২০২৩–২৪ ইন্ডিয়ান সুপার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্ডিয়ান সুপার লিগ
দশবছর পূর্তি উপলক্ষ্যে পোস্টার
মৌসুম২০২৩–২৪
তারিখ২১ সেপ্টেম্বর ২০২৩ – ৪ মে ২০২৪
প্রিমিয়ার্সমোহনবাগান এসজি
১ম আইএসএল শিল্ড শিরোপা
৬ষ্ঠ ভারতীয় শিরোপা
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২মোহনবাগান এসজি
ইস্টবেঙ্গল (সুপার কাপ বিজয়ী)
সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপমুম্বই সিটি
গোয়া
মোট খেলা১৩৬
মোট গোলসংখ্যা৩৭৬ (ম্যাচ প্রতি ২.৭৬টি)
শীর্ষ গোলদাতাদিমিত্রিওস দিয়ামান্তাকোস
রয় কৃষ্ণ
(১৩টি গোল)
সবচেয়ে বড় হোম জয়ইস্টবেঙ্গল ৫–০ নর্থইস্ট ইউনাইটেড
(
৪ ডিসেম্বর ২০২৩)
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়হায়দ্রাবাদ ০–৫ জামশেদপুর
(
২১ ডিসেম্বর ২০২৩)
সর্বোচ্চ স্কোরিংকেরালা ব্লাস্টার্স ৩–৪ মোহনবাগান এসজি
(
১৩ মার্চ ২০২৪)
দীর্ঘতম টানা জয়৫টি ম্যাচ
মোহনবাগান এসজি
মুম্বই সিটি
দীর্ঘতম টানা অপরাজিত১৩টি ম্যাচ
ওড়িশা
দীর্ঘতম টানা জয়বিহীন১৮টি ম্যাচ
হায়দ্রাবাদ
দীর্ঘতম টানা পরাজয়৮টি ম্যাচ
হায়দ্রাবাদ
সর্বোচ্চ উপস্থিতি৬১,৭৭৭
মোহনবাগান এসজি ২–১ মুম্বই সিটি
(১৫ এপ্রিল ২০২৪)
সর্বনিম্ন উপস্থিতি৩৮০
হায়দ্রাবাদ ০–২ গোয়া
(১ ফেব্রুয়ারি ২০২৪)
মোট উপস্থিতি১৫,০৯,১৩১
গড় উপস্থিতি১১,৬০৯
(দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা ম্যাচ বাদে)
২০২৪–২৫
সব পরিসংখ্যান ২৪ এপ্রিল ২০২৩ অনুযায়ী সঠিক।

২০২৩–২৪ ইন্ডিয়ান সুপার লিগ হল ভারতীয় ক্লাব ফুটবলের শীর্ষ লিগ আইএসএলের দশম সংস্করণ আসর, যা ভারতীয় ফুটবলের সর্বোচ্চ ডিভিশন। মৌসুম ২১ সেপ্টেম্বর ২০২৩-এ শুরু হয়েছিল এবং ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সূচি প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩।[১] ২০২৩ এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কারণে জানুয়ারি মাসে বিরতি রাখা হয়েছিল।[২] ২০২৪ সালের ৩১শে জানুয়ারি থেকে শুরু হওয়া নিয়মিত মৌসুমের বাকি সময়সূচী ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে ঘোষণা করা হয়েছিল।[৩]


মুম্বই সিটি এফসি আগের মৌসুমের শীর্ষ স্থানাধিকারী বা প্রিমিয়ার্স দল ও মোহনবাগান সুপার জায়ান্ট (তৎকালীন এটিকে মোহনবাগান[৪] ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স।

পূর্ব মৌসুম থেকে পরিবর্তন[সম্পাদনা]

উত্তীর্ণ ক্লাব[সম্পাদনা]

পাঞ্জাব Rise ২০২২–২৩ আই-লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগে উত্তীর্ণ হয়। তারাই আইএসএলে প্রথম আই-লিগ থেকে উত্তীর্ণ ক্লাব (যেহেতু ইস্টবেঙ্গলমোহনবাগান সরাসরি খেলার সুযোগ পেয়েছিল)।[৫]

এএফসি প্রতিযোগিতা[সম্পাদনা]

এএফসি ক্লাব প্রতিযোগিতা র‌্যাঙ্কিং এর নতুন সংস্করণ প্রকাশিত হলে,[৬] ভারতের অবস্থানের অবনমন ঘটে ও এএফসি চ্যাম্পিয়নস লিগ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ ভারতীয় ফুটবল হারিয়ে ফেলে। বদলে দুটি এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ কোটা ভারতকে দেওয়া হয়েছে।[৭]

দল[সম্পাদনা]

মানচিত্র[সম্পাদনা]

স্টেডিয়াম ও অবস্থান[সম্পাদনা]

ক্লাব রাজ্য/অঞ্চল শহর স্টেডিয়াম ধারণ ক্ষমতা
মোহনবাগান পশ্চিমবঙ্গ কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ৮৫,০০০
ইস্টবেঙ্গল
বেঙ্গালুরু কর্ণাটক বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়াম ২৫,৮১০
চেন্নাইয়িন তামিলনাড়ু চেন্নাই মেরিনা এরিনা ৪০,০০০
গোয়া গোয়া মারগাও ফতোরদা স্টেডিয়াম ১৯,০০০
হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদ জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম ৩০,০০০
জামশেদপুর ঝাড়খণ্ড জামশেদপুর জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ২৪,৪২৪
কেরালা ব্লাস্টার্স কেরালা কোচি জওহরলাল নেহেরু স্টেডিয়াম ৬৯,০০০
মুম্বই সিটি মহারাষ্ট্র মুম্বই মুম্বই ফুটবল এরিনা ১৮,০০০
নর্থইস্ট ইউনাইটেড আসাম গুয়াহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম ২৪,৬২৭
পাঞ্জাব পাঞ্জাব মোহালি জওহরলাল নেহেরু স্টেডিয়াম, দিল্লি[টীকা ১] ৬০,০০০
ওড়িশা ওড়িশা ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়াম ১৫,০০০
  1. ক্লাবটি পাঞ্জাবের মোহালিতে অবস্থিত, তবে ২০২৩-২৪ মৌসুমে তাদের হোম ম্যাচ গুলো নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।[৮]

লিগ পর্ব[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
মোহনবাগান (L) ২২ ১৫ ৪৭ ২৬ +২১ ৪৮ প্লে-অফ সেমিফাইনাল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ গ্রুপ পর্বের জন্য
যোগ্যতা অর্জন
মুম্বই সিটি ২২ ১৪ ৪২ ১৯ +২৩ ৪৭[ক] প্লে-অফ সেমিফাইনাল এবং সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য
যোগ্যতা অর্জন
গোয়া ২২ ১৩ ৩৯ ২১ +১৮ ৪৫ প্লে-অফ নক-আউট এবং সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য
যোগ্যতা অর্জন
ওড়িশা ২২ ১১ ৩৫ ২০ +১৫ ৩৯ প্লে-অফ নক-আউট এর জন্য যোগ্যতা অর্জন
কেরালা ব্লাস্টার্স ২২ ১০ ৩২ ৩১ +১ ৩৩
চেন্নাইয়িন ২২ ১১ ২৬ ৩৬ −১০ ২৭
নর্থইস্ট ইউনাইটেড ২২ ২৫ ৩২ −৭ ২৬
পাঞ্জাব ২২ ১০ ২৮ ৩৫ −৭ ২৪[খ]
ইস্টবেঙ্গল ২২ ১০ ২৭ ২৯ −২ ২৪[খ] এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রাথমিক পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন[গ]
১০ বেঙ্গালুরু ২২ ১০ ২০ ৩৪ −১৪ ২২
১১ জামশেদপুর ২২ ১১ ২৭ ৩২ −৫ ২১
১২ হায়দ্রাবাদ ২২ ১৬ ১০ ৪৩ −৩৩
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র‌্যাঙ্কিং; ৮) লটারি
(L) লিগ প্রিমিয়ার্স শিল্ড বিজয়ী।
টীকা:
  1. জামশেদপুর, মুম্বই সিটির বিপক্ষে, তাদের হোম ম্যাচে নিয়ম বহির্ভূতভাবে কম ভারতীয় খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে ম্যাচটির ফলাফল মুম্বইয়ের পক্ষে দেওয়া হয় (৩‌–০)।
  2. হেড-টু-হেড পয়েন্ট: পাঞ্জাব ৪, ইস্টবেঙ্গল ১।
  3. ইস্টবেঙ্গল ২০২৪ সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রাথমিক পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করেছিল।[৯]

ফলাফল[সম্পাদনা]

স্বাগতিক \ সফরকারী BEN CHE EAB GOA HYD JAM KER MBG MCI NEU OFC PFC
বেঙ্গালুরু ১–০ ২–১ ০–০ ২–১ ১–০ ১–০ ০–৪ ০–৪ ১–১ ০–০ ৩–৩
চেন্নাইয়িন ২–০ ১–১ ০–৩ ০–১ ২–১ ১–০ ১–৩ ০–২ ২–১ ২–১ ৫–১
ইস্টবেঙ্গল ২–১ ১–০ ১–২ ২–১ ০–০ ১–২ ১–৩ ০–১ ৫–০ ০–০ ০–০
গোয়া ২–১ ৪–১ ১–০ ৪–০ ১–০ ১–০ ০–১ ০–০ ০–২ ৩–২ ১–০
হায়দ্রাবাদ ১–১ ০–১ ০–১ ০–২ ০–৫ ১–৩ ০–২ ০–৩ ২–২ ০–৩ ০–২
জামশেদপুর ১–১ ২–২ ২–১ ২–৩ ১–০ ১–১ ২–৩ ০–৩* ১–১ ০–১ ০–০
কেরালা ব্লাস্টার্স ২–১ ৩–৩ ২–৪ ৪–২ ১–০ ১–০ ৩–৪ ২–০ ১–১ ২–১ ১–৩
মোহনবাগান ১–০ ২–৩ ২–২ ১–৪ ২–০ ৩–০ ০–১ ২–১ ৪–২ ২–২ ৩–১
মুম্বই সিটি ০–২ ৩–০ ০–০ ১–১ ১–১ ২–৩ ২–১ ২–১ ৪–১ ২–১ ২–১
নর্থইস্ট ইউনাইটেড ১–১ ৩–০ ৩–২ ১–১ ১–১ ২–১ ২–০ ১–৩ ১–২ ৩–০ ০–১
ওড়িশা ৩–২ ২–০ ২–১ ১–১ ৩–০ ৪–১ ২–১ ০–০ ২–২ ১–০ ৩–১
পাঞ্জাব ৩–১ ১–০ ৪–১ ৩–৩ ১–১ ০–৪ ০–১ ০–১ ২–৩ ১–১ ০–১
১৫ এপ্রিল ২০২৪ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।
টীকা
  • * = জামশেদপুর, মুম্বই সিটির বিপক্ষে, তাদের হোম ম্যাচে নিয়ম বহির্ভূতভাবে কম ভারতীয় খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে ম্যাচটির ফলাফল মুম্বইয়ের পক্ষে দেওয়া হয়।

রাউন্ড প্রতি ফলাফল[সম্পাদনা]

দল ╲ রাউন্ড১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২
বেঙ্গালুরু
চেন্নাইয়িন
ইস্টবেঙ্গল
গোয়া
হায়দ্রাবাদ
জামশেদপুর
কেরালা ব্লাস্টার্স
মোহনবাগান
মুম্বই সিটি
নর্থইস্ট ইউনাইটেড
ওড়িশা
পাঞ্জাব
১৫ এপ্রিল ২০২৪ তারিখে খেলা ম্যাচ পর্যন্ত হালনাগাদকৃত। উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
  = জয়;   = ড্র;   = হার

প্লে-অফ পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

  নকআউট প্লে-অফ     সেমি-ফাইনাল     ফাইনাল
                           
         মোহনবাগান
   ওড়িশা (অ.স.প.)      ওড়িশা
   কেরালা         সেমি-ফাইনাল ২  
      সেমি-ফাইনাল ২  
         মুম্বই
   গোয়া      গোয়া
   চেন্নাইয়িন  

নকআউট প্লে-অফ[সম্পাদনা]

দল ১ ফলাফল দল ২
ওড়িশা ২–১ (অ.স.প.) কেরালা
গোয়া ২–১ চেন্নাইয়িন

সেমি-ফাইনাল[সম্পাদনা]

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
মোহনবাগান - ওড়িশা ১–২ ২৮ এপ্রিল ২০২৪
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
মুম্বই - গোয়া ৩–২ ২৯ এপ্রিল ২০২৪

ফাইনাল[সম্পাদনা]


আইএসএল কাপের ফাইনাল ম্যাচ
দল ১ ফলাফল দল ২
সেমি-ফাইনাল বিজয়ী ১ ৪ মে ২০২৪ সেমি-ফাইনাল বিজয়ী ২

আরও দেখুন[সম্পাদনা]

  • পুরুষ
নিম্ন বিভাগসমূহ
কাপ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ISL 2023-24 schedule: Full list of Indian Super League matches, East Bengal vs Mohun Bagan on October 28"Sportstar। The Hindu। ৭ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "ISL 2023-24 KEY FIXTURES, DECEMBER 2023: A MONTH OF HEAVYWEIGHT DUELS AND TEAM ASSESSMENT"। Indian Super League। ৮ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "ISL 2023-24 schedule updated: Full list of Indian Super League matches, Kolkata derby dates OUT!"Sportstar। The Hindu। ২৫ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৪ 
  4. "ATK removed, it's Mohun Bagan Super Giant from June 1"The Hindu। ১৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩ 
  5. Guha, Sayantan (১৮ মে ২০২৩)। "RoundGlass Punjab FC secure Premier 1 License; to play in ISL 2023-24 likely from JLN Stadium, Delhi"Sportskeeda। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩ 
  6. "AFC Competitions Committee recommends strategic reforms to elevate Asian club football"www.the-afc.com (ইংরেজি ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০২২। ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  7. "Why India is set to lose sole spot in AFC Champions League"KhelNow। ১৮ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩ 
  8. "RoundGlass Punjab FC secure Premier 1 License; to play in ISL 2023-24 likely from JLN Stadium, Delhi"। www.sportskeeda.com। ১৮ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  9. ভট্টাচার্য, নীলেশ (২৯ জানুয়ারি ২০২৪)। "ক্লিটন ইস্টবেঙ্গলের শিরোপা খরা সুপার ওয়েতে তুলে দিয়েছিলেন"টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]