রামেশ্বরপুর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামেশ্বরপুর ইউনিয়ন
ইউনিয়ন
৩ নং রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাগাবতলী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরফি নেওয়াজ খান[১]
আয়তন
 • মোট১৭.৫১ বর্গকিমি (৬.৭৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,৪৮৮ [২]
সাক্ষরতার হার
 • মোট২১.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

রামেশ্বরপুর ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন।[৩]

অবস্থান[সম্পাদনা]

ইউনিয়নটি উপজেলা সদর থেকে ১০কিলোমিটার দূরে অবস্থিত।

যোগাযোগ[সম্পাদনা]

আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট আয়তন ১৭.৫১ বর্গকিলোমিটার।

ইতিহাস[সম্পাদনা]

ইউনিয়নের আওতাভুক্ত রামেশ্বপুর গ্রামের নামানুসারে এই ইউনিয়নের নাম রামেশ্বরপুর রাখা হয়।

জনসংখ্যা[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট জনসংখ্যা ৩২,৪৮৮ জন।[২]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

এই ইউনিয়ন ১৪টি গ্রাম ও ৮টি মৌজা নিয়ে গঠিত।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৬%।

হাট-বাজার[সম্পাদনা]

  1. রামেশ্বরপুর হাট
  2. চকলক্ষীপুর পাট
  3. মাদারতলা হাট

খাল-বিল[সম্পাদনা]

  1. চরার বিল
  2. কয়ারগারির বিল

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান।[১]

পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
  1. আব্দুল করিম
  2. রেজাউদ্দিন
  3. মোসলেম উদ্দিন মন্ডল
  4. কছিম তরফদার
  5. আব্দুল বাছেদ
  6. আতিকুর রহমান সাজু (ভারপ্রাপ্ত)
  7. আব্দুল বাছেদ
  8. আজম খান
  9. তবিবর রহমান (তফিজ) ভারপ্রাপ্ত
  10. আব্দুল ওহাব

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

এই ইউনিয়নে ৪৭টি মসজিদ, ৯ টি মন্দির ও ২৫টি ঈদগাহ রয়েছে।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
  2. "জনসংখ্যা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০ 
  3. "ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।