বিষয়বস্তুতে চলুন

কাজিমার বড় মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজিমার বড় মসজিদ, মাদুরাই

কাজিমার বড় মসজিদ ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত একটি পুরানো মসজিদ। মসজিদটি নির্মাণ করেন হযরত কাজি ছৈয়দ তাজউদ্দিন, মুহাম্মাদ (দঃ) এর বংশধর। হযরত কাজি ছৈয়দ তাজউদ্দিন ত্রয়োদশ শতাব্দিতে ওমান হতে ভারতবর্ষে আসেন এবং রাজা কুলাসেকারা কু(ন) পান্ড্যিয়া থেকে মসজিদের জায়গা গ্রহণ করেন।[] মুসলমানদের ইবাদতের জন্য মাদুরাইয়ে নির্মিত এটি হল প্রথম মসজিদ।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]