২০২২ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল
অবয়ব
প্রতিযোগিতা | ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগ মৌসুম | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
হায়দ্রাবাদ এফসি ৩–১ (পে.)তে জয়ী | |||||||
তারিখ | ২০ মার্চ ২০২২ | ||||||
ম্যাচসেরা | লক্ষ্মীকান্ত কাট্টিমনি (হায়দ্রাবাদ) | ||||||
রেফারি | ক্রিস্টাল জন | ||||||
দর্শক সংখ্যা | ১১,৫০০ | ||||||
২০২২ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল হল ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলা, যা ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম ফাইনাল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এটি ২০ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে দু'বছরে প্রথমবার দর্শকাসনে দর্শকেরা সশরীরে উপস্থিত হয়েছেন।[১] এই মৌসুমের বাকি ম্যাচগুলি কোভিড-১৯ মহামারীর জন্য দর্শকশূন্য অবস্থায় খেলা হয়েছিল।
পটভূমি
[সম্পাদনা]কেরল ব্লাস্টার্স এফসি শীর্ষস্থানাধিকারী জামশেদপুর এফসিকে ২–১ গোলে সেমি-ফাইনাল ১-এ হারিয়ে ৫ মৌসুম পর প্রথম ফাইনালে অংশগ্রহণ করে।[২] এই মৌসুমটি তাদের কোচ ইভান ভুকোমানোভিচের প্রথম আইএসএল মৌসুম।
ম্যাচ
[সম্পাদনা]কেরালা ব্লাস্টার্স | ১–১ | হায়দ্রাবাদ |
---|---|---|
রাহুল কেপি ৬৮' | আইএসএল | তাভোরা ৮৮' |
পেনাল্টি | ||
৩–১ |
হায়দ্রাবাদ
|
কেরল ব্লাস্টার্স
|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ISL set to allow crowds for the first time in two years"। স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২।
- ↑ "Kerala Blasters FC 1-1 Jamshedpur FC (agg: 2-1): Ivan Vukomanovic's men reach final after hard-fought draw"। ইন্ডিয়ান সুপার লিগ। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।