বিষয়বস্তুতে চলুন

সৈয়দ তারেক হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৈয়দ তারেক হোসেন

ওএসপি, এডব্লিউসি, পিএসসি
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
কার্যকাল১৯৮৯–বর্তমান
পদমর্যাদা মেজর জেনারেল
সার্ভিস নম্বরবিএ - ৩৬৫৩
ইউনিটইস্ট বেঙ্গল রেজিমেন্ট
নেতৃত্বসমূহ
  • কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির,
  • ১৯ পদাতিক ডিভিশনের জিওসি,
  • কমান্ড্যান্ট, ৪৪ পদাতিক ব্রিগেডের,
  • কমান্ড্যান্ট, ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার
দাম্পত্য সঙ্গীবিলকিস বেগম সিমি

সৈয়দ তারেক হোসেন হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি বর্তমানে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (সেনাবাহিনী) ছিলেন। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।[১][২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

সৈয়দ তারেক হোসেন ২০২০ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে পরিদর্শন, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে দায়িত্ব পালন করেন শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে। তিনি প্রয়াশের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।[১][২][৩]

বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, ৪৪ এবং ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার, ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ সহ বিভিন্ন পর্যায়ে স্টাফ ও কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২][৩]

২৭ মার্চ ২০২১ তারিখে তিনি ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভারতীয় প্রবীণ সৈনিকদের আতিথ্য করেছিলেন।[১][২][৩]

তিনি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।[১][২][৩]

২০২৪ সালের মে মাসে তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন।[১][২][৩]

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন[সম্পাদনা]

তারেক অ্যাঙ্গোলা এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য স্বতন্ত্র সম্মানও পেয়েছিলেন।[১][২][৩]

পারিবারিক জীবন[সম্পাদনা]

সৈয়দ তারেক হোসেন ব্যক্তিগত জীবনে বিলকিস বেগম সিমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন"দৈনিক ইত্তেফাক। ১৯ মে ২০২৪। ৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪ 
  2. "কুয়েতে রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন"দৈনিক কালের কণ্ঠ। ১৮ মে ২০২৪। ৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪ 
  3. "কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন"আমাদেরসময়.কম। ১৭ মে ২০২৪। ৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪