রংপুর রেঞ্জার্স

এই পাতাটি অর্ধ-সুরক্ষিত। শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরাই সম্পাদনা করতে পারবেন।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রংপুর রাইডার্স
রংপুর রাইডার্স.png
লিগবাংলাদেশ প্রিমিয়ার লীগ
কর্মীবৃন্দ
অধিনায়কনুরুল হাসান
কোচসোহেল ইসলাম
মালিকবসুন্ধরা গ্রুপ
দলের তথ্য
শহররংপুর, রংপুর বিভাগ, বাংলাদেশ
রংrider
প্রতিষ্ঠা২০১২ (রংপুর রাইডার্স) হিসাবে; ২০১৯ (রংপুর রেঞ্জার্স) হিসাবে;
স্বাগতিক ভেন্যুরংপুর রাইডার্স ক্রিকেট এরিনা
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়(৫ম)

টি২০আই কিট

রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল এ অংশগ্রহণকারী একটি ক্রিকেট দল, যেটি বাংলাদেশের রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রথম আসরে ৬ টি দল নিয়ে যাত্রা শুরু করে এবং ৭ম দল হিসেবে রংপুর রাইডার্স ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করে।[১] ৫ম আসরে, ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে রংপুর রেঞ্জার্স প্রথম বারের মত বিপিএলের শিরোপা লাভ করে।[২]

ইতিহাস

২০১২ সালের ডিসেম্বর মাসে আই স্পোর্টস ১.১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে দলটির ফ্রাঞ্চাইজি কিনে নেয়।[৩] ২০১৯-এ ১৬ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে দলের স্পন্সর হিসেবে ঘোষণা করে এবং এর নাম পরিবর্তন করে রংপুর রেঞ্জার্স রাখা হয়।  দলটিকে ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়া হয়েছিল ।

২০২১ সালের সেপ্টেম্বরে, বসুন্ধরা গ্রুপ মালিকানা অধিগ্রহণ করে এবং দলটির নাম পরিবর্তন করে রংপুর রাইডার্স রাখে।

মৌসুম ওভারভিউ

অভিষেক মৌসুম

মৌসুম ২

মৌসুম ৩

মৌসুম ৪

মৌসুম ৫

মৌসুম ৬

মৌসুম ৭

রেকর্ড

সাল বাংলাদেশ প্রিমিয়ার লীগ
২০১৩ লীগ পর্ব
২০১৫ প্লে-অফ
২০১৬ লীগ পর্ব
২০১৭ চ্যাম্পিয়ন
২০১৯ প্লে-অফ
২০১৯-২০ লীগ পর্ব
২০২২ অংশগ্রহণ করেনি

কিট নির্মাতা এবং স্পনসর

সাল পোশাক প্রস্তুতকারক শার্ট স্পন্সর (বুক) শার্ট স্পন্সর (পিঠ) বুকে প্রদর্শিত প্রতিষ্ঠান
২০১৫ লোটো বিবিএস ক্যাবলস লিমিটেড ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলা ক্যাশ
২০১৬ সোহানা স্পোর্টস বসুন্ধরা গ্রুপ আমীন মোহাম্মদ গ্রুপ অ্যাম্বার
২০১৭ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বসুন্ধরা টিস্যু রুপায়ন সিটি উত্তরা
২০১৯ বসুন্ধরা টিস্যু আমীন মোহাম্মদ গ্রুপ

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন চুক্তি স্বাক্ষরের বছর টীকা
ব্যাটসম্যান
২৩ মোহাম্মদ নাইম বাংলাদেশ (1999-08-22) ২২ আগস্ট ১৯৯৯ (বয়স ২৩) বাম-হাতি ২০১৯
২০ নাদিফ চৌধুরী বাংলাদেশ (1987-04-21) ২১ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৬) ডান-হাতি স্লো বাম-হাত অর্থোডক্স ২০১৮
৯৯ সাদমান ইসলাম বাংলাদেশ (1995-05-12) ১২ মে ১৯৯৫ (বয়স ২৮) বাম-হাতি স্লো বাম-হাত অর্থোডক্স ২০১৯
১২ ক্যামেরন ডেলপোর্ট দক্ষিণ আফ্রিকা (1989-05-12) ১২ মে ১৯৮৯ (বয়স ৩৪) বাম-হাতি ডান-হাতি মিডিয়াম ২০১৯ বিদেশী
২৮ টম অ্যাবেল ইংল্যান্ড (1994-03-05) ৫ মার্চ ১৯৯৪ (বয়স ২৯) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম ২০১৯ বিদেশী
অল-রাউন্ডার
১৯ ফজলে মাহমুদ বাংলাদেশ (1987-12-30) ৩০ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৫) বাম-হাতি স্লো বাম-হাত অর্থোডক্স ২০১৯
মোহাম্মদ নবী আফগানিস্তান (1985-01-01) ১ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৩৮) ডান-হাতি ডান-হাতি অফ ব্রেক ২০১৯ অধিনায়ক, বিদেশী
২৪ লুইস গ্রেগরি ইংল্যান্ড (1992-05-24) ২৪ মে ১৯৯২ (বয়স ৩০) ডান-হাতি ডান-হাতি ফাস্ট-মিডিয়াম ২০১৯ বিদেশী
শেন ওয়াটসন অস্ট্রেলিয়া (1981-06-17) ১৭ জুন ১৯৮১ (বয়স ৪১) ডান-হাতি ডান-হাতি ফাস্ট-মিডিয়াম ২০১৯ বিদেশী
২৫ আল-আমিন বাংলাদেশ (1993-10-05) ৫ অক্টোবর ১৯৯৩ (বয়স ২৯) ডান-হাতি ডান-হাতি অর্থোডক্স ২০১৯
উইকেট-রক্ষক
১৩ জহুরুল ইসলাম বাংলাদেশ (1986-12-12) ১২ ডিসেম্বর ১৯৮৬ (বয়স ৩৬) ডান-হাতি ২০১৯
১২ জাকির হাসান বাংলাদেশ (1998-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ২৫) বাম-হাতি ২০১৯
শাই হোপ বার্বাডোস (1993-11-10) ১০ নভেম্বর ১৯৯৩ (বয়স ২৯) ডান-হাতি ২০১৯ বিদেশী
৭৮ মোহাম্মাদ শেহজাদ আফগানিস্তান (1988-01-31) ৩১ জানুয়ারি ১৯৮৮ (বয়স ৩৫) ডান-হাতি ২০১৮ বিদেশী
বোলার
৯০ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ (1995-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৯৫ (বয়স ২৭) বাম-হাতি বাম-হাতি ফাস্ট-মিডিয়াম ২০১৯
আরাফাত সানি বাংলাদেশ (1986-09-29) ২৯ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩৬) বাম-হাতি স্লো বাম-হাত অর্থোডক্স ২০১৯
তাসকিন আহমেদ বাংলাদেশ (1995-04-03) ৩ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৮) ডান-হাতি ডান-হাতি ফাস্ট ২০১৯
৮৩ জুনায়েদ খান পাকিস্তান (1989-12-24) ২৪ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৩) ডান-হাতি বাম-হাতি ফাস্ট-মিডিয়াম ২০১৯ বিদেশী
৯৭ সঞ্জিত সাহা বাংলাদেশ (1997-11-04) ৪ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৫) ডান-হাতি ডান-হাতি অফ ব্রেক ২০১৯
৭৯ রিশাদ হোসেন বাংলাদেশ (2002-07-15) ১৫ জুলাই ২০০২ (বয়স ২০) ডান-হাতি লেগ-ব্রেক গুগলি ২০১৯
৮০ মুকিদুল ইসলাম বাংলাদেশ (2000-06-30) ৩০ জুন ২০০০ (বয়স ২২) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম-ফাস্ট ২০১৯


শিরোপা এবং সাফল্য

রংপুর রেঞ্জার্স বিপিএল-২০১৭ এর চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে পরাজিত করে। রংপুর প্রথমে ব্যাটিং করে ২০৬ রানের বিশাল রান গড়ে গেইলের ৬৯ বলে ১৪৬ রানের অনবদ্য সেঞ্চুরিতে। জবাবে ঢাকা ৯ উইকেটে ১৪৯ রান করে।

তথ্যসূত্র

  1. "Home - Bashundhara Group"www.bashundharagroup.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬ 
  2. Uddin, Mazhar (২০১৭-১২-১৩)। "Rangpur win maiden BPL title"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬ 
  3. "বিপিএলের সপ্তম দল রংপুরের মালিক আই স্পোর্টস"। ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১২ 

আরও দেখুন

বহিঃসংযোগ