লামচর ইউনিয়ন
| লামচর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে লামচর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৩′৩৮″ উত্তর ৯০°৫৩′৭″ পূর্ব / ২৩.০৬০৫৬° উত্তর ৯০.৮৮৫২৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রামগতি জেলা |
| উপজেলা | রামগঞ্জ উপজেলা |
| প্রতিষ্ঠা | ১৯৮৩ সাল |
| আয়তন | |
| • মোট | ১৬.৩২ বর্গকিমি (৬.৩০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২ সাল) | |
| • মোট | ৪৫,০০০ |
| • জনঘনত্ব | ২,৮০০/বর্গকিমি (৭,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭৬.৬০ শতাংশ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৭২০ |
লামচর বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]লামচর ইউনিয়নের মোট আয়তন ১৬.৩২ বর্গ কিলোমিটার বা ৬.৩০ বর্গ মাইল। আয়তনে লামচর ইউনিয়ন টি রামগঞ্জ উপজেলার তৃতীয় বৃহত্তম ইউনিয়ন।
জনসংখ্যা
[সম্পাদনা]২০২২ সাল আদমশুমারি অনুযায়ী লামচর ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৪৫.০০০ জন। জনসংখ্যার দিক থেকে লামচর ইউনিয়ন রামগঞ্জ উপজেলার সবচেয়ে জনবহুল ও ঘনবসতি পূর্ণ একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলার দক্ষিণাংশে লামচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে চণ্ডিপুর ইউনিয়ন, উত্তরে রামগঞ্জ পৌরসভা ও দরবেশপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে করপাড়া ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন ও রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]লামচর ইউনিয়ন রামগঞ্জ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৪নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ এর অংশ। ইউনিয়ন টিতে ৯টি ওয়ার্ড, ১৩ মৌজা ও ১৬টি গ্রাম রয়েছে। গ্রাম গুলো হলো:
- লামচর।
- দক্ষিণ মজুপুর।
- উত্তর মজুপুর।
- পশ্চিম মজুপুর।
- বিষ্ণভল্লবপুর।
- পানপাড়া।
- কাশিমনগর।
- দক্ষিণ দাসপাড়া।
- উত্তর দাসপাড়া।
- তাহেরপুর।
- রসুলপুর।
- দক্ষিণ হাজীপুর।
- দক্ষিণ কালিকাপুর।
- উত্তর কালিকাপুর।
- শৈলখালী।
- ছমেদপুর।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সাল আদমশুমারি অনুযায়ী লামচর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৬.৬০ শতাংশ। এই ইউনিয়ন টিতে ১টি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি দরসে নেজামী মাদ্রাসা, ২টি হাফিজিয়া মাদ্রাসা, ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- পানপাড়া হাই স্কুল এন্ড কলেজ।
- কাশিমনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা।
- দাসপাড়া উচ্চ বিদ্যালয়।
- লামচর উচ্চ বিদ্যালয়।
- কালিকাপুর উচ্চ বিদ্যালয়।
- ফাতেমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা।
- মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- হোসনাবাদ আহমদিয়া এতিমখানা।
- মজুপুর জামিয়াতুল মাদিনা হাফিজিয়া মাদ্রাসা।
খাল ও নদী
[সম্পাদনা]• ঐতিহাসিক বরেন্দ্র খাল যা স্থানীয়ভাবে ওয়াপদার খাল বা বেড়ির খাল নামে পরিচিত।
হাট-বাজার
[সম্পাদনা]- ঐতিহাসিক পানপাড়া বাজার।
- নোয়াহাট বাজার।
- মাঝিরগাঁও বাজার।
- ইসলামিয়া বেড়ি বাজার।
- ডাগ্যাতলি বাজার।
- দেওয়ান বাজার।
- মোহাম্মদিয়া বাজার।
- ঐতিহাসিক মজুপুর বাজার।
অর্থনীতি
[সম্পাদনা]লামচর ইউনিয়নের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর, এই অঞ্চলে মাটি খুবই উর্বর হওয়ার কারণে প্রতিবছর বিপুল পরিমাণে ধান, পাট, গম, ভুট্টা, সোয়াবিন, আলু, বিভিন্ন ধরনের ডাল বীজ, শাকসবজি, ফলমূল, মসলা জাতীয় ফসল উৎপাদন করা হয়। বিশেষ করে এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল হলো নারকেল ও সুপারি ইত্যাদি।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- মজুপুর কেন্দ্রীয় শাহী জামের মসজিদ বা গুলিয়া পাটোয়ারী বাড়ির জামের মসজিদ ও ঈদগাহ ময়দান।
- বেড়িবাঁধ ও ওয়াপদার খাল।
- মাঝির গাঁও পার্ক।
- ঐতিহাসিক পানপাড়া বাজার।
- কাতালিয়ার দিঘি।
- মজুপুর বড় স্বর্ণকার বাড়ি, রামগঞ্জ।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- পীর সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল আলী নক্সেবন্দী মুজাদ্দেদী (রহঃ)
- সাবেক ইউপি চেয়ারম্যান-হাজী মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী।
- সাবেক ইউপি চেয়ারম্যান-মোহাম্মাদ মফিজ উল্লাহ।
- বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আবু তাহের।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান ইউপি চেয়ারম্যান-ফয়েজ উল্লাহ ওরপে জিসান পাটোয়ারী।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]• বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
