রত্নাপালং ইউনিয়ন

স্থানাঙ্ক: ২১°১৫′৫৫″ উত্তর ৯২°৭′৫″ পূর্ব / ২১.২৬৫২৮° উত্তর ৯২.১১৮০৬° পূর্ব / 21.26528; 92.11806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রত্না পালং ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
রত্নাপালং
ইউনিয়ন
২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদ
রত্নাপালং চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
রত্নাপালং
রত্নাপালং
রত্নাপালং বাংলাদেশ-এ অবস্থিত
রত্নাপালং
রত্নাপালং
বাংলাদেশে রত্নাপালং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°১৫′৫৫″ উত্তর ৯২°৭′৫″ পূর্ব / ২১.২৬৫২৮° উত্তর ৯২.১১৮০৬° পূর্ব / 21.26528; 92.11806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাউখিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯১৮
সরকার
 • চেয়ারম্যাননূরুল হুদা (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২১.১৮ বর্গকিমি (৮.১৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৯,৯৯৭
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রত্নাপালং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

রত্নাপালং ইউনিয়নের আয়তন ২১.১৮ বর্গ কিলোমিটার (৫২৩৩.৭ একর)।[১] এটি উখিয়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রত্নাপালং ইউনিয়নের লোকসংখ্যা ২২,৫২৪ জন। এর মধ্যে পুরুষ ১১,১৬৭ জন এবং মহিলা ১১,৩৫৭ জন।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

উখিয়া উপজেলার উত্তরাংশে রত্নাপালং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হলদিয়াপালং ইউনিয়ন, পশ্চিমে জালিয়াপালং ইউনিয়ন, দক্ষিণে রাজাপালং ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

রত্নাপালং ইউনিয়ন উখিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উখিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এটি রত্নাপালং মৌজায় বিভক্ত।[২]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড মধ্য রত্নাপালং, পূর্ব রত্নাপালং, ভালুকিয়া
২নং ওয়ার্ড ভালুকিয়া মাতব্বর পাড়া, সরদার পাড়া,
৩নং ওয়ার্ড ভালুকিয়া, থিমছড়ি, পূর্বকূল, তুলাতলী
৪নং ওয়ার্ড হারু ফকির পাড়া, আমতলি, ফৈজা বাপের পাড়া
৫নং ওয়ার্ড চাকবৈঠা, করইবনিয়া
৬নং ওয়ার্ড গয়ালমারা, কামারিয়ার বিল, জাফরপল্লান পাড়া
৭নং ওয়ার্ড রুহুল্লারডেবা
৮নং ওয়ার্ড টেকপাড়া
৯নং ওয়ার্ড কোটবাজার, পশ্চিম রত্নাপালং, সাদ্দিরকাটা

[২]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

রত্নাপালং ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করইবনিয়া পাহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কামারিয়ার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ রত্নাপালং মোজাহেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ভালুকিয়া তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রুহল্লারডেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়[৩]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

রত্নাপালং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

রত্নাপালং ইউনিয়নে ৫০টি মসজিদ ও ১০টি বিহার রয়েছে।[২]

খাল ও নদী[সম্পাদনা]

রত্নাপালং ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে রেজু খাল। এছাড়া রয়েছে চেইংচুরী খাল।[২]

হাট-বাজার[সম্পাদনা]

রত্নাপালং ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল কোটবাজার এবং ভালুকিয়া বাজার।[২]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

নাম পদবি নির্বাচিত এলাকা
নুরুল হুদা চেয়ারম্যান
মুক্তার আহম্মদ সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মাহবুবুল আলম সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
কামাল উদ্দিন সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
অলি আহমদ সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
নেজাম উদ্দিন দুলাল সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
সেলিম কায়সার সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
আনজুমান ইয়াছমিন চৌধুরি সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
পুতুল রাণী বড়ুয়া সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

চেয়ারম্যানদের মেয়াদকাল[সম্পাদনা]

ক্রমিক নং নাম সময়কাল গ্রাম
শমসের আলম চৌধুরি রত্নাপালং
মোহাম্মদ হাসেম চৌধুরি ভালুকিয়া পালং
আব্বাস উদ্দিন রুহুল্লারডেবা
নুরুল কবির চৌধুরি চাকবৈঠা
খাইরুল আলম ভালুকিয়া পালং
নুরুল হুদা কোট বাজার

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে রত্নাপালং"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ মে ১০২৪। 
  2. "এক নজরে উখিয়া - উখিয়া উপজেলা - উখিয়া উপজেলা"ukhiya.coxsbazar.gov.bd। ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭ 
  3. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41201&union=02[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

ব্যক্তিত্ব:[সম্পাদনা]

মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম, ব্যারিস্টার রফিক উদ্দিন, ডাঃ মুবিন, মাস্টার মাহমুদুল করিম (প্রকাশ: ঠান্ডা মিয়া), সেক্রেটারি ফরিদ আহমেদ, মাস্টার শামসুল আলম প্রমুখ