI urges Nigeria to import Bangladesh products"। নিউ এজ। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Nigerian businessmen urged to invest in Bangladesh"। ডেইলি সান। ১৩ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ 
  6. "Bangladesh plans trade deals with Nigeria and Mali"। Dhaka Tribune। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ 
  7. "মুজিববর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ছাড়ছে নাইজেরিয়া | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

টেমপ্লেট:নাইজেরিয়ার বৈদেশিক সম্পর্ক