মুহাম্মদ সামাদ
মুহাম্মদ সামাদ | |
---|---|
জন্ম | ১৯৫৬ জামালপুর, ময়মনসিংহ |
পেশা | কবি, শিক্ষাবিদ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা প্রতিষ্ঠান | ঢাকা বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, |
মুহাম্মদ সামাদ একজন কবি এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।[১][২] তার কবিতার জন্য তিনি দেশী ও বিদেশী নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।[৩]
কর্মজীবন[সম্পাদনা]
তিনি ১৯৫৬ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। মার্কিন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সস (ইউআইটিএস) এর উপাচার্য ছিলেন।[১] তিনি জাতীয় কবিতা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪]
কাব্য গ্রন্থ[সম্পাদনা]
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে:
- আমি তোমাদের কবি
- আমার দু’চোখ জলে ভরে যায়
- আজ শরতের আকাশে পূর্ণিমা, চলো
- তুমুল বৃষ্টিতে ভিজি
- পোড়াবে চন্দন কাঠ
- আমি নই ইন্দ্রজিৎ মেঘের আড়ালে
- একজন রাজনৈতিক নেতার মেনিফেস্টো
- প্রেমের কবিতা
- সিলেকটেড পোয়েমস
- কবিতাসংগ্রহ ইত্যাদি
তার কবিতা ইংরেজি, চীনা, গ্রিক, সুইডিশ, সার্বিয়ান, হিন্দি, সিনহালি প্রভৃতি ভাষায় অনূদিত হয়েছে।[৫]
পুরস্কার[সম্পাদনা]
- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০২০[৬]
- দি ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট ২০১৮, ইন্টারন্যাশনাল পোয়েট্রি ট্রান্সলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি)[৭][৮][৯]
- সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার [৮][৯]
- সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার[৮][৯]
- কবি সুকান্ত সাহিত্য পুরস্কার[৮][৯]
- কবি জীবনানন্দ দাশ পুরস্কার[৮][৯]
- কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার[৮][৯]
- ত্রিভুজ সাহিত্য পুরস্কার[৮][৯]
- কবি বিষ্ণু দে পুরস্কার[৮][৯]
- কবিতালাপ পুরস্কার[৮][৯]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "মুহাম্মদ সামাদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "ঢাবি'র উপ-উপাচার্য হলেন অধ্যাপক মুহাম্মদ সামাদ"। বাংলা ট্রিবিউন। ২৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলা একাডেমি ওয়েবসাইট।
- ↑ "মুহাম্মদ সামাদ কবিতা পরিষদের সভাপতি নির্বাচিত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "মুহাম্মদ সামাদের কবিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ"। দৈনিক জনকণ্ঠ। ৭ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "পুরস্কার লেখককে অনুপ্রাণিত করে : মুহাম্মদ সামাদ"। বাংলা ট্রিবিউন। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "চীনের আইপিটিআরসি পুরস্কার পেলেন কবি মুহাম্মদ সামাদ"। বাংলা ট্রিবিউন। ২৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "চীনের 'শ্রেষ্ঠ কবি' পুরস্কার পেলেন ঢাবি উপ-উপাচার্য"। জাগো নিউজ। ২৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "চীনের 'শ্রেষ্ঠ কবি' পুরস্কার পেলেন ঢাবি উপ-উপাচার্য"। বাংলাদেশ প্রতিদিন। ২৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।