ভুবনেশ্বর
ভুবনেশ্বর ଭୁବନେଶ୍ୱର ᱵᱷᱩᱵᱽᱱᱮᱥᱚᱨ | |
---|---|
রাজধানী | |
উপর থেকে; বাম থেকে ডানে: উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা, লিঙ্গরাজ মন্দির, ডাউনটাউন ভুবনেশ্বর, নন্দনকানন প্রাণি উদ্যান এবং ধউলি বৌদ্ধ বিহার | |
ডাকনাম: ভারতের একটি মন্দিরের শহর | |
স্থানাঙ্ক: ২০°১৬′ উত্তর ৮৫°৫০′ পূর্ব / ২০.২৭° উত্তর ৮৫.৮৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | ওড়িশা |
জেলা | খুরদা জেলা |
নামকরণের কারণ | ত্রিভূডবনেশ্বর (শিব ঠাকুর) |
সরকার | |
• ধরন | পৌর সংস্থা |
• শাসক | ভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশন (বি.এম.সি) |
• মেয়র | আনন্ত নারায়ণ জেনা (বীজূ জনতা দল) |
• পৌর কমিশনার | কৃষাণ কুমার (ভারতীয় প্রশাসনিক সেবা কর্মকর্তা) |
• পুলিশ কমিশনার | রাজেন্দ্র প্রসাদ শর্মা (ভারতীয় পুলিশ সার্ভিস কর্মকর্তা) |
আয়তন | |
• রাজধানী | ১৩৫ বর্গকিমি (৫২ বর্গমাইল) |
• মহানগর | ৩৯৩.৫৭ বর্গকিমি (১৫১.৯৬ বর্গমাইল) |
উচ্চতা | ৫৮ মিটার (১৯০ ফুট) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• রাজধানী | ৮,৩৭,৭৩৭ |
• ক্রম | ৫৬ |
• জনঘনত্ব | ৬,২০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
• মহানগর[২] | ৮,৮১,৯৮৮ |
বিশেষণ | ভুবনেশ্বরবাসী |
ভাষা | |
• সরকারি | ওড়িয়া ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৭৫১ ০xx |
টেলিফোন কোড | ০৬৭৪ |
যানবাহন নিবন্ধন | OR-02/OD-02/OD-33 |
UN/LOCODE | IN BBI |
ওয়েবসাইট | www |
ভুবনেশ্বর (ওড়িয়া: ଭୁବନେଶ୍ୱର; (উচ্চারণ) (সাহায্য·তথ্য)) - ভারতের পূর্ব দিকে অবস্থিত ওড়িশা রাজ্যের রাজধানী এবং রাজ্যের বৃহত্তম ও ব্যস্ততম শহর।
নামকরণ[সম্পাদনা]
প্রাচীন কালে ভুবনেশ্বর; "কলিঙ্গ" এবং "উৎকল" নামে পরিচিত ছিল। "ভুবনেশ্বর" নামটির উৎপত্তি হয় ত্রিভুবনেশ্বর নাম থেকে, যার আক্ষরিক অর্থ হচ্ছে ত্রিভূবনের ঈশ্বর, যা পরোক্ষভাবে শিব ঠাকুর কে বোঝায়।[৩]
ইতিহাস[সম্পাদনা]
এই শহরের ইতিহাস ৩,০০০ বছরের যা মহামেঘ-বহন ছেদি রাজত্বের আমলে শুরু হয় (আনুমানিক ২য় খৃস্টপুর্ববাব্দে) যখন এর রাজধানী ছিল শিশুপালগড়।
পর্যটন[সম্পাদনা]
বিশ্বের বিখ্যাত সূর্য মন্দির, কোণার্ক সূর্য মন্দির ভুবনেশ্বরের থেকে ৬৬.১ কি.মি দূরে অবস্থিত।
খেলাধুলা[সম্পাদনা]
হকি শহরের জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক হকি আয়োজনের উদ্দেশ্যে কলিঙ্গ স্টেডিয়াম তৈরী করা হয়।
পরিবহণ[সম্পাদনা]
আকাশপথে[সম্পাদনা]
বিজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যের প্রধান ও একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। কুয়ালালামপুরের সাথে সরাসরি ফ্লাইট রয়েছে।
রেলপথে[সম্পাদনা]
পূর্ব উপকূলীয় রেল এর সদর দপ্তর এই শহরে অবস্থিত। এই শহরে বিবিধ রেলওয়ে স্টেশন রয়েছে :
স্টেশনের নাম | স্টেশন কোড | মোট প্লাটফর্ম | আনুষঙ্গিক তথ্য |
---|---|---|---|
নতুন ভুবনেশ্বর | বিবিএসএন (BBSN) | ৭ | নির্মাণাধীন |
Patia | পিটিএবি (PTAB) | ৩ | শুধু প্যাসেঞ্জের ট্রেন |
Mancheswar | এমসিএস (MCS) | ৪ | সুপার ফাস্ট ও এক্সপ্রেস ট্রেন |
বাণীবিহার | বিএনবিএইচ (BNBH) | ২ | শুধু প্যাসেঞ্জের ট্রেন |
ভুবনেশ্বর | বিবিএস (BBS) | ৬ | প্রধান স্টেশন |
লিঙ্গরাজ মন্দির সড়ক | এলজিটিআর (LGTR) | ৩ |
চিত্রমালা[সম্পাদনা]
পাদটীকা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Cities having population 1 lakh and above" (পিডিএফ)। Census of India, Government of India। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১১।
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (পিডিএফ)। Census of India, Government of India। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১১।
- ↑ Kalia, Ravi (১৯৯৪)। Bhubaneswar: From a Temple Town to a Capital City। SIU Press। পৃষ্ঠা 3। আইএসবিএন 9780809318766।