শেখেরকোলা ইউনিয়ন
শেখেরকোলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৭ নং শেখেরকোলা ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | বগুড়া সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মির্জা আব্দুল হাকিম মন্ডল |
আয়তন | |
• মোট | ১৮.২৮ বর্গকিমি (৭.০৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১৯,৪৬৮ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
শেখেরকোলা ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।[২]
অবস্থান
[সম্পাদনা]বগুড়া সদর উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত একটি ইউনিয়ন।[৩] উত্তরে রহিয়াছে লাহিড়ীপাড়া ইউনিয়ন, পশ্চিমে রয়েছে গোকুল ইউনিয়ন, দক্ষিণ পূর্বকোণে শাখারিয়া ইউনিয়ন অবস্থিত।
যোগাযোগ
[সম্পাদনা]বগুড়া শহরের মূল কেন্দ্র সাতমাথা থেকে সাত কিলোমিটার পূর্বে অবস্থিত। মূল শহর থেকে সিএনজি অথবা অটোরিকশায় বাঘোপাড়া আসা যায়, সেখান থেকে ভ্যান অথবা অটোরিকশায় ইউনিয়ন পরিষদে আসা যায়।
আয়তন
[সম্পাদনা]শেখেরকোলা ইউনিয়নের মোট আয়তন ১৮.২৮ বর্গকিলোমিটার বা ৩৪৯৪ একর।
ইতিহাস
[সম্পাদনা]জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুযায়ী শেখেরকোলা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯৪৬৮জন।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]শেখেরকোলা ইউনিয়ন ৭ টি গ্রাম ও মৌজার সমন্বয়ে গঠিত।[১] তন্মধ্যে অন্তর্ভুক্ত হলোঃ-
- তেলিহারা
- দক্ষিনভাগ
- ভান্ডার পাইকা
- নুরুইল
- শেখেরকোলা
- বালাকৈগাড়ী
- মহিষবাথান
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]মহিষবাথান নতুনহাট, বউবাজার তেলিহারা, বোর্ডের বাজার, তালখুর বাজার।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মির্জা আব্দুল হাকিম মন্ডল (ভারপ্রাপ্ত)
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]খাল ও বিল
[সম্পাদনা]অত্র ইউনিয়নের খাল ও বিলের মধ্যে অন্যতম হলো:[৩]
- লালমাটি দহ
- দূরাদহ
- চাকদহ
- কামার দহ ও
- বিলনূরুইল
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- করতোয়া নদী[৩]
- ডাঙ্গা
- বিল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "শেখেরকোলা ইউনিয়ন"। sekherkolaup.bogra.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ গ "খাল ও বিল"। sekherkolaup.bogra.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।