বিষয়বস্তুতে চলুন

লাল দরজা মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লাল দরওয়াজা মসজিদ, জৌনপুর থেকে পুনর্নির্দেশিত)
লাল দরজা মসজিদ
লাল দরজা মসজিদের প্রধান ফটক
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাজৌনপুর
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
অবস্থান
অবস্থানজৌনপুর, উত্তরপ্রদেশ, ভারত
এলাকাউত্তরপ্রদেশ
স্থানাঙ্ক২৫°৪৫′৯″ উত্তর ৮২°৪১′২৫″ পূর্ব / ২৫.৭৫২৫০° উত্তর ৮২.৬৯০২৮° পূর্ব / 25.75250; 82.69028
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামি, শারকি স্থাপত্য
সম্পূর্ণ হয়১৪৪৭
বিনির্দেশ
সম্মুখভাগের দিকপূর্ব
গম্বুজসমূহ

লাল দরজা মসজিদ জৌনপুরে অবস্থিত একটি মসজিদ। ১৪৪৭ সালে রানী রাজিয়া বিবি এই মসজিদ নির্মাণ করেন এবং সাধু সৈয়দ আলি দাউদ কুতুবউদ্দিনের নামে উৎসর্গ করা হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

লাল দরজা মসজিদ বিবি রাজির প্রসাদের সাথে নির্মিত। তিনি শারকি রাজবংশের শাসক সুলতান মাহমুদ শারকির রানী ছিলেন। মসজিদটি রানীর ব্যক্তিগত মসজিদ হিসেবে ব্যবহারের জন্য নির্মাণ করা হয়।[][]

বিবি রাজি লাল দরজার পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মুসলিন বাসিন্দাদের একটি ধর্মীয় বিদ্যালয় নির্মাণ করেন। মাদ্রাসাটি নাম জামিয়া হুসাইনিয়া এবং এটি এখনও বিদ্যমান রয়েছে।[]

বিবরণ

[সম্পাদনা]

১৪৪৭ সালে (মসজিদের পাথরে খোদিত অভিলিখন অনুসারে) সুলতান মাহমুদ শারকির শাসনামলে রানী বিবি রাজি কর্তৃক মসজিদটি নির্মিত হয় এবং এটি জৌনপুরের প্রসিদ্ধ সাধু মাওলানা সৈয়দ আলি দাউদ কুতুবুদ্দিনের নামে উৎসর্গ করা হয়, যার বংশধরেরা এখনও মহল্লা বাজার ভুয়া পান্ডারিবা জৌনপুর ও মহল্লা নামাজ গাহ লাল দরজায় বসবাস করছেন।

মহল্লা নামাজ গায়ের নামকরণ করেন বিবি রাজি, যিনি সেখানে উপাসনালয় ও একটি কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটিতে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য উলামা, পণ্ডিত, অধ্যাপক ও শিক্ষার্থীরা অবস্থান করে। "মুসলিম খোয়াতিন কি তালিম"-এর ৩৬ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে রানী বিবি রাজি জৌনপুরে ৮৪৫ হিজরি/১৪৪১ সালে নারী শিক্ষার জন্য একটি স্কুল নির্মাণ করে। ৮৬০ হিজরি/১৪০৯ সালে তামির এ কাদিম ও তামির এ মেহরাব নির্মিত হয়।

লাল দরজা (রুবি গেট) মসজিদের নাম এর সাথে অবস্থিত বিবি রাজির প্রাসাদের সিঁদুর অঙ্কিত ফটক থেকে নেওয়া হয়েছে। এটি সর্ব উত্তর-পশ্চিমে অবস্থিত এবং মহল্লা লাল দরজা বা বেগমগঞ্জ নামে পরিচিত।

মসজিদটিতে তিনটি ফটক রয়েছে, যার মধ্যে পূর্বদিকের ও মূল ফটক দুটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ।

পর্যটন আকর্ষণ

[সম্পাদনা]

জৌনপুর শহরটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। শহরটি মসজিদের জন্য বিখ্যাত, যা মধ্যযুগীয় ভারতের ইতিহাসের ধারক। এই খ্যাতির অন্যতম কারণ হল ভারতের জৌনপুরের লাল দরজা মসজিদ। মসজিদটি জৌনপুরের অন্যতম পর্যটন আকর্ষণ, যেখানে প্রচুর পর্যটকের আনাগোনা ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lal Darwaza Mosque"archnet.org। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২ 
  2. নাথ, আর. (১৯৭৮)। "History of Sultanate Architecture." নতুন দিল্লি, অভিনব পাবলিকেশন্স, ১০১-১০২।
  3. উইলিয়ামস, জন এ. ও ক্যারোলাইন (১৯৮০)। "Architecture of Muslim India. Set 4: The Sultanate of Jaunpur, about 1360-1480।" সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া: ভিজ্যুয়াল এডুকেশন, ইঙ্ক।
  4. "Lal Darwaja Mosque"easternuptourism.com। ৪ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]