মদিন সাহেব
মদিন সাহেব | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | শ্রীনগর |
অঞ্চল | কাশ্মীর উপত্যকা |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | ![]() |
রাজ্য | জম্মু ও কাশ্মীর |
স্থাপত্য | |
সম্পূর্ণ হয় | ১৪৪৮ খ্রিস্টাব্দ |
মদিন সাহেব ( উর্দু: مدين صهيب) এই মসজিদ[১][২], ভারতের "জম্মু ও কাশ্মীর" রাজ্যের পুরনো শহর শ্রীনগরের নৌশহর নামক এলাকার, বাগ-এ-আলি মার্দান খাঁ এবং সাজঘরপুর এর কাছে অবস্থিত। এই মসজিদটি ১৪৪৮ খ্রিষ্টাব্দে কাশ্মীরের বাদশা গিয়াসউদ্দিন জৈন-উল-আবিদিন তৈরি করেন[৩]। জৈন-উল-আবিদিন তার শিক্ষক সৈয়দ-মহম্মদ-মাদানি, যিনি আপামর কাশ্মীরিদের কাছে মদিন সাহেব নামেই খ্যাত তার নামেই এই মসজিদের নামকরণ করেন যার কবরটি মসজিদের বা দিকে রয়েছে। সৈয়দ মাদানি ১৩৯৮ সালে তৈমুর লঙ্ এর সঙ্গে ভারতে আসেন। তৈমুর লঙের দূত হয়ে তিনি কাশ্মীরে আসেন সুলতান সিকান্দরের কাছে [৪]। কাশ্মীরে পদার্পণের পর মদিন সাহেবের কাশ্মীর শহরটি পছন্দ হয়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন কাশ্মীরেই থাকবেন। তিনি প্রাথমিক ভাবে রেয়নাওয়ারী তে থাকতে শুরু করেন এবং সৈয়দ-মোহাম্মদ-হামাদানির শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তী কালে বাদশা জৈন-উল-আবেদিনের রাজধানী নৌশহরে চলে আসেন, যেখানে বাদশা তাকে একটি খাঁনকাহ্ তৈরি করে দেন। ১৩ই অক্টোবর ১৪৪৫ অর্থাৎ ১১ই রাযাব ৮৩৯ হিজরিতে উনি পরলোকগমন করেন।
চিত্রাবলি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]

![]() |
ভারতীয় মসজিদ বা অন্যান্য ইসলামী স্থান সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |