জেসন কামিন্স
![]() ২০১৬ সালে হিবের্নিয়ানের হয়ে কামিন্স | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেসন স্টিভেন কামিন্স | ||
জন্ম | ১ আগস্ট ১৯৯৫ | ||
জন্ম স্থান | এডিনবরা, স্কটল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সেন্ট্রাল কোস্ট মেরিনার্স | ||
জার্সি নম্বর | ৯ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৪, ২৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জেসন স্টিভেন কামিন্স (ইংরেজি: Jason Cummings, ইংরেজি উচ্চারণ: /d͡ʒˈe͡ɪsən kˈʌmɪŋz/; জন্ম: ১ আগস্ট ১৯৯৫; জেসন কামিন্স নামে সুপরিচিত) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রেলীয় ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, কামিন্স স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত স্কটল্যান্ডের বয়সভিত্তিক দল এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
জেসন স্টিভেন কামিন্স ১৯৯৫ সালের ১লা আগস্ট তারিখে স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]
কামিন্স কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৮ই নভেম্বর তারিখে ঘোষিত অস্ট্রেলিয়ার ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
পরিসংখ্যান[সম্পাদনা]
আন্তর্জাতিক[সম্পাদনা]
- ২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ২০২২ | ২ | ১ |
সর্বমোট | ২ | ১ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)। FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
- ↑ "Socceroos squad announced: FIFA World Cup Qatar 2022"। Football Australia। ৮ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- সকারওয়েতে জেসন কামিন্স (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জেসন কামিন্স (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জেসন কামিন্স (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জেসন কামিন্স (ইংরেজি)
![]() ![]() |
অস্ট্রেলীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |