বিষয়বস্তুতে চলুন

অরুণাভ সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুণাভ সরকার
জন্ম(১৯৪১-০৫-২৯)২৯ মে ১৯৪১
টাঙ্গাইল জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু(২০১৪-১২-১৮)১৮ ডিসেম্বর ২০১৪
পেশাকবি, লেখক, সাংবাদিক
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
ধরনকবিতা
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
দাম্পত্যসঙ্গীআজিজা সরকার
সন্তানসুগত সরকার (পুত্র)
মিথিলা সরকার (কন্যা)

অরুণাভ সরকার (২৯শে মে, ১৯৪১ - ১৮ই ডিসেম্বর, ২০১৪)[] ছিলেন একজন বাংলাদেশী কবি, কলাম লেখক, সাহিত্য সম্পাদক ও মুক্তিযোদ্ধা।[] কবিতায় অবদানের জন্য তিনি ২০০৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[]

ব্যক্তিজীবন

[সম্পাদনা]

সরকার ১৯৪১ সালের ২৯শে মে তৎকালীন ব্রিটিশ ভারতে বেঙ্গল প্রেসিডেন্সির টাঙ্গাইল জেলার মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তিনি আজিজা সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান: পুত্র সুগত সরকার এবং কন্যা মিথিলা সরকার।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তাঁর কর্মজীবন শুরু হয় দৈনিক সংবাদে সাংবাদিক হিসেবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক যুগান্তর, ইত্তেফাক, ডেইলি মর্নিং সান, গণবাংলা, নিউ নেশন, দৈনিক জনপদ, নিউজ টুডে, দি ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক ও কলাম লেখক হিসেবে কাজ করেছেন।[]

গ্রন্থাবলি

[সম্পাদনা]

সরকার রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো নগরে বাউল। এটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ কেউ কিছুই জানে না প্রকাশিত হয় ১৯৮০ সালে। দীর্ঘ বিরতির পর ২০০৬ সালে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ নারীরা ফেরে না প্রকাশিত হয়।[] তিনি খোকনের অভিযান, গল্প থেকে গল্প, ইলশেগুঁড়ি, ভালুকার মৌমাছি, ভালুকার দুই বন্ধু নামে পাঁচটি শিশুতোষ গ্রন্থ রচনা করেন।[] এছাড়া তিনি ১৯৬৯ থেকে ১৯৮৫ সালে কাব্য সাময়িকী ঈশিকা সম্পাদনা করতেন।[] সাংবাদিকতা বিষয়ে প্রণয়ন করেন সম্পাদনার প্রথম পাঠ (২০১৫) শীর্ষক পুস্তিকা।[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

মৃত্যু

[সম্পাদনা]

অরুণাভ সরকার ২০১৪ সালের ১৮ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর ইচ্ছানুসারে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে দান করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কবি অরুণাভ সরকার আর নেই"দৈনিক সমকাল। ১৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Poems in delighted eyes"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  3. "6 authors receive Bangla Academy Awards"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  4. বরকতুল্লাহ, সাইফ (১ জানুয়ারি ২০১৫)। "অরুণাভ সরকার কবিতা ও জীবন"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  5. "কবি অরুণাভ সরকার আর নেই"দৈনিক মানবজমিন। ১৯ ডিসেম্বর ২০১৪। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  6. "নারীরা ফেরে না, আর ফিরবেন না অরুণাভ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  7. "Arunabh wins poetry prize"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৭-১০-০২। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  8. পিআইবি প্রকাশনাবাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। ২০২১।