ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও
ইসলামাবাদ | |
---|---|
ইউনিয়ন | |
৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁওয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৩৪′১০″ উত্তর ৯২°৩′৫০″ পূর্ব / ২১.৫৬৯৪৪° উত্তর ৯২.০৬৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | ঈদগাঁও উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নূর ছিদ্দিক |
আয়তন | |
• মোট | ১১.০৩ বর্গকিমি (৪.২৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৯,১৯৫ |
• জনঘনত্ব | ২,৬০০/বর্গকিমি (৬,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩২.১০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইসলামাবাদ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
ইসলামাবাদ ইউনিয়নের আয়তন ২৭২৬ একর (১১.০৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ইসলামাবাদ ইউনিয়নের লোকসংখ্যা ২৯,১৯৫ জন। এর মধ্যে পুরুষ ১৪,৬৭৫ জন এবং মহিলা ১৪,৫২০ জন।[২]
অবস্থান ও সীমানা
ঈদগাঁও উপজেলার উত্তরাংশে ইসলামাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ঈদগাঁও ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়ন, পশ্চিমে পোকখালী ইউনিয়ন, উত্তরে ইসলামপুর ইউনিয়ন ও চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন এবং পূর্বে রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
বৃহত্তর ঈদগাঁও ইউনিয়ন ভেঙ্গে ১৯৯০ সালে ইসলামাবাদ ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়ন গঠন করা হয়।[৩]
নামকরণ
এলাকার বিশিষ্ট জমিদার ও দানবীর জনাব নুরুল ইসলাম প্রকাশ বেদার মিয়া'র নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয় ইসলামাবাদ।[৩]
প্রশাসনিক কাঠামো
ইসলামাবাদ ইউনিয়ন ঈদগাঁও উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঈদগাঁও থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | টেকপাড়া |
২নং ওয়ার্ড | দক্ষিণ পাহাশিয়াখালী, উত্তর পাহাশিয়াখালী, উত্তর লরাবাক, সিকদারপাড়া |
৩নং ওয়ার্ড | চরপাড়া, হিন্দুপাড়া |
৪নং ওয়ার্ড | পশ্চিম বোয়ালখালী, উত্তর সাতজুলাকাটা, দক্ষিণ সাতজুলাকাটা |
৫নং ওয়ার্ড | বওদ্দাপাড়া, শান্তিপুর, পূর্ব বোয়ালখালী |
৬নং ওয়ার্ড | পূর্ব ইউছুফেরখীল, পশ্চিম ইউছুফেরখীল |
৭নং ওয়ার্ড | খোদাইবাড়ী, হরিপুর, বেড়াপাড়া (বাঁশঘাটা) |
৮নং ওয়ার্ড | ওয়াহেদরপাড়া, আউলিয়াবাদ, পশ্চিম গজালিয়া |
৯নং ওয়ার্ড | পশ্চিম গজালিয়া, গজালিয়া, পূর্ব গজালিয়া |
শিক্ষা ব্যবস্থা
ইসলামাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.১০%।[১] এ ইউনিয়নে ১টিি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- ইসলামাবাদ নুরুল হক দাখিল মাদ্রাসা
- এ জি লুৎফুল কবির আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা
- মমতাজুল উলুম ফরিদিয়া দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
- প্রাথমিক বিদ্যালয়
- ইউছুফেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঈদগাঁও চরপাড়া ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঈদগাঁও টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর লরাবাক সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওয়াহেদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বোয়ালখালী আজিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাঁহাশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বোয়ালখালী ফৌজুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিপুর অর্ধেন্দু রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ইসলামাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ঈদগাঁও নদী। [৮]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নূর ছিদ্দিক[৯]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মনছুর অালম | ১৯৯১-১৯৯৬ |
০২ | নজরুল ইসলাম | ১৯৯৭-২০০২ |
০৩ | জাফর আলম | ২০০২-২০১১ |
০৪ | শাহ পরান | ১৯৮০-১৯৮৫ |
০৫ | নুরুল হক | ২০১১-২০১৬ |
০৬ | মোহাম্মদ নূর ছিদ্দিক | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ "কক্সবাজার সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "ইসলামাবাদ ইউনিয়নের গ্রামভিত্তিক লোকসংখ্যা - ইসলামাবাদ ইউনিয়ন - ইসলামাবাদ ইউনিয়ন"। islamabadup.coxsbazar.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ "ইসলামাবাদ ইউনিয়নের ইতিহাস - ইসলামাবাদ ইউনিয়ন - ইসলামাবাদ ইউনিয়ন"। islamabadup.coxsbazar.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "এক নজরে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ - ইসলামাবাদ ইউনিয়ন - ইসলামাবাদ ইউনিয়ন"। islamabadup.coxsbazar.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - ইসলামাবাদ ইউনিয়ন - ইসলামাবাদ ইউনিয়ন"। islamabadup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ইসলামাবাদ ইউনিয়ন - ইসলামাবাদ ইউনিয়ন"। islamabadup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41207&union=06[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ঈদগাঁও ইউনিয়ন - ঈদগাঁও ইউনিয়ন"। eidgaonup.coxsbazar.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "- ইসলামাবাদ ইউনিয়ন - ইসলামাবাদ ইউনিয়ন"। islamabadup.coxsbazar.gov.bd। ৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭।