মহিষাবান ইউনিয়ন
মহিষাবান | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে মহিষাবান ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৯′১৯″ উত্তর ৮৯°২৮′১২″ পূর্ব / ২৪.৮২১৯৪° উত্তর ৮৯.৪৭০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | গাবতলী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আব্দুল মজিদ মন্ডল |
জনসংখ্যা (আদমশুমারী ২০১১) | |
• মোট | ৩৭,০০০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
মহিষাবান ইউনিয়ন বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন।[১]
প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা]এই ইউনিয়ন নিম্নলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- মহিষাবান
- পার রানির পাড়া
- রানীর পাড়া
- সোনাকানিয়া
- ধর্মগাছা
- দড়িসোনাকনিয়া
- পেড়ী
- ধোড়া
- কর্নিপাড়া
- গুড়টুপনগর
- নিশিন্দারা
- মড়িয়া
- রাঘবপুর
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বগুড়া শহর হতে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত মহিষাবান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি। এখানে আসার জন্য রিক্সা, ভ্যান, সিএনজি অন্যান্য যানবাহনে আসা এবং যাওয়া করা যায়।
হাট সংখ্যা৩টি:মহিষাবান হাট,পেড়ী হাট ও গোলাবাড়ী হাট।
বাজার সংখ্যা :গোলাবাড়ী একটি বৃহত্তম বন্দর ও বাজার,পাচমাইলবাজার,মহিষাবান হাট ও বাজার,বগরিরভিটা বাজার(মহিষাবান)।
বিদ্যালয় সংখ্যা:মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়,মড়িয়া আর এম পি উচ্চ বিদ্যালয়,পার রানীর পাড়া উচ্চ বিদ্যালয়।প্রাথমিক বিদ্যালয় ১৫ টি।আলিম মাদ্রাসা ১ টি,দাখিল মাদ্রাসা ৪ টি,ইবতেদায়ী মাদ্রাসা ২ টি,হাফেজীয়া মাদ্রাসা ৪টি। অতীতের চেয়ারম্যান গণ:কামাল উদ্দীন মন্ডল, দীরেস মন্ডল,কলিম উদ্দিন আকন্দ,হোসেন আলী আকন্দ,মোজাম্মেল হক,ইজার উদ্দীন,নজীর উদ্দিন মন্ডল,ইয়াছিন আলী কিনা মন্ডল,মোতাহার হোসেন মন্ডল,নুরুল ইসলাম,আমিনুল ইসলাম এবং বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মহিষাবান ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।