প্যাট্রিক গ্যাফনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড. ফাদার
প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
২০১৭ – বর্তমান
পূর্বসূরীবেঞ্জামিন কস্তা (ভারপ্রাপ্ত)
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৭ (বয়স ৭৬–৭৭)
যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
শিক্ষাপিএইচ.ডি.
প্রাক্তন শিক্ষার্থী
পেশাশিক্ষক, নৃবিজ্ঞানী, ধর্মযাজক

প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি (ইংরেজি: Patrick Daniel Gaffney; যিনি প্যাট্রিক গ্যাফনি বা প্যাট্রিক ডি গ্যাফনি নামেই বেশি পরিচিত) একজন মার্কিন শিক্ষাবিদ, অনুবাদক, নৃবিজ্ঞানী এবং পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের একজন ধর্মযাজক। বর্তমানে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

গ্যাফনি ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয় থেকে ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৭২ সালে নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের উপর ডিপ্লোমা এবং ১৯৭৩ সালে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব নিয়ে অধ্যায়ন শুরু করেন এবং সেখান থেকে ১৯৭৭ সালে এমএ ও ১৯৮২ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩]

তিনি মাতৃভাষা ইংরেজির পাশাপাশি আরবি, ফরাসি, জার্মান, ওলন্দাজ, স্প্যানিশ, ইতালীয় এবং রুশ ভাষায়ও দক্ষ।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নবীন বরণ অনুষ্ঠানে গ্যাফনি (বাম থেকে চতুর্থ)।

১৯৮০ থেকে ২০১৬ সাল পর্যন্ত গ্যাফনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নটর ডেম বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেছেন। এর মাঝে, ২০১৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালের ৮ আগস্ট তিনি নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য পদে নিয়োগ পান।[৫] প্রথম মেয়াদ শেষে, ২০২২ সালের ২২ আগস্ট তিনি পুনরায় এ পদে নিয়োগ পান।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ"বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 
  2. "Management | NOTRE DAME UNIVERSITY"www.ndub.edu.bd। ২০২০-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 
  3. "Patrick Gaffney, C.S.C. // Department of Anthropology // University of Notre Dame"anthropology.nd.edu। ২০২০-০৯-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 
  4. "VC appointed @ NDUB"দ্য ডেইলি অবজারভার (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০১৭। ২০২০-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 
  5. "নতুন অনুষদ ও বিভাগ খোলা হবে"কালের কণ্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৭। ২০১৭-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 
  6. "নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন ড. ড্যানিয়েল গ্যাফনি"সমকাল। ২৫ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]