২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ
![]() যখন কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা এফসি এই দুইটি নকআউট ম্যাচ হেরে যাওয়ার পর চূড়ান্ত ৪টি দল সেমিফাইনালে অবস্থান করছে। | |
দেশ | ভারত |
---|---|
দল | ৬ |
বর্তমান চ্যাম্পিয়ন | হায়দ্রাবাদ |
চ্যাম্পিয়ন | এটিকে মোহনবাগান (১ম শিরোপা) |
রানার্স-আপ | বেঙ্গালুরু |
সেমি-ফাইনালের প্রতিযোগী | |
ম্যাচ খেলেছে | ৭ |
গোল সংখ্যা | ৯ (ম্যাচ প্রতি ১.২৯টি) |
শীর্ষ গোলদাতা | দিমিত্রি পেট্রাটোস (৩টি গোল) |
← ২০২১–২২ ২০২৩–২৪ → |
২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফ হবে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের ৯ম আসর।প্লেঅফগুলি ৩ মার্চ ২০২৩ থেকে শুরু হয়েছিল এবং ১৮ মার্চ মারগাও-এর ফতোরদা স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে শেষ হবে। [১]
শীর্ষ দুই দল, মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসি স্বয়ংক্রিয়ভাবে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা দলগুলো অন্য দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ করতে একটি একক-লেগ প্লে-অফ খেলবে। সেমিফাইনাল দুটি লেগ ধরে অনুষ্ঠিত হবে এবং ফাইনালটি একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্লে-অফ চ্যাম্পিয়ন দল ২০২৩-২৪ এএফসি কাপ প্রতিযোগিতার জন্য হায়দ্রাবাদের বিরুদ্ধে ভারতীয় প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে, ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগ মৌসুমের চ্যাম্পিয়ন দল সাথে ২০২৩-২৪ এএফসি কাপ বাছাইপর্বের প্লেঅফ-তে জায়গা পাওয়ার জন্য।
২০২২–২৩ সালের মৌসুমের টেবিল[সম্পাদনা]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মুম্বই সিটি (P) | ২০ | ১৪ | ৪ | ২ | ৫৪ | ২১ | +৩৩ | ৪৬ | প্রিমিয়ার্স ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব প্লে-অফ ও আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর |
২ | হায়দ্রাবাদ | ২০ | ১৩ | ৩ | ৪ | ৩৬ | ১৬ | +২০ | ৪২ | এলিমিনেটর প্লে-অফ পর্বে অগ্রসর |
৩ | এটিকে মোহনবাগান (C) | ২০ | ১০ | ৪ | ৬ | ২৪ | ১৭ | +৭ | ৩৪[ক] | এএফসি কাপ বাছাইপর্ব প্লে-অফ ও আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর |
৪ | বেঙ্গালুরু | ২০ | ১১ | ১ | ৮ | ২৭ | ২৩ | +৪ | ৩৪[ক] | এলিমিনেটর প্লে-অফ পর্বে অগ্রসর |
৫ | কেরালা ব্লাস্টার্স | ২০ | ১০ | ১ | ৯ | ২৮ | ২৮ | ০ | ৩১ | |
৬ | ওড়িশা | ২০ | ৯ | ৩ | ৮ | ৩০ | ৩২ | −২ | ৩০ | |
৭ | গোয়া | ২০ | ৮ | ৩ | ৯ | ৩৬ | ৩৫ | +১ | ২৭[খ] | |
৮ | চেন্নাইয়িন | ২০ | ৭ | ৬ | ৭ | ৩৬ | ৩৭ | −১ | ২৭[খ] | |
৯ | ইস্টবেঙ্গল | ২০ | ৬ | ১ | ১৩ | ২২ | ৩৮ | −১৬ | ১৯[গ] | |
১০ | জামশেদপুর | ২০ | ৫ | ৪ | ১১ | ২১ | ৩২ | −১১ | ১৯[গ] | |
১১ | নর্থইস্ট ইউনাইটেড | ২০ | ১ | ২ | ১৭ | ২০ | ৫৫ | −৩৫ | ৫ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র্যাঙ্কিং; ৮) লটারি
(C) চ্যাম্পিয়ন; (P) উন্নীত।
টীকা:
- ↑ ক খ হেড টু হেড পয়েন্ট: এটিকে মোহনবাগান ৩, বেঙ্গালুরু ৩।
হেড টু হেড গোল পার্থক্য: এটিকে মোহনবাগান ০, বেঙ্গালুরু ০।
হেড-টু-হেড গোল করেছেন: এটিকে মোহনবাগান ৪, বেঙ্গালুরু ৪। গোলের পার্থক্য: এটিকে মোহনবাগান +৭, বেঙ্গালুরু +৪।
- ↑ ক খ হেড টু হেড পয়েন্ট: গোয়া ৩, চেন্নাইয়িন ৩।
হেড টু হেড গোল পার্থক্য: গোয়া +১, চেন্নাইয়িন -১।
- ↑ ক খ হেড টু হেড পয়েন্ট: ইস্টবেঙ্গল ৩, জামশেদপুর ৩।
হেড টু হেড গোল পার্থক্য: ইস্টবেঙ্গল +১, জামশেদপুর-১।
উত্তীর্ণ দল[সম্পাদনা]
- স্বয়ংক্রিয়ভাবে সেমিফাইনালে উত্তীর্ণ
- এলিমিনেটর প্লে-অফে উত্তীর্ণ
বন্ধনী[সম্পাদনা]
এলিমিনেটর প্লে-অফ | সেমি ফাইনাল | ফাইনাল | |||||||||||
১ | মুম্বই সিটি | ২(৮) | |||||||||||
৪ | বেঙ্গালুরু | ১ | ৪ | বেঙ্গালুরু (পে.) | ২(৯) | ||||||||
৫ | কেরালা ব্লাস্টার্স | ০ | ৪ | বেঙ্গালুরু | ২(৩) | ||||||||
৩ | এটিকে মোহনবাগান (পে.) | ২(৪) | |||||||||||
২ | হায়দ্রাবাদ | ০(৩) | |||||||||||
৩ | এটিকে মোহনবাগান | ২ | ৩ | এটিকে মোহনবাগান (পে.) | ০(৪) | ||||||||
৬ | ওড়িশা | ০ |
এলিমিনেটর প্লে-অফ[সম্পাদনা]
দল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
এটিকে মোহনবাগান | ২–০ | ওড়িশা |
বেঙ্গালুরু | ১–০ (অ.স.প.) |
কেরালা ব্লাস্টার্স |
সেমি-ফাইনাল[সম্পাদনা]
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
মুম্বই সিটি | ২–২ (৯–৮ পে.) |
বেঙ্গালুরু | ০–১ | ২–১ (অ.স.প.) |
হায়দ্রাবাদ | ০–০ (৩–৪ পে.) |
এটিকে মোহনবাগান | ০–০ | ০–০ (অ.স.প.) |
এলিমিনেটর প্লে-অফ[সম্পাদনা]
এটিকে মোহনবাগান | ২–০ | ওড়িশা |
---|---|---|
|
প্রতিবেদন |
সেমিফাইনাল[সম্পাদনা]
সেমি-ফাইনাল ১[সম্পাদনা]
বেঙ্গালুরু | ১–২ (অ.স.প.) | মুম্বই সিটি |
---|---|---|
|
প্রতিবেদন | |
পেনাল্টি | ||
৯–৮ |
মোট গোল ২–২ গোলে সমতা। বেঙ্গালুরু এফসি পেনাল্টিতে ৯–৮ গোলে জিতেছে।
সেমি-ফাইনাল ২[সম্পাদনা]
এটিকে মোহনবাগান | ০–০ (অ.স.প.) | হায়দ্রাবাদ |
---|---|---|
প্রতিবেদন | ||
পেনাল্টি | ||
|
৪–৩ |
|
মোট গোল ০–০ গোলে সমতা। এটিকে মোহনবাগান পেনাল্টিতে ৪–৩ গোলে জিতেছে।
ফাইনাল[সম্পাদনা]
দল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
বেঙ্গালুরু | ২–২ (৩–৪ পে.) |
এটিকে মোহনবাগান |
বেঙ্গালুরু | ২–২ (অ.স.প.) | এটিকে মোহনবাগান |
---|---|---|
দিমিত্রি পেট্রাটোস![]() |
|
|
পেনাল্টি | ||
৪–৩ |
বিতর্ক[সম্পাদনা]
বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে প্লে অফের প্রথম নকআউট ম্যাচটি একটি বিতর্কিত দিয়ে সমাপ্তি হয়েছিল। অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে বেঙ্গালুরুকে একটি বিতর্কিত ফ্রি-কিক দেওয়ায় প্রতিবাদে কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড়দের প্রধান কোচ ইভান ভুকোমানোভিচ মাঠ থেকে বের করে দেন। কেরালা ব্লাস্টার্স সিদ্ধান্তের সাথে অসম্মতিতে ম্যাচটি হারায় এবং বেঙ্গালুরুকে একটি জয় দেওয়া হয়।[২][৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ISL Media Team (৩ ফেব্রুয়ারি ২০২৩)। "Hero Indian Super League announces dates for the season playoffs and final"। Indian Super League।
- ↑ Team Sportstar (৩ মার্চ ২০২৩)। "Kerala Blasters players leave pitch during ISL playoff after Bengaluru FC scores 'controversial' freekick goal"। sportstar.thehindu.com। The Hindu।
- ↑ ISL Media Team (৩ মার্চ ২০২৩)। "Bengaluru FC win 1-0 after Kerala Blasters FC forfeit match"। indiansuperleague.com। Indian Super League।