সৈয়দপুর ইউনিয়ন, শিবগঞ্জ
সৈয়দপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে সৈয়দপুর ইউনিয়ন, শিবগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°০২′১৩″ উত্তর ৮৯°২৫′০৩″ পূর্ব / ২৫.০৩৭০৬১° উত্তর ৮৯.৪১৭৫০৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শিবগঞ্জ উপজেলা, বগুড়া ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব মোঃ আব্দুল মুত্তালিব[২] |
আয়তন | |
• মোট | ৬,৬১৫ বর্গকিমি (২,৫৫৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,৩১৪[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ২৫.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
সৈয়দপুর ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[৩]
অবস্থান[সম্পাদনা]
বগুড়া জেলা থেকে উত্তর-পূর্ব পাশে এবং বগুড়া জেলার শেষ সীমান্তে সৈয়দপুর ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নের উত্তরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা, পূর্বে শালমারা ইউনিয়ন পশ্চিমে মোকামতলা ইউনিয়ন এবং উত্তরে কোচার শহর ইউনিয়ন অবস্থিত।
যোগাযোগ[সম্পাদনা]
আয়তন[সম্পাদনা]
এই ইউনিয়নের মোট আয়তন ৬৬১৫ একর।
ইতিহাস[সম্পাদনা]
সৈয়দপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নটি ঐতিহ্য বহন করে আছে। এই ইউনিয়নে সৈয়দ বংশের খুব প্রভাব ছিল বলে জানা যায়। তাই গ্রামের নামকরণ করা হয় সৈয়দগ্রাম এবং এর নামানুসারে ইউনিয়নেরও নামকরণ করা হয়।
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,৩১৪ জন।[১]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
সাক্ষরতার হার ২৫.১%
- হাবিবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
- সৈয়দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
হাট-বাজার[সম্পাদনা]
- গাংনগর হাট
- বড়িয়াহাট
জনপ্রতিনিধি[সম্পাদনা]
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
সৈয়দপুর ইউনিয়নে তেমন দর্শনীয় স্থান নেই। তবে এখানে অভিরামপুর নামক গ্রামে সোনাতলা রাস্তা সংলগ্ন ৩ গুম্বুজ বিশিষ্ট একটি ঐতিহ্যবাহী মসজিদ আছে। যা প্রায় ৩০০ বছরের পুরাতন স্মৃতি বহন করে আসছে। এছাড়াও দর্শনীয় স্থান হিসাবে পরিচিত ছিল গাংনগর নামক একটি গ্রাম। যেখানে প্রাচীন কাল হতে প্রতি বৈশাখ মাসে ১০/১৫ দিন যাবত মেলা বসত। বর্তমানে, মেলাটি প্রতি বছর পহেলা বৈশাখে শুরু হয়ে ৫/৭দিন বিদ্যমান থাকে।
খাল ও বিল[সম্পাদনা]
- কুমড়ার বিল
- কুল্লের বিল
- চেচকো গাড়ির বিল
- চিকাগাড়ীর বিল
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- ড: এরশাদুল বারী, সাবেক ভাইস চান্সেলর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "জনসংখ্যা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২০।
- ↑ "ইউনিয়নের চেয়ারম্যান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২।
- ↑ "সৈয়দপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]