নজরুল ইসলাম বাবু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নজরুল ইসলাম বাবু (গীতিকার) থেকে পুনর্নির্দেশিত)
নজরুল ইসলাম বাবু
জন্ম(১৯৪৯-০৭-১৭)১৭ জুলাই ১৯৪৯
মৃত্যু১৪ সেপ্টেম্বর ১৯৯০(1990-09-14) (বয়স ৪১)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাগীতিকার
দাম্পত্য সঙ্গীশাহীন আক্তার
সন্তাননাজিয়া (কন্যা)
নাফিয়া (কন্যা)
পুরস্কার

নজরুল ইসলাম বাবু (১৭ জুলাই ১৯৪৯ - ১৪ সেপ্টেম্বর ১৯৯০) বাংলাদেশের একজন গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা। "সব কটা জানালা খুলে দাও না", "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার" গানের গীতিকার তিনি। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নজরুল ইসলাম বাবু ১৯৪৯ সালের ১৭ জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিকভিটা একই উপজেলার হেমড়াবাড়ি গ্রামে। তার পিতা বজলুল কাদের এবং মাতা রেজিয়া বেগম। পিতা বজলুল কাদেরের সঙ্গীতানুরাগ ছোটবেলা থেকেই বড় সন্তান নজরুল ইসলাম বাবুকে প্রভাবিত করে। ১৯৮৪ সালের ২৩ নভেম্বর তিনি শাহীন আক্তারকে বিয়ে করেন। তাদের দু’টি কন্যা নাজিয়া ও নাফিয়া।[১] ১৯৭১ সালে তিনি দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হলে তিনি আবার লেখাপড়া, সাহিত্য ও সংগীত চর্চা শুরু করেন। ১৯৭৩ সালে আশেক মাহমুদ কলেজ থেকে বিএসসি ডিগ্রী লাভ করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৭৩ সালে তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে গীতিকার হিসাবে তালিকাভুক্ত হন। এরপর একে একে লিখতে থাকেন দারুণ সব গান, যার মধ্যে ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার" অন্যতম। "সবকটা জানালা খোলে দাওনা" গানটি তৎকালীন সময়ে বাংলাদেশ টেলিভিশন এর খবর এবং বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠানের সূচনা সঙ্গীতে ব্যবহৃত হত। পরবর্তীতে এই গানটি পরিচালক কাজী হায়াৎ ১৯৯২ সালে সিপাহী ছবির টাইটেলেও ব্যবহার করেছিলেন। এই গানটি ছাড়াও নজরুল ইসলাম বাবু’র লিখা দেশাত্মবোধক গানগুলোও আজও বিভিন্ন জাতীয় দিবসে গাওয়া হয়। কণ্ঠশিল্পী দিলরুবা খানের কণ্ঠে ‘দুই ভুবনের দুই বাসিন্দা’ গানটিও নজরুল ইসলাম বাবুর লিখা। তিনি বাংলাদেশ গীতিকবি সংসদের প্রথম কার্যনির্বাহী পরিষদ (১৯৭৮-৭৯) এর সাংগঠনিক সম্পাদক ছিলেন।[২]

১৯৭৮ সালে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে তিনি প্রথম চলচ্চিত্রে গান লিখতে শুরু করেন। তিনি দুই পয়সার আলতা (১৯৮২), মহানায়ক (১৯৮৫), শুভদা (১৯৮৬), প্রতিরোধ, উসিলা, পদ্মা মেঘনা যমুনা (১৯৯০), প্রেমের প্রতিদান চলচ্চিত্রের গানের কথা লিখেছেন। বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সুবীর নন্দী, এন্ড্রু কিশোরের পাশাপাশি ভারতের কুমার শানু, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লার মতো উপমহাদেশের জনপ্রিয় ও কিংবদন্তিতুল্য শিল্পীরাও তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।[২]

উল্লেখযোগ্য গান।[সম্পাদনা]

নজরুল ইসলাম বাবুর গানের সংখ্যা ১১৩টি, এর মধ্যে ৫২টি আধুনিক গান ও ৯টি ধর্মীয় গান রয়েছে।[৩] তার উল্লেখযোগ্য গীতি সমূহ হলোঃ-

  • সব কটা জানালা খুলে দাও না
  • একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
  • আমায় গেঁথে দাওনা মাগো
  • দুই ভুবনের দুই বাসিন্দা
  • কথা বলবো না, বলেছি
  • পৃথিবীতে প্রেম বলে কিছু নেই/হাজার মনের কাছে
  • কাঠ পুড়লে কয়লা হয়
  • ডাকে পাখী খোলো আঁখি
  • এই অন্তরে তুমি ছাড়া নেই কারো
  • আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা
  • .তোমার হয়ে গেছি আমি
  • কাল সারারাত ছিলো স্বপ্নের রাত
  • কত যে তোমাকে বেসেছি ভাল

মৃত্যু[সম্পাদনা]

নজরুল ইসলাম বাবু ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।[৩]

সম্মাননা ও স্মারক[সম্পাদনা]

নজরুল ইসলাম বাবু ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে প্রকাশিত হয় তাকে নিয়ে সংকলিত স্মারক গ্রন্থ নজরুল ইসলাম বাবু স্মারকগ্রন্থ। গ্রন্থটি সংকলন করেছেন আরেক গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। তাকে সহায়তা করেছেন বাবুর স্ত্রী শাহীন আক্তার, ওবায়দুর বেলাল এবং শাফাত খৈয়ম। সংকলনটিতে তাকে নিয়ে বিশ জনের স্মৃতিচারণ এবং মূল্যায়ন রয়েছে। এছাড়া বাবুর দুর্লভ কিছু আলোকচিত্র এবং পঞ্চাশটি জনপ্রিয় গান যুক্ত করা হয়েছে।[৪] ২০২২ সালে নজরুল ইসলাম বাবুকে সংগীত বিভাগে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দুলাল, সাইফুল্লাহ মাহমুদ (১৭ জুলাই ২০১৬)। "মুক্তিযোদ্ধা ও গীতিকার নজরুল ইসলাম বাবু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭ 
  2. "গীতিকবি নজরুল ইসলাম বাবুকে নিয়ে স্মারকগ্রন্থ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭ 
  3. "জন্মদিনে গীতিকার নজরুল ইসলাম বাবু'র আত্মার শান্তি কামনায়"gonews24। ২০১৮-০৭-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  4. "প্রকাশ পেলো নজরুল ইসলাম বাবু স্মারকগ্রন্থ"দৈনিক ইত্তেফাক। ২৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭ 
  5. প্রতিবেদক, বিনোদন। "অবশেষে রাষ্ট্রীয় মূল্যায়ন পেলেন বাবু"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]