খালেদ আল-মামুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খালেদ আল মামুন
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
কার্যকাল১৯৮৯–বর্তমান
পদমর্যাদা মেজর জেনারেল
ইউনিটআর্টিলারি রেজিমেন্ট
নেতৃত্বসমূহজিওসি ১১ পদাতিক ডিভিশন,বগুড়া

খালেদ আল মামুন পিবিজিএম, এনডিসি,পিএসসি হলেন একজন মেজর জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী, বর্তমানে তিনি ১১তম পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি সামরিক সচিব এবং সেনা সদর দফতরের সামরিক গোয়েন্দা (ডিএমআই) পরিচালক ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

খালেদ আল মামুন বর্তমান গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় দক্ষিণ পাড়ায় এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন


কর্মজীবন[সম্পাদনা]

মামুন ২৪ ডিসেম্বর ২০২০-এ একজন মেজর জেনারেল হন এবং অতঃপর তিনি লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান-এর উত্তরসূরি হিসেবে সামরিক সচিবের পদ গ্রহণ করেন। মেজর জেনারেল হিসেবে পদোন্নতির পূর্বে, তিনি সেনা সদর দফতর, ঢাকা-এর মিলিটারি ইন্টেলিজেন্স (ডিএমআই) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১]তিনি সেনা কর্মকর্তাদের জলসিড়ি আবাসন প্রকল্পের একজন পরিচালক।[২]ডিজি, এসএসএফ মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান এর অধীনে কর্নেল থাকাকালীন তিনি এসএসএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Major shuffle in the top brass of Bangladesh Army"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫ 
  2. "JOLSHIRI ABASHON"jolshiriabashon.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]