শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ | native_name = শ্রীপুর কলেজ | established = ১৯৬০ | city = শ্রীপুর, গাজীপুর |coordinates = ২৪°১১′৪৪″ উত্তর ৯০°২৯′০৬″ পূর্ব / ২৪.১৯৫৬৫৭° উত্তর ৯০.৪৮৪৯০২° পূর্ব | type = জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন | founder = জনাব কালু মণ্ডল | principal= নূরুন্নবী আকন্দ | academic_staff= প্রায় ১০০ জন শিক্ষক। | parent= জাতীয় বিশ্ববিদ্যালয় | website=www.sreepurcollege.com | logo= }} শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ বাংলাদেশের গাজীপুর জেলার সদর উপজেলায় স্থাপিত একটি বিশ্ববিদ্যালয় কলেজ।[১] শ্রীপুর উপজেলা সদর রেললাইন থেকে ২০০ গজ পূর্বদিকে কলেজটি অবস্থিত। এর পূর্বনাম শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ।
ইতিহাস[সম্পাদনা]
১৯৬৮ সালে শ্রীপুর গ্রামে এলাকার কালু মণ্ডল স্থাপন করেন শ্রীপুর ডিগ্রী কলেজ।[২] পরবর্তিতে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে সম্মান কোর্স চালু করা হয়। ২০০১ সালে কলেজটি গাজীপুর জেলায় প্রথম স্থান অধিকার করে। ২০১০ সালে শ্রীপুর ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর হয়। [৩] তৎকালীন স্থানীয় সংসদ সদস্য জনাব অ্যাড. রহমত আলীর প্রচেষ্টায় কলেজটিতে ৪টি বিষয়ে সম্মান কোর্স চালু করা হয়। বর্তমানে এখানে ১০টি বিষয়ে সম্মান কোর্স চালু আছে।[৪]
সুদীর্ঘ ৪৫ বছর পর ২০১৩ সালে কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর নামে শ্রীপুর কলেজের নামকরণ হয়েছে।[৫]
২০১৬ সালের এপ্রিল মাসে কলেজটি সরকারীকৃত হয়।[৬] বর্তমানে এখানে প্রায় ৯০ জন শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব নূরুন্নবী আকন্দ।
শিক্ষকমণ্ডলী[সম্পাদনা]
বর্তমানে এখানে মোট ১০ টি বিষয়ে সম্মান কোর্স চালু আছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://www.nubd.info/college/college.php?code=5507
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬।
- ↑ বাংলানিউজটোয়েন্টিফোর.কম (১৯ সেপ্টেম্বর ২০১৩)। "নতুন নাম মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ"। banglanews24.com।
- ↑ https://www.banglatribune.com/120701/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ বাংলানিউজটোয়েন্টিফোর.কম (১৯ সেপ্টেম্বর ২০১৩)। "নতুন নাম মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ"। বাংলানিউজ২৪ ডটকম। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- ↑ বাংলাট্রিবিউন ডটকম (১০ জুলাই ২০১৬)। "শ্রীপুর কলেজ সরকারিকরণের ঘোষণায় সর্বত্র উৎসবের আমেজ"। বাংলাট্রিবিউন ডটকম। সংগ্রহের তারিখ মে ০৯, ২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]