বিষয়বস্তুতে চলুন

২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগ প্লে-অফ
দেশভারত
দল
বর্তমান চ্যাম্পিয়নহায়দ্রাবাদ
চ্যাম্পিয়নএটিকে মোহনবাগান (১ম শিরোপা)
রানার্স-আপবেঙ্গালুরু
সেমি-ফাইনালের প্রতিযোগী
ম্যাচ খেলেছে
গোল সংখ্যা৯ (ম্যাচ প্রতি ১.২৯টি)
শীর্ষ গোলদাতাদিমিত্রি পেট্রাটোস (৩টি গোল)
শীর্ষ গোলদাতাদিমিত্রি পেট্রাটোস (৩টি গোল)

২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগ প্লে-অফ হবে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের ৯ম আসর। প্লে-অফ ম্যাচ গুলি ৩ মার্চ ২০২৩ থেকে শুরু হয়েছিল এবং ১৮ মার্চ মারগাও-এর ফতোরদা স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে শেষ হয়েছিল।[]

শীর্ষ দুই দল, মুম্বই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসি স্বয়ংক্রিয়ভাবে সেমি-ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা দলগুলো অন্য দুই সেমি-ফাইনালিস্ট নির্ধারণ করতে একটি একক-লেগ প্লে-অফ অনুষ্ঠিত হয়েছিল। সেমি-ফাইনাল দুটি লেগ ধরে অনুষ্ঠিত হয়েছে এবং ফাইনালটি একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।


প্লে-অফ চ্যাম্পিয়ন দল ২০২৩-২৪ এএফসি কাপ প্রতিযোগিতার জন্য হায়দ্রাবাদের বিরুদ্ধে ভারতীয় প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল, ২০২১–২২ ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন দল সাথে ২০২৩–২৪ এএফসি কাপ বাছাইপর্বের প্লে-অফ-তে জায়গা পাওয়ার জন্যই।

২০২২–২৩ সালের মৌসুমের টেবিল

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
মুম্বই সিটি ২০ ১৪ ৫৪ ২১ +৩৩ ৪৬ প্রিমিয়ার্সএএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে
আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর
হায়দ্রাবাদ ২০ ১৩ ৩৬ ১৬ +২০ ৪২ এলিমিনেটর প্লে-অফ পর্বে অগ্রসর
এটিকে মোহনবাগান (C) ২০ ১০ ২৪ ১৭ +৭ ৩৪[] এএফসি কাপ বাছাইপর্বে যোগ্যতা অর্জন করেছে
আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর
বেঙ্গালুরু ২০ ১১ ২৭ ২৩ +৪ ৩৪[] এলিমিনেটর প্লে-অফ পর্বে অগ্রসর
কেরালা ব্লাস্টার্স ২০ ১০ ২৮ ২৮ ৩১
ওড়িশা (Q) ২০ ৩০ ৩২ −২ ৩০ এএফসি কাপ গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে
আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর
গোয়া ২০ ৩৬ ৩৫ +১ ২৭[]
চেন্নাইয়িন ২০ ৩৬ ৩৭ −১ ২৭[]
ইস্টবেঙ্গল ২০ ১৩ ২২ ৩৮ −১৬ ১৯[]
১০ জামশেদপুর ২০ ১১ ২১ ৩২ −১১ ১৯[]
১১ নর্থইস্ট ইউনাইটেড ২০ ১৭ ২০ ৫৫ −৩৫
সম্পন্ন তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র‌্যাঙ্কিং; ৮) লটারি
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
টীকা:
  1. হেড টু হেড পয়েন্ট: এটিকে মোহনবাগান ৩, বেঙ্গালুরু ৩।
    হেড টু হেড গোল পার্থক্য: এটিকে মোহনবাগান ০, বেঙ্গালুরু ০।
    হেড-টু-হেড গোল করেছেন: এটিকে মোহনবাগান ৪, বেঙ্গালুরু ৪। গোলের পার্থক্য: এটিকে মোহনবাগান +৭, বেঙ্গালুরু +৪।
  2. হেড টু হেড পয়েন্ট: গোয়া ৩, চেন্নাইয়িন ৩।
    হেড টু হেড গোল পার্থক্য: গোয়া +১, চেন্নাইয়িন -১।
  3. হেড টু হেড পয়েন্ট: ইস্টবেঙ্গল ৩, জামশেদপুর ৩।
    হেড টু হেড গোল পার্থক্য: ইস্টবেঙ্গল +১, জামশেদপুর-১।

উত্তীর্ণ দল

[সম্পাদনা]
স্বয়ংক্রিয়ভাবে সেমিফাইনালে উত্তীর্ণ
এলিমিনেটর প্লে-অফে উত্তীর্ণ

বন্ধনী

[সম্পাদনা]
  এলিমিনেটর প্লে-অফ     সেমি ফাইনাল     ফাইনাল
                           
         মুম্বই সিটি ২(৮)  
   বেঙ্গালুরু      বেঙ্গালুরু (পে.) ২(৯)    
   কেরালা ব্লাস্টার্স          বেঙ্গালুরু ২(৩)
       এটিকে মোহনবাগান (পে.) ২(৪)
         হায়দ্রাবাদ ০(৩)    
   এটিকে মোহনবাগান      এটিকে মোহনবাগান (পে.) ০(৪)  
   ওড়িশা  

এলিমিনেটর প্লে-অফ

[সম্পাদনা]
দল ১ ফলাফল দল ২
এটিকে মোহনবাগান ২–০ ওড়িশা
বেঙ্গালুরু ১–০
(অ.স.প.)
কেরালা ব্লাস্টার্স

সেমি-ফাইনাল

[সম্পাদনা]
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
মুম্বই সিটি ২–২
(৯–৮ পে.)
বেঙ্গালুরু ০–১ ২–১
(অ.স.প.)
হায়দ্রাবাদ ০–০
(৩–৪ পে.)
এটিকে মোহনবাগান ০–০ ০–০
(অ.স.প.)

এলিমিনেটর প্লে-অফ

[সম্পাদনা]

এটিকে মোহনবাগান২–০ওড়িশা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩৫,২৫৬
রেফারি: রাহুল কুমার গুপ্ত

সেমি-ফাইনাল

[সম্পাদনা]

সেমি-ফাইনাল ১

[সম্পাদনা]
মুম্বই সিটি০–১বেঙ্গালুরু
প্রতিবেদন সুনীল ছেত্রী গোল ৭৯'
দর্শক সংখ্যা: ৬,১২৪
রেফারি: আর ভেঙ্কটেশ

মোট গোল ২–২ গোলে সমতা। বেঙ্গালুরু এফসি পেনাল্টিতে ৯–৮ গোলে জিতেছে।


সেমি-ফাইনাল ২

[সম্পাদনা]
এটিকে মোহনবাগান০–০ (অ.স.প.) হায়দ্রাবাদ
প্রতিবেদন
পেনাল্টি
৪–৩
  • পেনাল্টিতে গোল করেছেন জোয়াও ভিক্টর
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে জেভিয়ার সিভেরিও
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে বার্থেলোমিউ ওগবেচে
  • পেনাল্টিতে গোল করেছেন রোহিত দানু
  • পেনাল্টিতে গোল করেছেন রিগান সিং
দর্শক সংখ্যা: ৫২,৫০৭
রেফারি: কোয়েম্বাটোর রামাস্বামী শ্রীকৃষ্ণ

মোট গোল ০–০ গোলে সমতা। এটিকে মোহনবাগান পেনাল্টিতে ৪–৩ গোলে জিতেছে।

ফাইনাল

[সম্পাদনা]


ফাইনাল ম্যাচ
দল ১ ফলাফল দল ২
বেঙ্গালুরু ২–২
(৩–৪ পে.)
এটিকে মোহনবাগান



বিতর্ক

[সম্পাদনা]

বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে প্লে অফের প্রথম নকআউট ম্যাচটি একটি বিতর্কিত দিয়ে সমাপ্তি হয়েছিল। অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে বেঙ্গালুরুকে একটি বিতর্কিত ফ্রি-কিক দেওয়ায় প্রতিবাদে কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড়দের প্রধান কোচ ইভান ভুকোমানোভিচ মাঠ থেকে বের করে দেন। কেরালা ব্লাস্টার্স সিদ্ধান্তের সাথে অসম্মতিতে ম্যাচটি হারায় এবং বেঙ্গালুরুকে একটি জয় দেওয়া হয়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ISL Media Team (৩ ফেব্রুয়ারি ২০২৩)। "Hero Indian Super League announces dates for the season playoffs and final"। Indian Super League। 
  2. Team Sportstar (৩ মার্চ ২০২৩)। "Kerala Blasters players leave pitch during ISL playoff after Bengaluru FC scores 'controversial' freekick goal"sportstar.thehindu.com। The Hindu। 
  3. ISL Media Team (৩ মার্চ ২০২৩)। "Bengaluru FC win 1-0 after Kerala Blasters FC forfeit match"indiansuperleague.com। Indian Super League।