কলিঙ্গ স্টেডিয়াম
Kalinga Stadium କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମ | |
![]() | |
![]() | |
অবস্থান | ভুবনেশ্বর, ওড়িশা |
---|---|
মালিক | ওডিশা সরকার |
ধারণক্ষমতা | ৩৩,০০০ |
উপরিভাগ | কৃত্রিম ঘাস; সঙ্গে একটি অলিম্পিক শ্রেণীর অ্যাথলেটিক ট্র্যাক |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২০০৮ |
উদ্বোধন | ২০১০ |
ভাড়াটে | |
ভারত জাতীয় হকি দল(২০১০-) কলিঙ্গ ল্যান্সার্স(২০১৩-) |
কলিঙ্গ স্টেডিয়াম ভারতের অন্যতম প্রধান হকি স্টেডিয়াম। আন্তর্জাতিক হকি আয়োজনের উদ্দেশ্যে তৈরী করা হয়। এই মাঠে বিশ্ব হকি লীগ-এর আসর বসেছে।
প্রেক্ষাপট[সম্পাদনা]
ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা হকি প্রতিভাদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিতে এই স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়।
২০১৭ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ[সম্পাদনা]
ভারত তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করে।
ভারতীয় হকি লীগ[সম্পাদনা]
কলিঙ্গ ল্যান্সার্স দলের ঘরের মাঠ এটি।
পারিপার্শিক পরিকাঠামো[সম্পাদনা]
হকির পাশাপাশি অ্যাথলেটিক্স , সাঁতার , জিমন্যাস্টিক, ভলিবল ও বাস্কেটবল স্টেডিয়াম এর চারপাশে রয়েছে। [১]