বিষয়বস্তুতে চলুন

শ্রীপুর পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীপুর
পৌরসভা
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাশ্রীপুর উপজেলা
সরকার
 • মেয়রআনিছুর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৪৬.৯৭ বর্গকিমি (১৮.১৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,১৫,৭০০
 • জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

শ্রীপুর পৌরসভা বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।

অবস্থান

[সম্পাদনা]

শ্রীপুর পৌরসভা রাজধানী শহর ঢাকা থেকে ৬৫ কি: মি: এবং গাজীপুর জেলা শহর হতে ৩০ কি: মি: উত্তরে অবস্থিত। শ্রীপুর পৌর এলাকার উত্তরে তেলিহাটি ইউনিয়ন, উত্তর-পূর্বে বরমী ইউনিয়ন, দক্ষিণে রাজাবাড়ী ইউনিয়ন, পূর্বে গোসিংগা ইউনিয়ন এবং পশ্চিমে মাওনা ইউনিয়ন। শ্রীপুর পৌর এলাকার ৫নং ও ৮নং ওয়ার্ডের মধ্যদিয়ে অতিক্রম করেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ১,২ ও ৩নং ওয়ার্ডের মধ্য দিয়ে অতিক্রম করেছে ঢাকা-ময়মনসিংহ রেললাইন। শ্রীপুর পৌর এলাকার মাধ্য দিয়ে অতিক্রান্ত রেললাইনটি রাজধানী ঢাকাসহ গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জ হয়ে ভৈরব পর্যন্ত বিস্তৃত। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও অন্যান্য সংযোগ সড়কের মাধ্যমে শ্রীপুর পৌরসভা দেশের সকল জেলা ও উপজেলার সাথে সংযুক্ত হয়েছে। শ্রীপুর পৌর এলাকায় কোন নদী নেই এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকা হতে উঁচু ও বন্যামুক্ত। সরকার কর্তৃক শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে একটি ছোট্ট ভূমিহীন বসতি প্রতিষ্ঠিত হয়,বসতির নামকরণ করা হয় "বনরূপা (গুচ্ছগ্রাম)" বনরূপা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ-মাদ্রাসা রয়েছে,বনরূপা গ্রামের দক্ষিণে হেলিপেঠ মাঠ রয়েছে, দক্ষিণ ভাংনাহাটি গ্রাম ও শ্রীপুর মৌজার দক্ষিণ-পশ্চিমাংশে পৌরসভার সরকারি কবরস্থান অর্থাৎ পৌর কবরস্থান অবস্থিত। "বনরূপা (গুচ্ছগ্রামের)" পশ্চিমে ছৌক্কার খাল শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর-মাওনা সড়ক হতে শুরু হয়ে ২ নং ওয়ার্ডের পশ্চিম সীমানা দিয়ে অতিক্রম করে ৪নং ওয়ার্ডের উপর দিয়ে ৫ নং ওয়ার্ডে অবস্থিত গড়গড়িয়া খালের সাথে মিলিত হয়েছে, এবং কেওয়া বাইদের খাল ৪নং ওয়ার্ডের আনসার রোডে হতে শুরু হয়ে ৫ নং ওয়ার্ডে অবস্থিত গড়গড়িয়া খালের সাথে মিলিত হয়েছে। ৫নং ওয়ার্ডের গড়গড়িয়া খালের পানি ৭, ৮, ৯ নং ওয়ার্ডের পশ্চিম সীমানা বরাবর অতিক্রম করে লবলং খাল দিয়ে পৌর এলাকার বাইরে মনিপুর-আওলাতলি খাল হয়ে মীর্জাপুরের তুরাগ নদীতে পতিত হয়েছে। []
পৌরএলাকার পূর্ব দিকে শ্রীপুর-গোসিংগা রোডের উভয় পাশে বিশাল অরণ্য রয়েছে।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার- শ্রীপুর, উজিলাব, লোহাগাছ ও কেওয়াসহ মোট ৪টি মৌজার ৪৬.৯৭বর্গ কি:মি: এলাকা নিয়ে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত। পৌর এলাকার কেন্দ্রবিন্দুতে পৌরভবন, উপজেলা প্রসাশন অফিস, উপজেলা পরিষদ অফিস, শ্রীপুর ইউনিয়ন পরিষদ অফিস, শ্রীপুর থানা অবস্থিত। প্রশাসনিক অন্যান্য অফিসও স্থাপনাগুলো শ্রীপুর পৌরএলাকার অভ্যতরেই প্রতিষ্ঠিত। []
৯টি ওয়ার্ড সমন্বয়ে গঠিত পৌরএলাকা হলো- ০১নং ওয়ার্ড (শ্রীপুর উত্তর, বাগমারা উত্তর, উজিলাব পূর্ব); ০২নং ওয়ার্ড- (শ্রীপুর দক্ষিণ, ভাংনাহাটি -১, বাগমারা দক্ষিণ); ০৩নং ওয়ার্ড (লোহাগাছ, গুচ্ছগ্রাম বা বনরূপা); ০৪নং ওয়ার্ড (ভাংনাহাটি-২, ভাংনাহাটি-৩, চাপিলাপাড়া, বৈরাগিরচালা); ০৫নং ওয়ার্ড (কেওয়া পূর্ব খন্ডাংশ-১, গিলারচালা, বেতজুরী, মাধখলা); ০৬নং ওয়ার্ড (কেওয়া পূর্ব খন্ডাংশ-২, উজিলাব পশ্চিম); ০৭নং ওয়ার্ড (চন্নাপাড়া, দোখোলা, বেরাইদেরচালা); ০৮নং ওয়ার্ড (কেওয়া পশ্চিম খন্ড অংশ-১); ০৯নং ওয়ার্ড (কেওয়া পশ্চিম খন্ড অংশ -২, বহেরারচালা)। []

ইতিহাস

[সম্পাদনা]

গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার শ্রীপুর, উজিলাব, লোহাগাছ ও কেওয়াসহ মোট ৪টি মৌজার ৪৬.৯৭বর্গ কি:মি: এলাকা নিয়ে নভেম্বর ২০০০ সালে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। শুরুতে শ্রীপুর "গ" শ্রেণীর পৌরসভা থাকলেও মার্চ ১১, ২০০৭ইং তারিখে এটি "খ" শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়।

অন্যান্য তথ্য-উপাত্ত

[সম্পাদনা]
  • আয়তন : ৪৬.৯৭ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যা : ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ১,১৫,৭০০ জন (পুরুষ: ৫৭,৭৮০ জন ও মহিলা ৫৭,৯২০ জন) []
  • জনসংখ্যার ঘনত্ব : ২৪৬৩ জন ( প্রতি বর্গ কিলোমিটার)
  • রাস্তা বিষয়ক তথ্য : কাঁচা - ৮৫ কিলোমিটার, ডব্লিউবিএম - ০৩ কিলোমিটার, সিসি/আরসিসি- ০২ কিলোমিটার, সলিং- ৩০ কিলোমিটার, এইচ বি বি- ৩৬ কিলোমিটার, র্কার্পেটিং - ৪৩.৫৪ কিলোমিটার

উল্লেখযোগ্য সরকারি প্রতিষ্ঠান: শ্রীপুর থানা, মাওনা হাইওয়ে থানা, শ্রীপুর সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস স্টেশন।

  • স্বাস্ব্য বিষয়ক তথ্য : সরকারী হাসপাতাল - ০১টি, বেসরকারি ক্লিনিক- ০৭টি, বেসরকারি হাসপাতাল-০৪ টি, ইপিআই সেন্টার- ২৪টি। পৌরসভার ৮৯ শতাংশ মানুষ স্যানিটারী লেট্রিন ব্যবহার করে যার সংখ্যা ১৪,৯৩১টি, আর ১০ শতাংশ মানুষ সাধারণ লেট্রিন ব্যবহার করে যার সংখ্যা ১৭৪৪টি।
  • বিনোদন বিষয়ক তথ্য : সিনেমা হল/থিয়েটার-০১ টি, মোট খেলার মাঠ- ০৭ টি
  • ধমীয় অবকাঠামো বিষয়ক তথ্য : কবর স্থান- ০১টি, গীর্জা- ০৩টি, মন্দির- ০১টি, মসজিদ- ১৭০টি, ঈদগাহ মাঠ- ১৪টি
  • বস্তি বিষয়ক তথ্য : চন্নাপাড়া আশ্রয়ন প্রকল্প ৪.৫২ একর, বেলতলি পুকুরপাড় ৩.০০ একর, নারাইন্না পুকুরপাড় ৩.৭৩, বনরুপা গুচ্ছগ্রাম ০৬ একর, ওয়াদ্দাদিঘী ২৪ একর।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

শ্রীপুর পৌরসভায় বিভিন্ন প্রকারের ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তারমধ্যে কাওমি মাদ্রাসা ০৪টি, মাদ্রাসা ০৫টি, কলেজ ০৬টি, স্কুল এবং কলেজ ০৮ টি, উচ্চ-বিদ্যালয় ০৬টি, প্রাথমিক বিদ্যালয় ১৯টি। প্রাথমিক বিদ্যালয়ের ১৯টির মধ্যে সরকারী ১৪টি, বেসরকারী ৫টি।
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো-

  • শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ
  • পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ
  • মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • মাওনা জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় * কেওয়া তমির উদ্দিন আলীম মাদরাসা
  • শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
  • মিজানুর রহমান খান মহিলা কলেজ
  • অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমী এন্ড কলেজ
  • মাওনা মডেল কলেজ
  • মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এন্ড কলেজ
  • আবেদ আলী গার্লস হাই স্কুল
  • ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ
  • শহীদ সাহাব উদ্দিন শিশু কানন
  • বনরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। "শ্রীপুর পৌরসভা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ০৭, ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। "শ্রীপুর পৌরসভা সম্পর্কে"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ০৭, ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। "শ্রীপুর পৌরসভার ওয়ার্ডসমূহ"www.sreepurgazipur.gov.bd/। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৭ অক্টোবর ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। "শ্রীপুর পৌরসভার আদমশুমারী তথ্য"www.bangladesh.gov.bd। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ অক্টোবর ০৭, ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]