সোনারায় ইউনিয়ন, গাবতলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনারায় ইউনিয়ন
ইউনিয়ন
২ নং সোনারায় ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাগাবতলী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমফিদুল ইসলাম[১]
আয়তন
 • মোট২৮.৪৯ বর্গকিমি (১১.০০ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯১)
 • মোট২৯,৩৫৩
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

সোনারায় ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন।[২]

অবস্থান[সম্পাদনা]

এটি গাবতলী উপজেলায় অবস্থিত।

যোগাযোগ[সম্পাদনা]

আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট আয়তন ২৮.৪৯ বর্গকিলোমিটার।

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

১৯৯১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৩৫৩ জন।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

সোনারায় ইউনিয়ন ৩১টি গ্রাম ও ১৬টি মৌজা নিয়ে গঠিত।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই ইউনিয়নের সাক্ষরতার হার ২৭%। এখানে ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি কলেজ রয়েছে।

উচ্চ বিদ্যালয়[৩]
  1. পীরগাছা উচ্চ বিদ্যালয়
  2. সোনারায় উচ্চ বিদ্যালয়
  3. করিম পাড়া বি.এম দাখিল মাদরাসা
কলেজ
  1. তছলিমউদ্দিন তরফদার ডিগ্রি কলেজ
  2. করিম পাড়া ফজিলা আজিজ মেমোরিয়াল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

হাট বাজার[সম্পাদনা]

  1. পীরগাছা হাট
  2. আটাপাড়া হাট
  3. জামির বাড়িয়া হাট

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম।[১]

পূর্ববর্তী চেয়ারম্যানবৃন্দ
  1. মোঃ বাচ্চু
  2. আবুল কাশেম
  3. ওয়ালিউল হক (বিলু মাস্টার)
  4. লুৎফর রহমান তারাজুল
  5. রফিকুল ইসলাম রাঙ্গা
  6. তারাজুল ইসলাম

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

এই ইউনিয়নে ১০টি মসজিদ, ৩টি ঈদগাহ ও ১টি মন্দির রয়েছে।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

খাল ও বিল[সম্পাদনা]

  1. ইছামতি নদী
  2. গজারিয়া নদী
  3. সাংদহ বিল
  4. খুপী বিল
  5. আটবাড়িয়া বিল
  6. সরধনকুটি বিল
  7. বাংগাবাড়ী বিল
  8. করিমপাড়া বিল

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০ 
  2. "ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
  3. "উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।