অঁরি বেক্যরেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৪৭, ১৭ অক্টোবর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

অঁরি বেকরেল
জন্মডিসেম্বর ১৫, ১৮৫২
মৃত্যুআগস্ট ২৫, ১৯০৮
জাতীয়তাফ্রান্স
মাতৃশিক্ষায়তনÉcole Polytechnique
École des Ponts et Chaussées
পরিচিতির কারণতেজস্ক্রিয়তা
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯০৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানসমূহConservatoire des Arts et Metiers
École Polytechnique
প্যারিস জাদুঘর
স্বাক্ষর
টীকা
তার ছেলের নাম জঁ বেক্যরেল, পিতার নাম এ. ই. বেক্যরেল, এবং পিতামহের নাম অঁতোয়ান সেজার বেক্যরেল.

অঁতোয়ান অঁরি বেকরেল[১] (ফরাসি: Antoine Henri Becquerel; ১৫ই ডিসেম্বর ১৮৫২ - ২৫শে আগস্ট ১৯০৮) একজন ফরাসি পদার্থবিদ। তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার নামানুসারে তেজস্ক্রিয়তার একটি এককের নাম রাখা হয়েছে বেকেরেল। তিনি ১৯০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[২]

প্রাথমিক জীবন

বেকরেলের জন্ম হয় প্যারিসের এক বিজ্ঞানী পরিবারে। এই পরিবারে চার পুরুষ ধরে বিজ্ঞান চর্চা প্রচলিত ছিল। বেকরেল ইকোল পলিটেকনিক এ বিজ্ঞান ও École des Ponts et Chaussées এ প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেন।

অবদান

বেকরেলের সেই আলোকচিত্র প্লেট, যা ইউরেনিয়াম লবণের তেজস্ক্রিয়তায় ঘোলা হয়ে গেছে।

১৮৯২ খ্রিষ্টাব্দে বেকরেল তার পরিবারের তৃতীয় ব্যক্তি হিসাবে ফ্রান্সের জাতীয় ন্যাচারেল হিস্ট্রি জাদুঘরে পদার্থবিদ্যার সম্মানিত আসনে অধিষ্টিত হন। ১৮৯৪ খ্রিষ্টাব্দে তিনি ফরাসি সরকারের সেতু ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর পদ লাভ করেন।

১৮৯৬ খ্রিষ্টাব্দে বেকরেল ইউরেনিয়ামের লবণের দ্যুতির উপর গবেষণা করার সময় ঘটনাচক্রে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। উইলহেল্ম রন্টজেনের ব্যবহারিক পরীক্ষণ সম্পন্ন করতে গিয়ে বেকরেল পটাসিয়াম ইউরেনাইল সালফেট নামক দ্যুতিময় খনিজ পদার্থকে আলোকচিত্রের প্লেটে লেপে দেন, এবং এর উপরে কালো বর্ণের আচ্ছাদন দেন, যাতে করে উজ্জ্বল সূর্যালোকে তিনি পরীক্ষা চালাতে পারেন। কিন্তু, আসল পরীক্ষণ চালাবার আগে বেকরেল দেখতে পান যে, তার আলোকচিত্রের প্লেটগুলো এক্সপোজ্‌ড, অর্থাৎ ব্যবহৃত হয়ে গেছে। এই ঘটনা হতে বেকেরেল তেজস্ক্রিয় বিকীরণ সংক্রান্ত বিষয়ে গবেষণা চালান। ১৯০৩ খ্রিষ্টাব্দে তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য মারি ক্যুরিপিয়েরে কুরির সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।[৩]

জীবনাবসান

১৯০৮ খ্রিষ্টাব্দে, মৃত্যুর পূর্বে তিনি ফরাসি বিজ্ঞান একাডেমির স্থায়ী সম্পাদক নির্বাচিত হন। ৫৫ বছর বয়সে তিনি লে ক্রয়সিক নামক স্থানে মৃত্যুবরণ করেন। তার নামানুসারে তেজস্ক্রিয়তার এস্‌আই একক বেকেরেল (Bq) এর নামকরণ করা হয়। চাঁদমঙ্গল গ্রহের দুইটি খাত (Crater) এর নাম ও তার নামানুসারে রাখা হয়।

তথ্যসূত্র

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. "The Discovery of Radioactivity"Berkeley Lab 
  3. Henri Becquerel - Biographical. Nobelprize.org.

বহিঃসংযোগ