মিনার মনসুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনার মনসুর
জন্ম(১৯৬০-০৭-২০)২০ জুলাই ১৯৬০
মাতৃশিক্ষায়তনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশাকবি, প্রাবন্ধিক ও গবেষক
পুরস্কারএকুশে পদক (২০২৪)[১]

মিনার মনসুর (জন্ম ২০ জুলাই, ১৯৬০) কবি, প্রাবন্ধিক ও গবেষক। বর্তমানে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[২] সত্তরের দ্বিতীয়ার্ধে লেখালেখির শুরু করা মিনার মনসুর সম্পাদক, প্রকাশক ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পঁচাত্তর-পরবর্তীকালে।[৩] বিপুল জনপ্রিয়তার গুণে তিনি চাকসুর বার্ষিকী সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রতিবাদে তাঁর সম্পাদনায় প্রকাশিত প্রথম সংকলন-গ্রন্থ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (১৯৭৯; বাংলা একাডেমি, ২০২০)। সে-সময় ‘এপিটাফ’ সম্পাদক হিসেবে চিহ্নিত হয়ে আছে তাঁর স্পর্ধিত তারুণ্য। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩) সামরিক সরকারের গাত্রদাহের কারণে নিষিদ্ধ হয়।[৪] তিনি জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলা একাডেমির জীবন সদস্য এবং এশিয়াটিক সোসাইটির সদস্য।[৫] তার স্ত্রী তাহমিন আরা এবং সন্তান আলোকিতা তাহমিন মনসুর (কন্যা) ও অদম্য স্বাপ্নিক মনসুর (পুত্র)। [৬] ২০২৪ সালে তিনি ভাষা ও সাহিত্য বিভাগে একুশে পদক লাভ করেন।[১]

জন্ম, শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]

মিনার মনসুর ১৯৬০ সালের ২০ জুলাই চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৮৩) ও স্নাতকোত্তর (১৯৮৪) পাশ করেন। উভয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্যে শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি পুরস্কার পান।[৭] ২০১৯ সালের ৬ মে দুই বছরের জন্য এবং ২০২১ সালের ১২ জুলাই পুনরায় তিন বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পান।[৮] এর আগে তিনি দৈনিক 'সংবাদ' এর সহকারী সম্পাদক এবং পরে প্রধান ও সহকারী সম্পাদক হিসেবে 'দৈনিক ইত্তেফাক' এ কর্মরত ছিলেন।[৯]

সাহিত্য ভাবনা[সম্পাদনা]

মিনার মনসুর মূলত কবি। তবে গদ্যেও দ্যুতিময় তার কলম।[১০] তার কবিতায় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি দেশপ্রেম, দ্রোহ একইসঙ্গে চিত্রায়িত হয়েছে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি, মিথ, ঐতিহ্য লুকিয়ে আছে তাঁর কবিতার পরতে-পরতে। তিনি গ্লোবাল ভিলেজ ধারণায় বিশ্বাসী। তবে ‘গ্লোবালাইজেশন অব পয়েট্রি’র বদলে রচনা করেছেন বাংলাদেশের কবিতা। তাই কবিতায় দুশ্চিন্তা, ভয়, দুঃস্বপ্নের পরিমণ্ডলকে প্রাধান্য দিয়ে চারপাশের মানুষের করুণ অবস্থা তুলে ধরেন তিনি। তুলে ধরেন রাষ্ট্রের যুক্তিহীন আচরণ আর অমানবিকতার স্থির প্রতিচিত্রও।[১১]

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

কাব্যগ্রন্থ[সম্পাদনা]
  • জলের অতিথি (১৯৯৪, দ্বিতীয় সংস্করণ ২০২৩)
  • কবিতাসংগ্রহ (২০০১)
  • মা এখন থেমে যাওয়া নদী (২০১২, দ্বিতীয় সংস্করণ ২০২১)
  • মিনার মনসুরের দ্রোহের কবিতা (২০১৩)
  • মিনার মনসুরের প্রেমের কবিতা (২০১৩)
  • নির্বাচিত কবিতা (২০১৬, চতুর্থ সংস্করণ ২০২৩)
  • আমার আজব ঘোড়া (২০১৯)
  • নির্বাচিত ১০০ কবিতা (২০২০)[১২]
  • পা পা করে তোমার দিকেই যাচ্ছি (কলকাতা, ২০১৬)[১৩]
  • ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম (২০২৩)
  • এই অবরুদ্ধ মানচিত্রে (১৯৮৩, বাজেয়াপ্ত)[১৪];
  • অনন্তের দিনরাত্রি (১৯৮৬)
  • অবিনশ্বর মানুষ (১৯৮৯)
  • আমার আকাশ (১৯৯১)
গল্প গ্রন্থ[সম্পাদনা]
  • অতল জলের টানে (২০১৭)[১৫]
ছড়ার বই[সম্পাদনা]
  • হেলাফেলার ছড়া (১৯৮৯)
  • চিরকালের নেতা (২০২০)[১৬]
গবেষণা গ্রন্থ[সম্পাদনা]
  • হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর (বাংলা একাডেমি, ১৯৯৯, দ্বিতীয় মুদ্রণ ২০২১)
  • ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম (বাংলা একাডেমি, ২০১২)[১৭]
প্রবন্ধ গ্রন্থ[সম্পাদনা]
  • কবি ও কবিতার সংগ্রাম (২০১৩)
  • আমার পিতা নয় পিতার অধিক (২০১৯)
  • মুক্তিযুদ্ধের চেতনার শত্রুমিত্র (২০১৯)
  • বঙ্গবন্ধু কেন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন (২০২১)
  • কী বার্তা বয়ে আনে ষাটোর্ধ্ব একুশ (২০২১)
  • কালান্তরে কবির মুখ ও মুখোশ (২০২১)[১৮]>
জীবনীগ্রন্থ[সম্পাদনা]
  • ধীরেন্দ্রনাথ দত্ত (বাংলা একাডেমি, ১৯৯৬)
কিশোর গল্পগ্রন্থ[সম্পাদনা]
  • জলপাইরঙের একটি হেলমেট আর এক জোড়া বুট (২০১৮)[১৯]
কিশোর ইতিহাসগ্রন্থ[সম্পাদনা]
  • অনন্য এক পিতাপুত্রীর গল্প (২০২১)
  • অ্যান এক্সট্রাওর্ডিনারি ফাদার-ডটার স্টোরি (২০২২)[২০]
সম্পাদিত গ্রন্থ[সম্পাদনা]
  • শেখ মুজিব একটি লাল গোলাপ (প্রথম প্রকাশ: ১৯৭৯)
  • শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা (১৯৯৫, যৌথ)
  • মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা (২০০৮, দ্বিতীয় সংস্করণ ২০২০);
  • বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা (২০১০, দ্বিতীয় সংস্করণ ২০২১ )
  • সিকদার আমিনুল হক রচনাসমগ্র (২০১৫)
  • বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব: স্বপ্ন ও স্বরূপ (২০২৩)[২১]
  • তারুণ্যের চোখে বঙ্গবন্ধু (২০২০)[২২]
  • শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ (১৯৯৪, যৌথ)

পুরস্কার[সম্পাদনা]

  • একুশে পদক (২০২৪),[২৩]
  • শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদক (২০১৭),[২৪]
  • এসবিএসপি সাহিত্য পুরস্কার, বিশেষ সম্মাননা (২০২২)[২৫]
  • শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি পুরস্কার।[২৬]
  • একুশে পদক (২০২৪)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একুশে পদক প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রাপ্ত সুধীজনদের তালিকা" (পিডিএফ)www.moca.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  2. "জাতীয় গ্রন্থকেন্দ্র"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  3. "দ্বিতীয় মেয়াদে গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  4. "কবি মিনার মনসুরের ৬০তম জন্মদিন আজ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  5. "জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে যোগদান করেছেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  6. "অবশেষে স্বীকৃতি পেলেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  7. "মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  8. "আরও তিন বছরের জন্য পরিচালক মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  9. "জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে যোগদান করেছেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  10. "মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  11. "মিনার মনসুরের কবিতা: প্রেমে দ্রোহে মৌনব্রতে ॥ শামস আরেফিন"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  12. "মিনার মনসুর এর বই সমূহ" 
  13. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  14. "কবি মিনার মনসুরের ৬২তম জন্মদিন আজ" 
  15. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  16. "মিনার মনসুর এর বই সমূহ" 
  17. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  18. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  19. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  20. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  21. "মিনার মনসুর এর বই সমূহ" 
  22. "মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  23. "ভাষা সাহিত্যে একুশে পদক পাচ্ছেন পটিয়ার মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  24. "জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে যোগদান করেছেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  25. "এসবিএসপি'র পুরস্কার পাচ্ছেন ৮ কবি ও লেখক"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  26. "মিনার মনসুর"