বিষয়বস্তুতে চলুন

তুরস্কের সংস্কৃতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তুরস্কের সংস্কৃতি ব্যাপক বৈচিত্র্যময় ও অনেকগুলো অসমগোত্রীয় উপাদানের মিশ্রণে এই সংস্কৃতির বিকাশ ঘটেছে। পূর্ব-ভূমধ্যসাগরীয়, পশ্চিম এশিয়ান, মধ্য-এশিয়ান অঞ্চল ও কিছুটা পূর্ব-ইউরোপ ও ককেশীয় ঐতিহ্যের সমন্বয়ে বিকাশলাভ করেছে এই সংস্কৃতি। এদের অনেকগুলোই এসেছিল ওসমানীয় খেলাফতের সময়কালীন, যা ছিল একটি বহু-সাংস্কৃতিক ও নানাধর্মের মিশ্রণের সংস্কৃতি।

তুর্কি প্রজাতন্ত্র গঠনের প্রারম্ভে তুরস্কের সরকার ব্যাপকভাবে বিনিয়োগ করেছিল শিল্পকলাতে, বিশেষ করে চিত্রকলা, ভাস্কর্য তৈরি ও স্থাপত্যবিদ্যায়। আর এসব করা হয়েছিল আধুনিকীকরণ ও একটি সাংস্কৃতিক নিজস্বতা তৈরির প্রক্রিয়া হিসেবে। নানারকম ঐতিহাসিক ঘটনাপুঞ্জি যা তুরস্কের আইডেন্টিটি বা স্বকীয়তা তৈরিতে ভূমিকা রেখেছিল। একইভাবে তুরস্কের সংস্কৃতি আধুনিকীকরণ ও পাশ্চ্যত্যকরণে বিভিন্নমাত্রায় মিশেল ঘটেছে উনিশ শতক থেকেই যা পাশাপাশা চলেছে ঐতিহ্যগতভাবে নিজেদের সংস্কৃতিকে ও ঐতিহাসিক মূল্যবোধকে ধারণ করে।

পশ্চিমা ধরনের মাথার টুপি পরিহিত যা আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক।
ক্যাবিনেট সদস্য বায়ার সাদা টাই ও ক্যাপ পরিহিত। সর্বডানে তুরস্কের দ্বিতীয় রাষ্ট্রপতি ইসমত ইনুনো।

তথ্যসূত্র

[সম্পাদনা]