গোহাইল ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°৪৩′২৯″ উত্তর ৮৯°১৭′৪৪″ পূর্ব / ২৪.৭২৪৭২° উত্তর ৮৯.২৯৫৫৬° পূর্ব / 24.72472; 89.29556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোহাইল
ইউনিয়ন
৬নং গোহাইল ইউনিয়ন পরিষদ
গোহাইল রাজশাহী বিভাগ-এ অবস্থিত
গোহাইল
গোহাইল
গোহাইল বাংলাদেশ-এ অবস্থিত
গোহাইল
গোহাইল
বাংলাদেশে গোহাইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৩′২৯″ উত্তর ৮৯°১৭′৪৪″ পূর্ব / ২৪.৭২৪৭২° উত্তর ৮৯.২৯৫৫৬° পূর্ব / 24.72472; 89.29556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাশাজাহানপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো: আলী আতোয়ার তালুকদার ফজু
আয়তন
 • মোট৩৪.১০ বর্গকিমি (১৩.১৭ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৯,৮৯২
 • জনঘনত্ব৮৮০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গোহাইল ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার একটি ইউনিয়ন পরিষদ।

অবস্থান[সম্পাদনা]

শাজাহানপুর উপজেলার দক্ষিণ-পশ্চিমে বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল ঐতিহ্য জামে মসজিদের পূর্ব পাশে গোহাইল  ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত। এই ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ গোহাইল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।শাজাহানপুর উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ইউনিয়নকে ঘিরে রয়েছে পূর্বে খরনা ইউপি, পশ্চিমে নন্দীগ্রাম উপজেলা, বগুড়া হতে নাটোর মহাসড়কের দক্ষিণ পাশে গোহাইল ইউনিয়ন অবস্থিত।

আয়তন[সম্পাদনা]

  • আয়তন: ৩৪.১০ কি.মি.।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

উপজেলা সদর হতে ০৫ নং গোহাইল ইউনিয়নে যোগাযোগের মাধ্যম মাঝিরা বাইপাস হয়ে খরনা বাজার ভায়া বীরগ্রাম ভায়া গোহাইল ইউনিয়নে সিএনজি/রিক্সা/অন্যান্য গাড়ী করে যাওয়া যায়।

অথবা, বগুড়া জেলা সদরের সাতমাথা পৌর এডোয়ার্ড পার্কের সামনে হতে সিএনজি রিক্সা করে যাওয়া যায়।

ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]

শাজানপুর উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগোলিক অবস্থানগত দিক থেকে গোহাইল ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় এই ইউনিয়নে। যেমন বগুড়ার আঞ্চলিক কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে উপস্থিত অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত বগুড়া শহর ও ঢাকার ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। ভদ্রাপতি নদী  গতিপ্রকৃতি ইউনিয়নের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

গ্রামভিত্তিক লোকসংখ্যা[সম্পাদনা]

  • মোট ২৮৯৩০ জন
  • মৌজা: ২১ টি।
  • গ্রাম: ২৭ টি।
  • হোল্ডিং সংখ্যা: ৫১৭৬।
গ্রামের নাম জনসংখ্যা গ্রামের নাম জনসংখ্যা
চকদুলাহার ৫৫৮   জন ছালনা ১৪২৭ জন
মাসিন্দা ৭৫৭জন খন্ডক্ষেত্র ৫১৩ জন
চেলো ১১২৪ জন আগ্রা ১৫৭৭ জন
গোহাইল ১২৩৪ জন শালিখা ১৪০১ জন
তারোইল ২৪২৮ জন আতাইল ১৩৮৬ জন
পালাহার ১৫৫৭ জন চেঙ্গাপাচপুকুকরীয়া ৫৯১ জন
পান্ডারপাড়া ৬৩৮ জন পানিহালী ১৩৪২ জন
রুপিহার ১৩০৯ জন কাবাশট্রি ৯৩৫ জন
খাদাশ ৩১৬০ জন বেড়াগাড়ী ৭৪০ জন
সাধরা ১০৭৬ জন   পোয়ালগাছা ৩৫১৮/বাশকুটা ১৬৫৯

খাল ও নদী[সম্পাদনা]

  1. ভদ্রাবতী নদী
  2. ভদ্রাবতী নদী থেকে একটি শাখা প্রবাহিত হয়ে খাদাশ দিয়ে সাবগাড়ী দিকে খাল প্রবাহিত হয়েছে

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউপি চেয়ারম্যান;

মো: আলী আতোয়ার তালুকদার ফজু

ইউনিয়ন পরিষদের সদস্য
ছবি নাম নির্বাচনী এলাকার নাম
মোঃ আব্দুল কুদ্দুস গোহাইল ইউনিয়ন পরিষদ ০১ নং ওয়ার্ড
মোছা:খাদিজা আকতার (মহিলা ভাইস চেয়ারম্যান) গোহাইল ইউনিয়ন পরিষদ ১,২,৩ নং ওয়ার্ড
মোছা:নাজমা আকতার গোহাইল ইউনিয়ন পরিষদ ৪,৫,৬
মোছা:মুনজুয়ারা গোহাইল ইউনিয়ন পরিষদ ৭,৮,৯ নং ওয়ার্ড
মো:রায়হান আলী গোহাইল ইউনিয়ন পরিষদ ০২ নং ওয়ার্ড
মোঃ মো:ছামছুল হক মন্ডল গোহাইল ইউনিয়ন পরিষদ ০৩ নং ওয়ার্ড
মো: গোলাম রব্বানী গোহাইল ইউনিয়ন পরিষদ ০৪ নং ওয়ার্ড
মো:আবু বক্কর গোহাইল ইউনিয়ন পরিষদ ০৫ নং ওয়ার্ড
মো: মঞ্জুরুল হক গোহাইল ইউনিয়ন পরিষদ ০৬ নং ওয়ার্ড
মো: আজিজার রহমান (আলম ) গোহাইল ইউনিয়ন পরিষদ ০৭ নং ওয়ার্ড
মো:ফরিদ উদ্দিন গোহাইল ইউনিয়ন পরিষদ ০৮ নং ওয়ার্ড
মো:রোজব আলী সরকার গোহাইল ইউনিয়ন পরিষদ ০৯ নং ওয়ার্ড
ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
ক্রমিক নং নাম কার্যকাল
মোঃ হবিবর রহমান ১৯৮৩-১৯৮৭
মোঃ আব্দুর রহমান ১৯৮৮-১৯৯১

তথ্যসূত্র[সম্পাদনা]