বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:তুরস্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রবেশদ্বার:Turkey থেকে পুনর্নির্দেশিত)
সকালে ইস্তাম্বুল

ম্যারহাবা! তুরস্ক প্রবেশদ্বারে স্বাগতম

Flag of Turkey
Flag of Turkey
Location of Ukraine on the map of Asia

তুরস্ক (/ˈtɜːrki/ (শুনুন); তুর্কি: Türkiye), সরকারী নাম প্রজাতন্ত্রী তুরস্ক (Turkish: Türkiye Cumhuriyeti বা ত্যুর্কিয়ে জুম্‌হুরিয়েতি), পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে, পর্বতময় আনাতোলিয়া (তুর্কি: Antalya আন্তালিয়া) বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকী অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু টিলাপাহাড় নিয়ে গঠিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুল অবস্থিত। সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জলপথ এশীয় ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে --- মার্মারা সাগর, এবং বসফরাস প্রণালীদার্দানেল প্রণালী। এই তিনটি জলপথ একত্রে কৃষ্ণ সাগর থেকে এজীয় সাগরে যাবার একমাত্র পথ তৈরি করেছে।

তুরস্ক মোটামুটি চতুর্ভুজাকৃতির। এর পশ্চিমে এজীয় সাগর ও গ্রিস; উত্তর-পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্বশাসিত আজারবাইজানি প্রজাতন্ত্র নাখচিভান; পূর্বে ইরান; দক্ষিণে ইরাক, সিরিয়াভূমধ্যসাগর। তুরস্কের রয়েছে বিস্তৃত উপকূল, যা দেশটির সীমান্তের তিন-চতুর্থাংশ গঠন করেছে।

তুরস্কের ভূমিরূপ বিচিত্র। দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিমে আছে উর্বর সমভূমি। পশ্চিমে আছে উঁচু, অনুর্বর মালভূমি। পূর্বে আছে সুউচ্চ পর্বতমালা। দেশের অভ্যন্তরের জলবায়ু চরমভাবাপন্ন হলেও ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু।

ইউরোপ সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তনে বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে। গোটা মানবসভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে। নানা বিচিত্র প্রভাবের থেকে তুরস্কের একটি নিজস্ব পরিচয়ের সৃষ্টি হয়েছে এবং এই সমৃদ্ধ সংস্কৃতির প্রভাব পড়েছে এখানকার স্থাপত্য, চারুকলা, সঙ্গীত ও সাহিত্যে। গ্রামীণ অঞ্চলে এখনও অনেক অতীত ঐতিহ্য ও রীতিনীতি ধরে রাখা হয়েছে। তবে তুরস্ক বর্তমানে একটি আধুনিক, গণতান্ত্রিক রাষ্ট্র। এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা।

বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষিপ্রধান একটি দেশ। বর্তমানে কৃষিখামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রমশক্তির ৩৪% এই কাজে নিয়োজিত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কে শিল্পসেবাখাতের ব্যাপক প্রসার ঘটেছে, বিশেষত অর্থসংস্থান, পরিবহন, এবং পেশাদারী ও সরকারী সেবায়। অন্যদিকে কৃষির ভূমিকা হ্রাস পেয়েছে। টেক্সটাইল ও বস্ত্র শিল্প দেশের রপ্তানির প্রধান উৎস।

অর্থনৈতিক রূপান্তরের সাথে সাথে নগরায়নের হারও অনেক বেড়েছে। বর্তমানে তুরস্কের ৭৫% জনগণ শহরে বাস করে। ১৯৫০ সালেও মাত্র ২১% শহরে বাস করত। জনসংখ্যার ৯০% তুরস্কের এশীয় অংশে বাস করে। বাকী ১০% ইউরোপীয় অংশে বাস করে।

তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল। প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে। ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে হিটাইটদের বাস ছিল। তাদের সময়েই এখানে প্রথম বড় শহর গড়ে ওঠে। এরপর এখানে ফ্রিজীয়, গ্রিক, পারসিক, রোমান এবং আরবদের আগমন ঘটে। মধ্য এশিয়ার যাযাবর তুর্কি জাতির লোকেরা ১১শ শতকে দেশটি দখল করে এবং এখানে সেলজুক রাজবংশের পত্তন করে। তাদের শাসনের মাধ্যমেই এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায়। ১৩শ শতকে মোঙ্গলদের আক্রমণে সেলজুক রাজবংশের পতন ঘটে। ১৩ শতকের শেষ দিকে এখানে উসমানীয় সাম্রাজ্যের পত্তন হয়। এরা পরবর্তী ৬০০ বছর তুরস্ক শাসন করে এবং আনাতোলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটির পতন ঘটে।

১৯২৩ সালে উসমানীয় সাম্রাজ্যের তুর্কিভাষী এলাকা আনাতোলিয়া ও পূর্ব থ্রাস নিয়ে মুস্তাফা কেমাল (পরবর্তীতে কেমাল আতাতুর্ক)-এর নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। ১৯৩৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত আতাতুর্ক তুরস্কের রাষ্ট্রপতি ছিলেন। তিনি একটি শক্তিশালী, আধুনিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে তুরস্কের পরিচয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার সরকারের মূলনীতিগুলি কেমালবাদ নামে পরিচিত এবং এগুলি পরবর্তী সমস্ত তুরস্ক সরকারের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করেছে। আতাতুর্কের একটি বিতর্কিত মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা। কেমালের কট্টর অনুসারীরা মনে করেন ব্যক্তিগত জীবনের বাইরে ধর্মের স্থান নেই এবং রাজনৈতিক দলগুলির ধর্মীয় ইস্যু এড়িয়ে চলা উচিত।

১৯৫০-এর দশক থেকে রাজনীতিতে ধর্মের ভূমিকা তুরস্কের একটি বিতর্কিত ইস্যু। তুরস্কের সামরিক বাহিনী নিজেদেরকে কেমালবাদের রক্ষী বলে মনে করে এবং তারা ১৯৬০, ১৯৭১, ১৯৮০ এবং ১৯৯৭ সালে মোট চারবার তুরস্কের রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার স্বার্থে হস্তক্ষেপ করেছে।


আন্তাক্য (Antakya) (তুর্কি উচ্চারণ: [ɑnˈtɑkjɑ]; স্থানীয় তুর্কি: Anteke) হলো তুরস্কের হাতায় প্রদেশের একটি পৌরসভা এবং জেলার রাজধানী। আনতিয়োচিয়া (প্রাচীন গ্রিক : Ἀντιόχεια; আর্মেনিয়ান:  Անտիոք; লাতিন ভাষায়: Antiochia) নামটির আধুনিক রূপ হলো  Antakya। এর আয়তন ৭০৩ বর্গকিলোমিটার এবং ২০২২ সালের জনসংখ্যা ৩৯৯,০৪৫। এটি তুরস্কের সর্ব-দক্ষিণে অবস্থিত প্রদেশ হাতায়- এর রাজধানী। Antakya শহরটি লেভানটাইন সাগর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে, অরন্টেস নদীর উর্বর উপত্যকায় অবস্থিত।

বর্তমান শহরটি আংশিকভাবে প্রাচীন আনতিয়োচিয়ার (প্রাচীন গ্রিক : Ἀντιόχεια, Antiókheia, "অরন্টেসের আনতিয়চিয়া" নামেও পরিচিত) অবস্থানে গড়ে উঠেছে, যেটি সেলুসিড সাম্রাজ্য কর্তৃক চতুর্থ শতাব্দীতে খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে আনতিয়োচিয়া রোমান সাম্রাজ্যের বৃহত্তম শহরগুলির একটিতে পরিণত হয়, এবং সিরিয়া ও কোয়েল-সিরিয়া প্রদেশের রাজধানী হিসেবে নিযুক্ত হয়। আনতিয়োচিয়া প্রাথমিক খ্রিস্টধর্মের একটি প্রভাবশালী কেন্দ্র ছিল।  নতুন নিয়ম বা বাইবেলে উল্লেখ আছে "খ্রিস্টান" নামটি প্রথম আনতিয়োচিয়াতেই আত্মপ্রকাশ করেছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনামলে শহরটি খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় মর্যাদা লাভ করে। সপ্তম শতকে উমর ইবনুল খাত্তাব কর্তৃক দখলের পর, মধ্যযুগীয় Antakiyah (আরবি: أنطاكية, ʾAnṭākiya) বেশ কয়েকবার জয় বা পুনর্বিজিত হয় : ৯৬৯ সালে বাইজান্টাইনরা, ১০৮৪ সালে সেলজুকরা, ১০৯৮ সালে ক্রুসেডাররা, ১২৬৮ সালে মামলুকরা এবং শেষ পর্যন্ত ১৫১৭ সালে উসমানীয়রা এটি দখল করে এবং আলেপ্পো আইয়ালেটের সাথে (পরে আলেপ্পো ভিলায়েত) অন্তর্ভুক্ত করে। ফরাসি ম্যান্ডেটের অধীনে শহরটি হাতায় রাষ্ট্রে যোগদান করে এবং পরে তুরস্ক প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়। (সম্পূর্ণ নিবন্ধ...)

বাছাইকৃত নিবন্ধের তালিকা

সাধারণ চিত্র

নিম্নোক্ত ছবিগুলো গলো উইকিপিডিয়ার তুরস্ক সম্পর্কিত বিভিন্ন নিবন্ধগুলোর চিত্র।

আপনি জানেন কি

উল্লিখিত তথ্যগুলি উইকিপিডিয়া:আপনি জানেন কি প্রকল্পের অংশ হিসেবে প্রধান পাতায় প্রদর্শিত হয়েছে।

২০১২ সালে আনাতকবিরের সম্মুখভাগ
২০১২ সালে আনাতকবিরের সম্মুখভাগ

বাছাইকৃত চিত্র

বাছাইকৃত জীবনী - আরেকটি দেখান

২০২২ সালে এরদোয়ান

রেজেপ তাইয়িপ এরদোয়ান (তুর্কি: Recep Tayyip Erdoğan; আ-ধ্ব-ব: [ɾeˈd͡ʒep tajˈjip ˈæɾdo.an]; জন্ম: ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৪) হলেন তুরস্কের ১২তম রাষ্ট্রপতি যিনি ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে তিনি একে পার্টি (জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টি বা একেপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই দলটি জনসমর্থনের মাধ্যমে এক নম্বর অবস্থানে চলে আসে। দলটি ১৯৮৪ সালের পর প্রথমবার তুরস্কের ইতিহাসে একদলীয় দল হিসেবে এবং পরপর ৪ বার (২০০২, ২০০৭, ২০১১,২০১৪) সাংসদীয় নির্বাচনে বিজয়ী হয়। রাষ্ট্রপতি হবার পূর্ব পর্যন্ত তিনি ক্ষমতাসীন এই দলের সভাপতি ও প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পুর্বেও ২০০৩ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত তুরষ্কের প্রধানমন্ত্রী হিসেবে এবং তার পূর্বে ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক প্রবেশাধিকারের চুক্তি, বিগত দশবছর ধরে চলাকালীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তুর্কি লিরার (তুর্কি মুদ্রা) মুল্য পুনর্নিধারণ, সুদের হার কমানো,অতীতে উসমানীয় শাসনাধীন দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও বিশ্বমহলে নেতৃস্থানীয় ও সৌহার্দ্যপুর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাপ্রাপ্তিকে মুল লক্ষ্য রেখে বৈদেশিক নীতি গ্রহণ (নব্য-উসমানবাদ), বিরোধী বিক্ষোভকারীদের সফলভাবে নিয়ন্ত্রণ, প্রভৃতি কারণে বিশ্বমহলে তিনি ব্যাপকভাবে আলোচিত। (সম্পূর্ণ নিবন্ধ...)

বাছাইকৃত ভিডিও - আরেকটি দেখান

"প্রবেশদ্বার:তুরস্ক/বাছাইকৃত ভিডিও/৪" নামক কোন পাতার অস্তিত্ব নেই।

বাছাইকৃত উক্তি - আরেকটি দেখান

"প্রবেশদ্বার:তুরস্ক/উক্তি/আর্কাইভ/১" নামক কোন পাতার অস্তিত্ব নেই।

স্বীকৃত বিষয়বস্তু

মোল্লা নাসিরুদ্দিন, প্রথম সুলাইমান, তুরস্ক, তুর্কি ভাষা, আল্প আরসালান, বাইজেন্টাইন সাম্রাজ্য, রোক্সেলানা, রেজেপ তাইয়িপ এরদোয়ান, তুর্কীয় জাতিসমূহ, তুরস্কের স্বাধীনতা যুদ্ধ, গ্যালিপলির যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক, সাইদ নুরসি, নাজিমউদ্দিন এরবাকান, প্রথম মুহাম্মদ (উসমানীয় সুলতান), কনস্টান্টিনোপল বিজয়, মুহতেশেম ইউযিউয়েল, ফেতিহ ১৪৫৩, ফাতিহ আকিন, মেসুত ওজিল, আরদা তুরান, উসমানীয়-ওয়াহাবি যুদ্ধ, আদনান ওকতার, ফেতুল্লাহ গুলেন

প্রদেশ

বিষয়বস্তু

বিষয়শ্রেণী

Category puzzle
Category puzzle
বিষয়শ্রেণী দেখতে [►] বাছাই করুন

সম্পর্কিত প্রবেশদ্বার

উইকিমিডিয়া


উইকিসংবাদে তুরস্ক
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে তুরস্ক
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে তুরস্ক
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে তুরস্ক
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে তুরস্ক
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে তুরস্ক
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে তুরস্ক
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে তুরস্ক
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে তুরস্ক
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

প্রবেশদ্বার

সার্ভার ক্যাশ শোধন