মাহবুব সাদিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডক্টর
মাহবুব সাদিক
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৫ অক্টোবর ১৯৪৭)
আইসড়া, টাঙ্গাইল, পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
পিতামাতামোয়াজ্জেম হোসেন খান,
হামিদা খান
পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার (২০০৮)

ড. মাহবুব সাদিক (জন্ম: ২৫ অক্টোবর ১৯৪৭) বাংলাদেশের একজন কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক এবং গবেষক। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০০৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১১ নম্বর সেক্টরে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

মাহবুব সাদিক ২৫ অক্টোবর ১৯৪৭ সালে টাঙ্গাইলে আইসড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোয়াজ্জেম হোসেন খান এবং মাতা হামিদা খান। টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক ও সা’দত কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রবীন্দ্রোত্তর আধুনিক কবি বুদ্ধদেব বসুর কবিতা বিষয়ে অর্জন করেন পিএইচ ডি ডিগ্রি।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

মাহবুব সাদিক বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন সরকারি কলেজে তিনি দীর্ঘদিন পাঠদান করেছেন। তিনটি সরকারি কলেজে তিনি পালন করেছেন অধ্যক্ষের দায়িত্ব। ২০০৪ সালে তিনি সা’দত সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

মাহবুব সাদিক প্রথম জীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। কলেজ জীবন থেকেই তিনি আইয়ুব-বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ঊনসত্তরের গণ-আন্দেলনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ১১ নম্বর সেক্টরে টাঙ্গাইল অঞ্চলে তিনি যুদ্ধ করেছেন।[৪]

গ্রন্থ[সম্পাদনা]

মাহবুব সাদিক রচিত গ্রন্থসংখ্যা প্রায় চল্লিশ। শিশু ও কিশোর সাহিত্যেও তিনি কাজ করেছেন। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের জন্য তিনি বই লিখেছেন, সম্পাদনা করেছেন। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:-[৩]

  • কবিতায় মিথ এবং অন্যান্য প্রসঙ্গ
  • জীবনানন্দ কবিতার নান্দনিকতা
  • শামসুর রাহমান : উত্তর উপনিবেশিক কবি

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০০৮)
  • আলাওল পুরস্কার,
  • ভাসানী পদক,
  • টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার,
  • মুক্তিযোদ্ধা লেখক পুরস্কার,
  • খালেদ মোশাররফ স্মৃতি পুরস্কার
  • হাসান হাফিজুর রহমান স্মৃতিপদক
  • কবিকুঞ্জ পদক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২ 
  2. গোলাম কিবরিয়া পিনু। "স্বদেশের মুখ, মুক্তিযুদ্ধ ও মানুষের আর্তস্বর"কালি ও কলম। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২ 
  3. "সুশান্ত মজুমদার"রকমারি ডট কম। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২ 
  4. "শিল্প বাড়ী - পর্ব ২৬ | অতিথি: ড. মাহবুব সাদিক | Silpo Bari - EP 26 | D. Mahbub Sadik"জিটিভি