কোঙ্কণী ভাষাভাষী অনুয়ায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোঙ্কণী ভাষা হল ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত ইন্দো-আর্য ভাষা। এটি ভারতের গোয়া রাজ্যের স্থানীয় এবং সরকারি ভাষা। [১][২] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ২১তম সর্বাধিক প্রচলিত ভাষা। এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ২২ লক্ষের বেশি যা ভারতের মোট জনসংখ্যার ০.১৯%।[৩] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের সর্বাধিক ১০০ টি প্রচলিত ভাষার বাইরে।[৪]

নিচের তালিকাটি কোঙ্কণী-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৫][সম্পাদনা]

ক্রম রাজ্য কোঙ্কণী ভাষাভাষী সংখ্যার শতকরা হার কোঙ্কণীভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
গোয়া ৬৬.১১% ৯৬৪৩০৫ ১ম
দাদরা ও নগর হাভেলি ২.২৬% ৭৭৫৬ ৫ম
কর্ণাটক ১.২৯% ৭৮৮২৯৪ ‌‌২য়
মহারাষ্ট্র ০.৩৬% ৩৯৯২৫৫ ৩য়
কেরালা ০.২১% ৬৯৪৪৯ ৪র্থ
দমন ও দিউ ০.০৬% ১৪২ ২০তম
ওড়িশা ০.০২% ৭৫৮৭ ‌‌৬ষ্ঠ
তামিলনাড়ু ০.০১% ৬০৯৮ ৭ম
গুজরাট ০.০১% ৫০৯২ ৮ম
১০ দিল্লি ০.০১% ১৫৫৩ ১০ম
১১ অন্ধ্রপ্রদেশ - ২৭২৯ ৯ম
১২ মধ্যপ্রদেশ - ৮১৪ ১১তম
১৩ পশ্চিমবঙ্গ - ৫০৬ ১২তম
১৪ হরিয়ানা - ৪৩২ ১৩তম
১৫ আসাম - ৪১৩ ১৪তম
১৬ উত্তরপ্রদেশ - ৩৩৫ ১৫তম
১৭ ঝাড়খণ্ড - ২৬৫ ১৬তম
১৮ রাজস্থান - ২৫৫ ১৭তম
১৯ ছত্তিশগড় - ১৭৩ ১৮তম
২০ পাঞ্জাব, ভারত - ১৬৫ ১৯তম
২১ পুদুচেরি - ১০১ ২১তম
২২ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ - ৯৯ ২২তম
২৩ চণ্ডীগড় - ৮৬ ২৩তম
২৪ উত্তরাখণ্ড - ৮৪ ২৪তম
২৫ হিমাচল প্রদেশ - ৮০ ২৫তম
২৬ জম্মু ও কাশ্মীর - ৭৯ ২৬তম
২৭ মেঘালয় - ৬৮ ২৭তম
২৮ অরুণাচল প্রদেশ - ৫৫ ২৮তম
২৯ মিজোরাম - ৫৪ ২৯তম
৩০ নাগাল্যান্ড - ৫১ ৩০তম
৩১ ত্রিপুরা - ৪৪ ৩১তম
৩২ মণিপুর - ৩২ ৩২তম
৩৩ সিকিম - ২৭ ৩৩তম
৩৪ বিহার - ২৩ ৩৪তম
৩৫ লাক্ষাদ্বীপ - ৩৫তম
ভারত ০.১৯% ২২,৫৬,৫০২ একবিংশতি প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৬][সম্পাদনা]

গোয়া
  1. দক্ষিণ গোয়া জেলা - ৪২৫৫৭৮ (৬৬.৪৪%)
  2. উত্তর গোয়া জেলা - ৫৩৮৭২৭ (৬৫.৮৬%)
দাদরা ও নগর হাভেলি
  1. দাদরা ও নগর হাভেলি - ৭৭৫৬ (২.২৬%)
কর্ণাটক
  1. উত্তর কন্নড় জেলা - ২৬১৮০৭ (১৮.২২%)
  2. উড়ুপি জেলা - ১৪৩১৫৫ (১২.১৬%)
  3. দক্ষিণ কন্নড় জেলা - ২০৭০৫৬ (৯.৯১%)
  4. শিবমোগ্গা জেলা - ২৫৭৬৩ (১.৪৭%)
  5. চিকমাগালুর জেলা - ১৪৭৪৪ (১.৩০%)
  6. কোড়গু জেলা - ৬৪১৫ (১.১৬%)
  7. ধারওয়াড় জেলা - ১৬৮৫৮ (০.৯১%)
  8. বেঙ্গালুরু নগর জেলা - ৬৪৭৬৫ (%০.৬৭)
মহারাষ্ট্র
  1. সিন্ধুদুর্গ জেলা - ২৩৬১৫ (২.৭৮%)
  2. ধুলে জেলা - ৪০১৮১ (১.৯৬%)
  3. মুম্বই উপনগরী জেলা - ১৫২৯২৩ (১.৬৩%)
  4. মুম্বই শহর জেলা - ৪২৫০৯ (১.৩৮%)
  5. রত্নগিরি জেলা - ১৫৭৩২ (০.৯৭%)
  6. নাশিক জেলা - ৪১০৬১ (০.৬৭%)
কেরল
  1. কাসারগড় জেলা - ১৬৮৫৬ (১.২৯%)
  2. এর্নাকুলাম জেলা - ৩১৯৫৩ (০.৯৭%)
  3. আলেপ্পি জেলা - ১০৪৬৫ (০.৪৯%)

২০০১[সম্পাদনা]

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী কোঙ্কণীভাষীর তালিকা নিম্নরূপ:[৭][৮]

রাজ্য ক্রম রাজ্য কোঙ্কণীভাষী সংখ্যা
ভারত ২৪,৮৯,০১৫
০.২৪%
জম্মু ও কাশ্মীর ৯০
হিমাচল প্রদেশ ২৫
পাঞ্জার ৭৬
চণ্ডীগড় ৭৪
উত্তরাখণ্ড ৫৩
হরিয়ানা ২০৬
দিল্লি ১৭৬৭
রাজস্থান ৭১৬
উত্তর প্রদেশ ৩২৩
১০ বিহার ৭৮
১১ সিকিম ১৭
১২ অরুণাচল প্রদেশ ২৫
১৩ নাগাল্যান্ড ৭৪
১৪ মণিপুর ১৪
১৫ মিজোরাম ৪৩
১৬ ত্রিপুরা ১৪৬
১৭ মেঘালয় ৬৬
১৮ আসাম ১৫৬
১৯ পশ্চিমবঙ্গ ৯৬০
২০ ঝাড়খণ্ড ৩১০
২১ ওড়িশা ৩২৮০
২২ ছত্তিশগড় ১৮২
২৩ মধ্যপ্রদেশ ৯৮৮
২৪ গুজরাত ১৯০৫৫৭
২৫ দমন ও দিউ ২২৯
২৬ দাদরা ও নগর হাভেলি ২২৭৯৫
২৭ মহারাষ্ট্র ৬৫৮২৫৯
২৮ অন্ধ্রপ্রদেশ ৩১২৯
২৯ কর্ণাটক ৭৬৮০৩৯
৩০ গোয়া ৭৬৯৮৮৮
৩১ লাক্ষাদ্বীপ ৩১০
৩২ কেরল ৬১৩৭৬
৩৩ তামিলনাড়ু ৪৬৫৭
৩৪ পুদুচেরি ৬৩
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৪৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://vlex.in/vid/goa-daman-and-diu-545554390
  2. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (পিডিএফ)। Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India। পৃষ্ঠা 34–35। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  5. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  6. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  7. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm