২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুম
কোচমিজানুর রহমান বাবুল
অধিনায়কমাশরাফী বিন মোর্ত্তজা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল, যেটি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রতিদ্বন্দ্বিতা করে। দলটি ২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লীগে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতটি দলের মধ্যে একটি। দলটির অধিনায়ক মাশরাফি মুর্তজা

প্লেয়ার ড্রাফট[সম্পাদনা]

২০১৬ সালের বিপিএল ড্রাফট ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।[১] খসড়ার আগে, সাতটি ক্লাব ৩৮ জন বিদেশী খেলোয়াড়কে চুক্তিতে স্বাক্ষর করেছিল এবং প্রতিটি বিদ্যমান ফ্র্যাঞ্চাইজি ২০১৫ মৌসুম থেকে দুইজন স্বদেশী খেলোয়াড়কে ধরে রাখতে পেরেছিল।[২] ১৩৩ জন স্থানীয় এবং ১৬৮ জন বিদেশী খেলোয়াড় সহ মোট ৩০১ জন খেলোয়াড় ড্রাফটে অংশ নেয়। ড্রাফট থেকে ৮৫ জন খেলোয়াড়কে বাছাই করা হয়।[৩]

অবস্থান[সম্পাদনা]

দল
''ঢাকা ডায়নামাইটস (সি) ১২ ১৬ +০.৯১২
''খুলনা টাইটান্স (৩) ১২ ১৪ −০.২১৫
''চিটাগং ভাইকিংস (৪) ১২ ১২ +০.২৩৩
''রাজশাহী কিংস (R) ১২ ১২ +০.২০৮
''রংপুর রাইডার্স ১২ ১২ −০.১০৬
''কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২ ১০ −০.৩৪৫
বরিশাল বুলস ১২ −০.৬৮৮
সূত্র: Cricinfo.com, সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ৪ ডিসেম্বর ২০১৬

২০১৬-১৭[সম্পাদনা]

ড্রাফট[সম্পাদনা]

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ড্রাফটে প্রবেশ করে, যেখানে দলটি নয়জন দেশীয় এবং ছয়জন বিদেশী খেলোয়াড়কে বেছে নেয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মুর্তজাকে দ্বিতীয় আসরেও দলটির নেতৃত্বে রাখা হয়েছে। পূর্ববর্তী মৌসুমে সফল হলেও মোহাম্মদ সালাহউদ্দিনকে কোচ হিসেবে রাখা হয়নি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের আসরে প্রধান কোচ হিসেবে দেখা গিয়েছিল মিজানুর রহমান বাবুলকে[৪]

বর্তমান স্কোয়াড[সম্পাদনা]

২৫ অক্টোবর ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
নাম জাতীয়তা ব্যাটিংয়ের ধরণ বোলিংয়ের ধরণ চুক্তির বছর টীকা
ব্যাটার
ইমরুল কায়েস বাংলাদেশ বামহাতি ব্যাটার ২০১৬
নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বামহাতি ব্যাটার বামহাতি আউটব্রেক ২০১৬
খালিদ লতিফ পাকিস্তান ডানহাতি ব্যাটার ডানহাতি লেগ আউটব্রেক ২০১৬
আহমেদ শেহজাদ পাকিস্তান ডানহাতি ব্যাটার ডানহাতি লেগ আউটব্রেক ২০১৫ বিদেশী খেলোয়াড়
সৈকত আলী (ক্রিকেটার) বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬
রভম্যান পাওয়েল জ্যামাইকা ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬
মারলন স্যামুয়েলস জ্যামাইকা ডানহাতি ব্যাটার ডানহাতি অফব্রেক ২০১৫ বিদেশী খেলোয়াড়
অল-রাউন্ডার
সোহেল তানভীর পাকিস্তান বামহাতি ব্যাটার বামহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬ বিদেশী খেলোয়াড়
জেসন হোল্ডার বার্বাডোস ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬ বিদেশী খেলোয়াড়
নাহিদুল ইসলাম বাংলাদেশ বামহাতি ব্যাটার বামহাতি মিডিয়াম ২০১৬
আবদুল্লাহ আল মামুন (ক্রিকেটার) বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬
ইমাদ ওয়াসিম পাকিস্তান বামহাতি ব্যাটার বামহাতি স্লো অর্থডক্স ২০১৬ বিদেশী খেলোয়াড়
সুনীল নারাইন ত্রিনিদাদ ও টোবাগো বামহাতি ব্যাটার ডানহাতি অফব্রেক ২০১৫ বিদেশী খেলোয়াড়
রায়ান টেন ডেসকাট নেদারল্যান্ডস ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬ বিদেশী খেলোয়াড়
আসহার জাইদি ইংল্যান্ড বামহাতি ব্যাটার বামহাতি স্লো অর্থডক্স ২০১৫ বিদেশী খেলোয়াড়
উইকেটরক্ষক
লিটন দাস বাংলাদেশ ডানহাতি ব্যাটার অজানা, ওপেনার ২০১৫
জসীমউদ্দীন (ক্রিকেটার) বাংলাদেশ ডানহাতি ব্যাটার অজানা ২০১৬
বোলার
মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৫ অধিনায়ক
নুয়ান কুলাসেকারা শ্রীলঙ্কা ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৫ বিদেশী খেলোয়াড়
মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ বামহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬
শাহাদাত হোসেন (ক্রিকেটার) বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬
মোহাম্মদ শরীফ (ক্রিকেটার) বাংলাদেশ ডানহাতি ব্যাটার ডানহাতি মিডিয়াম ফাস্ট ২০১৬
রশীদ খান আফগানিস্তান ডানহাতি ব্যাটার ডানহাতি লেগব্রেক ২০১৬ বিদেশী খেলোয়াড়
নাবিল সামাদ বাংলাদেশ বামহাতি ব্যাটার বামহাতি স্লো অর্থডক্স ২০১৬

স্পনসর[সম্পাদনা]

কিট সময়কাল কিট প্রস্তুতকারক শার্ট স্পন্সর হাতা স্পনসর হেড গিয়ার স্পনসর
২০১৬ নাবিক হুয়াওয়ে ওয়ালটন গ্রুপ, এফবিএল, মিনিস্টার ইলেকট্রনিক্স, এস.আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লিস্কি, এভিআর বাংলাদেশ মেসার্স। জামান ট্রেডার্স নাবিক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Franchises shape up squad in BPL players' draft"Dhaka Tribune। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  2. "Big fish Gayle scooped up by Chittagong"Dhaka Tribune। ২৮ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  3. "Eighty-five players picked in BPL 2016–17 draft"। ESPNcricinfo। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬ 
  4. অনুশীলনে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সjagonews24.com। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৬