দিলওয়ার
দিলওয়ার | |
---|---|
![]() স্ত্রীর সাথে কবি দিলওয়ার | |
জন্ম | |
মৃত্যু | ১০ অক্টোবর ২০১৩ | (বয়স ৭৬)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | কবি, সাংবাদিক |
পুরস্কার | বাংলা একাডেমী পুরস্কার একুশে পদক |
কবি দিলওয়ার (১ জানুয়ারি, ১৯৩৭ - ১০ অক্টোবর, ২০১৩) বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। বাংলাদেশের সাধারণ মানুষের মননের কথা তার কবিতায় স্বত:স্ফূর্তভাবে উঠে এসেছে বলে তাকে "গণমানুষের কবি" বলা হয়।[১]
পরিচ্ছেদসমূহ
জন্ম, শৈশব ও শিক্ষা[সম্পাদনা]
কবি দিলওয়ার ১৯৩৭ সালের ১ জানুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ পৈতৃক নিবাস 'খান মঞ্জিল'-এ জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম মৌলভী হাসান খান এবং মাতার নাম মোছাম্মৎ রহিমুন্নেসা। ১৯৫২ সালে সিলেটের উত্তরসুরমার রাজা জিসি হাইস্কুল থেকে প্রবেশিকা পাস করে এম সি কলেজ থেকে ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন দিলওয়ার।[২]
পেশা[সম্পাদনা]
শিক্ষকতার মাধ্যমে পেশাজীবনের শুরু হলেও এরপর রাজধানীতে এসে সাংবাদিকতা শুরু করেন কবি। ১৯৬৭ সালে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন দৈনিক সংবাদে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩-৭৪ সালে দৈনিক গণকণ্ঠেও সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন৷[৩] উদীচী ও খেলাঘর আসরের সিলেটের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।[৪]
সাহিত্যধারা[সম্পাদনা]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
১৯৫২ সালে সিলেটের উত্তরসুরমার রাজা জিসি হাইস্কুল থেকে প্রবেশিকা পাস করে এম সি কলেজ থেকে ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন দিলওয়ার। শারীরিক অসুস্থতার কারণে সেখানেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে। ১৯৬০ সালে পেশায় সেবিকা আনিসা খাতুনের সঙ্গে বিয়ে হয় দিলওয়ারের।[৩]
প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- 'ঐকতান, 'পূবাল হাওয়া', 'উদ্ভিন্ন উল্লাস', 'বাংলা তোমার আমার', 'রক্তে আমার অনাদি অস্থি', 'বাংলাদেশ জন্ম না নিলে', 'স্বনিষ্ঠ সনেট', 'নির্বাচিত কবিতা', 'দিলওয়ারের একুশের কবিতা', 'দিলওয়ারের স্বাধীনতার কবিতা', 'সপৃথিবী রইব সজীব' ও 'দুই মেরু, দুই ডানা','অনতীত পঙক্তিমালা'। ছড়াগ্রন্থ : 'দিলওয়ারের শতছড়া','ছড়ায় অ আ ক খ'। [৫] এছাড়া প্রবন্ধ, গান, ও ভ্রমণকাহিনীও লিখেছেন তিনি।
সম্মাননা ও পুরস্কার[সম্পাদনা]
কবি দিলওয়ার ১৯৮০ সালে কাব্য চর্চায় বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে সাহিত্যে অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয়।[১]
মৃত্যু[সম্পাদনা]
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১০ অক্টোবর ২০১৩ সালে সিলেট নগরের ভার্থখলায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ দৈনিক সিলেটের ডাক; প্রকাশকাল: ০১.০১.২০১৩
- ↑ কবি দিলওয়ার আর নেই
- ↑ ক খ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম; http://bangla.bdnews24.com/bangladesh/article683811.bdnews
- ↑ সাপ্তাহিক একতা; বর্ষ - ৪৩, সংখ্যা ১০; ১৩ অক্টোবর ২০১৩ |
- ↑ "কবি দিলওয়ার আর নেই"। ১৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩।
- ↑ চলে গেলেন কবি দিলওয়ার, দৈনিক ইত্তেফাক