করপাড়া ইউনিয়ন, রামগঞ্জ
করপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
৮নং করপাড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে করপাড়া ইউনিয়ন, রামগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯০°৫৩′৫৭″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯০.৮৯৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | রামগঞ্জ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭২০ |
করপাড়া বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
জনসংখ্যা
[সম্পাদনা]জনসংখ্যা ৩৪০০০ জনেরও অধিক
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলার সর্ব-দক্ষিণে করপাড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দরবেশপুর ইউনিয়ন ও রামগঞ্জ পৌরসভা, উত্তর-পশ্চিমে লামচর ইউনিয়ন, পশ্চিমে লামচর ইউনিয়ন ও লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন, পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন এবং উত্তর-পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]করপাড়া ইউনিয়ন রামগঞ্জ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৪নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ এর অংশ। বর্তমানে গ্রামের সংখ্যা – ১৬ টি। মৌজার সংখ্যা – ১১ টি।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যান উচ্চ বিদ্যালয়
- শাহ্ জকি উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়
- ডুমুরিয়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা
- বদরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- করপাড়া নুরে মদিনা দাখিল মাদ্রাসা
- আশরাফুল মাদারিস ভাটিয়ালপুর
- আবু হুরায়রা রা. নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা।
হাট-বাজার
[সম্পাদনা]- শ্যামপুর মিয়ার বাজার।
- গাজীপুর বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]শাহ্ জকির মাজার।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আল্লামা লুৎফর রহমান- ইসলামি স্কলার, প্রবীণ আলেম, গবেষক এবং ইসলামি রাজনীতিবিদ।
- রাজু আহমেদ।(এডভোকেট,জজ কোর্ট লক্ষ্মীপুর)
পিতা- আবু তালিব চৌধুরী। মাতা- জাহানারা বেগম। সাং- ভাটিয়ালপুর।
- লকিয়ত উল্লা (করপাড়ার কৃতি সন্তান)
গণমানুষের বন্ধু সাং-পশ্চিম করপাড়া।
- কামাল হোসেন জুয়েল(সাংবাদিক)
পিতাঃ আবু তাহের। মাতাঃ কহিনুর বেগম। সাং-ভাটিয়ালপুর ১নং ওয়ার্ড, ভাটিয়ালপুর দোনাগাজী পাটোয়ারি বাড়ী।
- রাসেল আলম সরকার (রাজনীতিবিদ)
পিতা:-মো: মমিন হক,মাতা:-রওশন আরা বেগম সাং-বদরপুর(ছওর বাড়ী)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]জাহিদ মির্জা
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]== বহিঃসংযোগ ==মুলত এটি পুনম দের বাসা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |