গুনাহার ইউনিয়ন
গুনাহার | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() | |
ডাকনাম: গুনাহার ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | দুপচাঁচিয়া উপজেলা ![]() |
আসন | বগুড়া-৩ |
সরকার | |
• চেয়ারম্যান | নূর মোহাম্মাদ আবু তাহের |
আয়তন[১] | |
• মোট | ১৮.৯০০ বর্গকিমি (৭.২৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
• মোট | ৩০,৫৮৬ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮৮০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
গুনাহার ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হলো ৫০.১০.৩৩.৫৪।[২]
ইতিহাস[সম্পাদনা]
গুনাহার ইউনিয়ন ১৯৭৬ সালে গঠিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
ভৌগোলিক অবস্থান ও আয়তন[সম্পাদনা]
গুনাহার ইউনিয়নের মোট আয়তন ১৮.০৯ বর্গকিলোমিটার।[১]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
গুনাহার ইউনিয়ন একাধিক মৌজা ও গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমূহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হলো:
- ১নং ওয়ার্ড - আটইল, কৈগাড়ি, জাড়ই, বড় নিলাহালি, বেড়াগ্রাম, শরম।
- ২নং ওয়ার্ড - ছাতনী, তালুচ, পাঁচোষা।
- ৩নং ওয়ার্ড - চন্ডিমন্ডপ, ছোট করমজি, ঝাজিরা, ডাংগাপাড়া, রঘুবংশপুর।
- ৪নং ওয়ার্ড - আমঝুপি, গুনাহার, পালকুড়ি, ভান্ডুরিয়া।
- ৫নং ওয়ার্ড - কামারু, কাজীগাড়ি, বেলহট্টি, পুকুরগাছা, সিংগা।
- ৬নং ওয়ার্ড - অর্জুনগাড়ি, কুরাহার, কেউত, ছোট বেড়া গ্রাম, সুহলি।
- ৭নং ওয়ার্ড - উনাহাত, ভাটাহার, সিংড়া, সূর্যতা।
- ৮নং ওয়ার্ড - খাগড়া, দামকুড়ি, পোওতা, মেরাই।
- ৯নং ওয়ার্ড - পাওগাছা, দোঁছিয়া, ভাতহান্ডা, নূরপুর।
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গুনাহার ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩০৫৮৬ জন।[১]
শিক্ষা ও সংস্কৃতি[সম্পাদনা]
গুনাহার ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৫০.০%। এর মধ্যে নারী শিক্ষার হার ৪৫.৬% এবং পুরুষ শিক্ষার হার ৫৪.৮%।
অর্থনীতি ও যোগাযোগ[সম্পাদনা]
গুনাহার ইউনিয়নের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
গুনাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের।[৩][১]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে গুনাহার ইউনিয়ন"। gunaharup.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২।
- ↑ "Rajshahi Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "জনপ্রতিনিধিবৃন্দ"। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২।